তমলুক, 13 এপ্রিল : হলদিয়ার কোরোনা আক্রান্ত আরও দু'জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । আজ বিকেল নাগাদ তাঁদের বেলেঘাটা আইডি ও কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তাদের আগামী 14 দিন গৃহ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
সুস্থ হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হলদিয়ার দুর্গাচকের বাসিন্দা ৷ অপরজন দেভোগ এলাকার নিজ়ামউদ্দিন ফেরত হলদিয়া বন্দরের ইঞ্জিনিয়র । হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন মোট পাঁচজন ৷ গতকাল তাঁদের মধ্যে দু'জনকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ বলে ঘোষণা করা হয় । আজ হলদিয়ার অপর দুই কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন । হলদিয়ার অপর এক কোরোনা আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । পূর্ব মেদিনীপুর জেলা ও জেলা যোগে মোট কোরোনায় আক্রান্ত হয়েছিলেন 21 জন বাসিন্দা । গতকালই তাঁদের মধ্যে আটজন সুস্থ বলে জানা যায় । আজ কলকাতায় চিকিৎসাধীন দুই ব্যক্তি সুস্থ বলে জানানো হয় । বাকি 11 জন কোরোনা আক্রান্ত বর্তমানে পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল ও কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
গতকাল সুস্থ হওয়া যে আট ব্যক্তিকে মেচেদার একটি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল তাঁদেরও আজ ছুটি দেওয়া হয় । এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের 10 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । বাকিরা বর্তমানে চিকিৎসাধীন । সুস্থ হওয়া প্রত্যেককে গৃহ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।