কাটোয়া, 23 অগস্ট : মামারবাড়ির সম্পত্তি মায়ের নামে লিখে দিতে হবে । কিন্তু মামা রাজি না হওয়ায় তাঁকে খুনের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির নাম অরবিন্দ মাঝি (42) । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নং ব্লকের দিয়াসিন গ্রামের ঘটনা ৷ ভাগ্নে রাহুল ঘোড়ুইকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে মৌসুমি ঘোড়ুইয়ের স্বামী মারা যায় । এরপর ছেলে রাহুলকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে মৌসুমি । এদিকে, বছর তিনেক ধরে মামার বাড়ির সম্পত্তি নিয়ে মামা অরবিন্দ মাঝির সঙ্গে ভাগ্নে রাহুলের বিবাদ শুরু হয় । রাহুল তার মামার কাছে দাবি করতে থাকে, মামার বাড়ির সম্পত্তি তার মায়ের নামে লিখে দিতে হবে । কিন্তু, মামা সেই প্রস্তাবে রাজি হয়নি । ফলে প্রায়দিনই বাড়িতে অশান্তি চলত । গতকাল বিকেলেও ফের মামা ও ভাগ্নের মধ্যে ঝামেলা শুরু হয় । সেই সময় কলের লোহার হাতল দিয়ে রাহুল তার মামার মাথায় আঘাত করে বলে অভিযোগ ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় অরবিন্দ মাঝির ।
এদিকে ঘটনার পর থেকেই রাহুলের মা মৌসুমি পলাতক । কিন্তু রাহুল পালানোর আগে তাকে স্থানীয়রা ধরে ফেলে ৷ পুলিশের হাতে তুলে দেওয়া হয় রাহুলকে । তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ মায়েরও খোঁজ চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ ৷