ETV Bharat / state

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তমলুকের কোরোনা আক্রান্ত মহিলা - সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তমলুকের কোরোনা আক্রান্ত গৃহবধূ

এই নিয়ে তমলুকের পাঁচজন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

সুস্থ তমলুকের কোরোনা আক্রান্ত গৃহবধূ, নেই নতুন আক্রান্তের খোঁজ
সুস্থ তমলুকের কোরোনা আক্রান্ত গৃহবধূ, নেই নতুন আক্রান্তের খোঁজ
author img

By

Published : Apr 17, 2020, 5:15 PM IST

Updated : Apr 17, 2020, 5:47 PM IST

তমলুক, 17 এপ্রিল: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তমলুকের কোরোনা আক্রান্ত এক মহিলা । গতকাল তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতায় টেস্টের জন্য পাঠানো হয়েছিল । পরপর দুবার রিপোর্ট নেগেটিভ আসায় আজ দুপুর নাগাদ তাঁকে ছুটি দেওয়া হয় । তিনি তমলুকের কোরোনা আক্রান্ত 82 বছরের বৃদ্ধের আত্মীয় । 5 এপ্রিল থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লক এলাকার দুটি গ্রামের মোট 13 জন বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তাঁরা প্রত্যেকেই কলকাতার পান ব্যবসায়ী এক বৃদ্ধের সংস্পর্শে এসে আক্রান্ত হন । আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের । বাকি 12 জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বৃদ্ধের চিকিৎসায় যুক্ত থাকা স্থানীয় এক চিকিৎসক সহ মোট 4 জন । শুক্রবার ওই বৃদ্ধের ভাইয়ের স্ত্রী সুস্থ হয়ে ওঠায় তাঁকে আজ পাঁশকুড়ার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । বুধবার তাঁর সোয়াবের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল কলকাতায় । বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ আসে । ফের তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তাও নেগেটিভ আসে । সেই রিপোর্টের ভিত্তিতেই আজ ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয় ।

এই নিয়ে তমলুকের পাঁচজন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তমলুকের কোরোনা আক্রান্ত বাকি সাতজন বর্তমানে চিকিৎসাধীন । তাঁদের মধ্যে ওই বৃদ্ধ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । বাকি ছ'জনের চিকিৎসা চলছে পাঁশকুড়ার কোরোনা হাসপাতলে ।

শুক্রবার স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কেউ আক্রান্ত হননি । অপরদিকে সংক্রমণের আশঙ্কায় গতকাল জেলা হাসপাতালের যে ফিমেল মেডিসিন ও CCU বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল তা পুনরায় চালু করা হয়েছে ।

তমলুক, 17 এপ্রিল: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তমলুকের কোরোনা আক্রান্ত এক মহিলা । গতকাল তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতায় টেস্টের জন্য পাঠানো হয়েছিল । পরপর দুবার রিপোর্ট নেগেটিভ আসায় আজ দুপুর নাগাদ তাঁকে ছুটি দেওয়া হয় । তিনি তমলুকের কোরোনা আক্রান্ত 82 বছরের বৃদ্ধের আত্মীয় । 5 এপ্রিল থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লক এলাকার দুটি গ্রামের মোট 13 জন বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তাঁরা প্রত্যেকেই কলকাতার পান ব্যবসায়ী এক বৃদ্ধের সংস্পর্শে এসে আক্রান্ত হন । আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের । বাকি 12 জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বৃদ্ধের চিকিৎসায় যুক্ত থাকা স্থানীয় এক চিকিৎসক সহ মোট 4 জন । শুক্রবার ওই বৃদ্ধের ভাইয়ের স্ত্রী সুস্থ হয়ে ওঠায় তাঁকে আজ পাঁশকুড়ার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । বুধবার তাঁর সোয়াবের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল কলকাতায় । বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ আসে । ফের তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তাও নেগেটিভ আসে । সেই রিপোর্টের ভিত্তিতেই আজ ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয় ।

এই নিয়ে তমলুকের পাঁচজন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তমলুকের কোরোনা আক্রান্ত বাকি সাতজন বর্তমানে চিকিৎসাধীন । তাঁদের মধ্যে ওই বৃদ্ধ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । বাকি ছ'জনের চিকিৎসা চলছে পাঁশকুড়ার কোরোনা হাসপাতলে ।

শুক্রবার স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কেউ আক্রান্ত হননি । অপরদিকে সংক্রমণের আশঙ্কায় গতকাল জেলা হাসপাতালের যে ফিমেল মেডিসিন ও CCU বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল তা পুনরায় চালু করা হয়েছে ।

Last Updated : Apr 17, 2020, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.