ETV Bharat / state

Youth Beaten to Death : কালনায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক - kalna news

ঝামেলার জেরে যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ (Youth Beaten to Death)৷ পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে কালনা থানার পুলিশ ৷

Youth Beaten to Death
কালনায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
author img

By

Published : Jun 7, 2022, 4:06 PM IST

কালনা, 7 জুন : বালি বোঝাইকে কেন্দ্র করে বচসার জেরে এক ট্রাক্টর চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আনসার শেখ নামে এক যুবকের বিরুদ্ধে (Youth Beaten to death in Kalna)। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার পুরাতনহাট গ্রামে । মৃত ট্রাক্টর চালকের নাম গোলাম মোর্তাজা (21)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ বালি বোঝাইকে কেন্দ্র করে ট্রাক্টর চালক গোলাম মোর্তাজার সঙ্গে আনসার শেখের বচসা বাধে । খবর পেয়ে ট্রাক্টরের মালিক সেখানে গেলে তখনকার মতো ঝামেলা মিটে যায় । কিন্তু আনসার মোর্তাজাকে দেখে নেওয়ার হুমকি দেয় । এরপর রাত দুটো নাগাদ মোর্তাজা যখন ফের বালিঘাটে বালি আনতে যায় তখন আবার দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । মোর্তাজা ফের তাঁর ট্রাক্টরের মালিককে ফোন করে । এরপর তাঁরা ভোররাতে বালিঘাটে পৌঁছে দেখেন মোর্তাজার রক্তাক্ত দেহ পড়ে আছে ।

আরও পড়ুন : Husband cuts Wife's Wrist : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

মৃতের দাদা মেহবুব আলমগির শেখ বলেন, "বালি লোডিং নিয়ে গণ্ডগোলের জেরে ভাইকে পিটিয়ে খুন করা হয় । তারপর তার উপরে ট্রাক্টরটি চাপিয়ে দেয় । আমরা গভীর রাতে খবর পেয়ে ভোররাতে গিয়ে তার রক্তাক্ত দেহ উদ্ধার করি ।"

কালনায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে মৃতের দাদা ও ট্রাক্টর মালিকের প্রতিক্রিয়া
ট্রাক্টরের মালিক মফিজুল শেখ বলেন, "আমার ড্রাইভার মোর্তাজার সঙ্গে আনসার শেখের ঝামেলা হয় । এরপর মোর্তাজা আমাকে ফোন করলে আমি সেখানে যাই । আনসার তাকে দেখে নেওয়ার হুমকি দেয় । রাত দুটো নাগাদ আমার ড্রাইভার যখন বালি আনতে যায় তখন তাকে পিটিয়ে খুন করা হয় ।" বিষয়টি নিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার পর থেকেই অভিযুক্ত আনসার শেখ পলাতক । কী কারণে এই ঘটনা, কারা এই খুনের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ ৷

আরও পড়ুন : Online Bomb Sell : অনলাইনে বোমা বিক্রির অভিযোগ, কাটোয়া থেকে গ্রেফতার 1

কালনা, 7 জুন : বালি বোঝাইকে কেন্দ্র করে বচসার জেরে এক ট্রাক্টর চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আনসার শেখ নামে এক যুবকের বিরুদ্ধে (Youth Beaten to death in Kalna)। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার পুরাতনহাট গ্রামে । মৃত ট্রাক্টর চালকের নাম গোলাম মোর্তাজা (21)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ বালি বোঝাইকে কেন্দ্র করে ট্রাক্টর চালক গোলাম মোর্তাজার সঙ্গে আনসার শেখের বচসা বাধে । খবর পেয়ে ট্রাক্টরের মালিক সেখানে গেলে তখনকার মতো ঝামেলা মিটে যায় । কিন্তু আনসার মোর্তাজাকে দেখে নেওয়ার হুমকি দেয় । এরপর রাত দুটো নাগাদ মোর্তাজা যখন ফের বালিঘাটে বালি আনতে যায় তখন আবার দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । মোর্তাজা ফের তাঁর ট্রাক্টরের মালিককে ফোন করে । এরপর তাঁরা ভোররাতে বালিঘাটে পৌঁছে দেখেন মোর্তাজার রক্তাক্ত দেহ পড়ে আছে ।

আরও পড়ুন : Husband cuts Wife's Wrist : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

মৃতের দাদা মেহবুব আলমগির শেখ বলেন, "বালি লোডিং নিয়ে গণ্ডগোলের জেরে ভাইকে পিটিয়ে খুন করা হয় । তারপর তার উপরে ট্রাক্টরটি চাপিয়ে দেয় । আমরা গভীর রাতে খবর পেয়ে ভোররাতে গিয়ে তার রক্তাক্ত দেহ উদ্ধার করি ।"

কালনায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে মৃতের দাদা ও ট্রাক্টর মালিকের প্রতিক্রিয়া
ট্রাক্টরের মালিক মফিজুল শেখ বলেন, "আমার ড্রাইভার মোর্তাজার সঙ্গে আনসার শেখের ঝামেলা হয় । এরপর মোর্তাজা আমাকে ফোন করলে আমি সেখানে যাই । আনসার তাকে দেখে নেওয়ার হুমকি দেয় । রাত দুটো নাগাদ আমার ড্রাইভার যখন বালি আনতে যায় তখন তাকে পিটিয়ে খুন করা হয় ।" বিষয়টি নিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার পর থেকেই অভিযুক্ত আনসার শেখ পলাতক । কী কারণে এই ঘটনা, কারা এই খুনের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ ৷

আরও পড়ুন : Online Bomb Sell : অনলাইনে বোমা বিক্রির অভিযোগ, কাটোয়া থেকে গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.