ETV Bharat / state

Unnatural Death At Memari: প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুতে প্রেমিকা-সহ গ্রেফতার 4 - প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুতে প্রেমিকা সহ গ্রেফতার 4

প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রেমিকা-সহ 4 জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ (Unnatural Death At Memari)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Unnatural Death At Memari
প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুতে প্রেমিকা সহ গ্রেফতার 4
author img

By

Published : Mar 17, 2022, 10:19 PM IST

মেমারি, 17 মার্চ: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই যুবকের প্রেমিকা-সহ 4 জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ (Unnatural Death At Memari)। যুবকের পরিবারের অভিযোগ প্রেমিকা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি ৷ সেই কারণেই যুবককে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বুধবার রাতে পূর্ব বর্ধমানের মেমারির পারিজাত নগরের উদয়পল্লির প্রিয়াঙ্কা কীর্তনীয়ার বাড়ির উঠোন থেকে শুভ শীল নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ওই বাড়িতে যায় শুভ শীলের পরিবার ও স্থানীয় মানুষজন ৷ তাঁরা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার বাড়িতে ভাঙচুর করেন এবং প্রেমিকার বাড়ির লোকেদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

আরও পড়ুন: বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হলেন পরেশ সরকার

শুভ শীলের পরিবারের অভিযোগ প্রিয়াঙ্কা কীর্তনীয়ার সঙ্গে শুভ শীলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বছর ছয়েক ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। যেটা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার পরিবার মেনে নিতে পারেনি। তাই তারাই পরিকল্পিতভাবে শুভ শীলকে খুন করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ প্রেমিকা প্রিয়াঙ্কা কীর্তনীয়া, তাঁর বাবা সুনীল কীর্তনীয়া, মা জয়মালা কীর্তনীয়া ও দাদা রাজীব কীর্তনীয়াকে গ্রেফতার করা হয়। যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

মেমারি, 17 মার্চ: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই যুবকের প্রেমিকা-সহ 4 জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ (Unnatural Death At Memari)। যুবকের পরিবারের অভিযোগ প্রেমিকা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি ৷ সেই কারণেই যুবককে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বুধবার রাতে পূর্ব বর্ধমানের মেমারির পারিজাত নগরের উদয়পল্লির প্রিয়াঙ্কা কীর্তনীয়ার বাড়ির উঠোন থেকে শুভ শীল নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ওই বাড়িতে যায় শুভ শীলের পরিবার ও স্থানীয় মানুষজন ৷ তাঁরা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার বাড়িতে ভাঙচুর করেন এবং প্রেমিকার বাড়ির লোকেদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

আরও পড়ুন: বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হলেন পরেশ সরকার

শুভ শীলের পরিবারের অভিযোগ প্রিয়াঙ্কা কীর্তনীয়ার সঙ্গে শুভ শীলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বছর ছয়েক ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। যেটা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার পরিবার মেনে নিতে পারেনি। তাই তারাই পরিকল্পিতভাবে শুভ শীলকে খুন করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ প্রেমিকা প্রিয়াঙ্কা কীর্তনীয়া, তাঁর বাবা সুনীল কীর্তনীয়া, মা জয়মালা কীর্তনীয়া ও দাদা রাজীব কীর্তনীয়াকে গ্রেফতার করা হয়। যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.