ETV Bharat / state

মোবাইল চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে খুন - মোবাইল চুরি

বৃহস্পতিবার রাতে এলাকার কয়েকজনকে নিয়ে এসে বাবলুর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে আবারও ঝামেলা শুরু করে সোমা ও তার পরিবার ৷ সেই সময়ই তারা বাবলুকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে মারতে শুরু করে বলে অভিযোগ ৷

youth_beaten_and_killed_by_neighbor_4_people_arrested
মোবাইল চুরির অভিযোগ, পিটিয়ে খুন যুবককে
author img

By

Published : Oct 23, 2020, 8:16 PM IST

বর্ধমান, 23 অক্টোবর : মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে ৷ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ ৷ দু’দিন আগে ভাতারের ওড়গ্রাম এলাকার সোমা টুডু নামে এক মহিলার মোবাইল ফোন চুরি যায় ৷ সেই ঘটনায় তিনি স্থানীয় যুবক বাবলু মুর্মুর বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ আনেন ৷

অভিযোগের পরই দুই পরিবারের মধ্য়ে ঝামেলা হয় ৷ তবে তখনকার মতো তা মিটেও যায় । তবে বৃহস্পতিবার রাতে এলাকার কয়েকজনকে নিয়ে এসে বাবলুর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে আবারও ঝামেলা শুরু করে সোমা ও তার পরিবার ৷ প্রথমে বচসা ও পরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ সেই সময়ই তারা বাবলুকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে মারতে শুরু করে বলে অভিযোগ ৷ স্থানীয়রা এসে বাবলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

এই ঘটনায় বাবলুর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমা টুডু, মাতাল হেমব্রম, কানাই হেমব্রম ও সুনীল টুডুকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের বরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের পালটা অভিযোগ, বাবলু বঁটি নিয়ে তাদের উপর হামলা করেছিল ৷ তাই নিজেদের বাঁচাতেই বাবলুকে মারধর করে তারা ৷ আর তাতেই বাবলুর মৃত্যু হয় ৷

বর্ধমান, 23 অক্টোবর : মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে ৷ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ ৷ দু’দিন আগে ভাতারের ওড়গ্রাম এলাকার সোমা টুডু নামে এক মহিলার মোবাইল ফোন চুরি যায় ৷ সেই ঘটনায় তিনি স্থানীয় যুবক বাবলু মুর্মুর বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ আনেন ৷

অভিযোগের পরই দুই পরিবারের মধ্য়ে ঝামেলা হয় ৷ তবে তখনকার মতো তা মিটেও যায় । তবে বৃহস্পতিবার রাতে এলাকার কয়েকজনকে নিয়ে এসে বাবলুর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে আবারও ঝামেলা শুরু করে সোমা ও তার পরিবার ৷ প্রথমে বচসা ও পরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ সেই সময়ই তারা বাবলুকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে মারতে শুরু করে বলে অভিযোগ ৷ স্থানীয়রা এসে বাবলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

এই ঘটনায় বাবলুর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমা টুডু, মাতাল হেমব্রম, কানাই হেমব্রম ও সুনীল টুডুকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের বরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের পালটা অভিযোগ, বাবলু বঁটি নিয়ে তাদের উপর হামলা করেছিল ৷ তাই নিজেদের বাঁচাতেই বাবলুকে মারধর করে তারা ৷ আর তাতেই বাবলুর মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.