ETV Bharat / state

উদ্ধার 153 তাজা বোমা, মেদিনীপুরে ধৃত যুবক - 153 fresh bombs recovered

উদ্ধার153টি তাজা বোমা।এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এক জনকে গ্রেপ্তার করে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লালপুর গ্রামে । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের একটি কলাবাগান থেকে শুক্রবার রাতে 153 টি তাজা বোমা উদ্ধার করে । এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শেখ কাসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করে ।

vagbanpu
গ্রেফতার এক যুবক
author img

By

Published : May 2, 2020, 6:22 PM IST

এগরা 2 মে : কলাবাগান থেকে উদ্ধার153টি তাজা বোমা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এক জনকে গ্রেপ্তার করে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লালপুর গ্রামে । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের একটি কলাবাগান থেকে শুক্রবার রাতে 153 টি তাজা বোমা উদ্ধার করে । এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শেখ কাসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করে । তারপর এদিন পরিত্যক্ত জায়গায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি । তবে কী কারণে এত বোমা মজুত ছিল বা এত বোমা কোথা থেকে এসেছিল , তা তদন্ত শুরু করেছে পুলিশ ।

কাসিম উদ্দিনকে পুলিশ আজ কাঁথি মহকুমা আদালতে তুললে বিচারক অভিযুক্তকে 5 দিনের হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

এগরা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার আকতার আলি বলেন, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ ওই কলাবাগান ঘিরে ফেলে। তারপর প্লাস্টিকের ব্যারেলের ভিতরে থেকে 153টি বোমা উদ্ধার হয়। তার সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

অভিযুক্ত কাসিম উদ্দিন আদালতে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ''আমাকে কী কারণে পুলিশ ধরেছে আমি জানি না । পঞ্চায়েত সদস্য আশরফ আলির বাড়িতে ত্রাণ আনতে গেছিলাম, আমি গ্রামের লোক ।''

এগরা 2 মে : কলাবাগান থেকে উদ্ধার153টি তাজা বোমা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এক জনকে গ্রেপ্তার করে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লালপুর গ্রামে । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের একটি কলাবাগান থেকে শুক্রবার রাতে 153 টি তাজা বোমা উদ্ধার করে । এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শেখ কাসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করে । তারপর এদিন পরিত্যক্ত জায়গায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি । তবে কী কারণে এত বোমা মজুত ছিল বা এত বোমা কোথা থেকে এসেছিল , তা তদন্ত শুরু করেছে পুলিশ ।

কাসিম উদ্দিনকে পুলিশ আজ কাঁথি মহকুমা আদালতে তুললে বিচারক অভিযুক্তকে 5 দিনের হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

এগরা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার আকতার আলি বলেন, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ ওই কলাবাগান ঘিরে ফেলে। তারপর প্লাস্টিকের ব্যারেলের ভিতরে থেকে 153টি বোমা উদ্ধার হয়। তার সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

অভিযুক্ত কাসিম উদ্দিন আদালতে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ''আমাকে কী কারণে পুলিশ ধরেছে আমি জানি না । পঞ্চায়েত সদস্য আশরফ আলির বাড়িতে ত্রাণ আনতে গেছিলাম, আমি গ্রামের লোক ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.