ETV Bharat / state

Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় - Womans body with slitted throat found in Purba Bardhaman

রবিবার বিকেলে অন্য দিনের মতোই রান্নার কাজে বেরিয়ে ছিলেন মৌমিতা ৷ আর বাড়ি ফেরা হয়নি ৷ শেষমেশ তাঁর গলাকাটা দেহ মিলল কালনা রোডের পাশে বাগমারি এলাকায় (Womans body found at Baikunthapur) ৷

Headless body of a woman
মহিলার গলাকাটা দেহ উদ্ধার
author img

By

Published : Dec 14, 2021, 8:55 AM IST

বর্ধমান, 14 ডিসেম্বর : গলা কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌমিতা দে (37) । ঘটনাটি ঘটেছে বর্ধমানের বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েতে (Womans body found at Baikunthapur) । খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই যুবতীর দেহ বর্ধমান কালনা রোডের পাশে বাগমারি এলাকায় পড়েছিল । এলাকাবাসী তাঁকে চিনতে পেরে তাঁর বাবাকে খবর দেয় । তিনি গিয়ে দেহ শনাক্ত করেন (Murder in Purba Bardhaman) ।

মৌমিতা পরিচারিকার কাজ করতেন । রবিবার বিকেল নাগাদ কাজে যাওয়ার নাম করে মৌমিতা বাড়ি থেকে বের হন ৷ কিন্তু গভীর রাতেও বাড়ি ফেরেননি । মৃতার বাবা রমেশ চন্দ্র ঘোড়ুই বলেন, "কাল বিকেলে কাজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় । একটা বাড়িতে সকালে ও সন্ধেবেলা রান্নার কাজ করত । গতকাল ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল ।" তাই ওই বাড়িতে মৌমিতা বলে এসেছিলেন যে তিনি কাজে যাবেন না । কিন্তু তাও কাজে যাচ্ছেন জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি । বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা । তাঁর মোবাইলে ফোন করা হয় । রাত বারোটা পর্যন্ত মৌমিতার মোবাইল অন ছিল, কিন্তু তিনি ফোন ধরেননি । কিন্তু তারপর মোবাইল অফ হয়ে যায় ।

আরও পড়ুন : Unnatural Death in Khirpai : সৎকারের সময় গলায় দড়ির দাগ দেখে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

বৈকুণ্ঠপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানকার বুথ সভাপতি একজন মহিলার দেহ পড়ে থাকার খবর দেন । খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই । তারপর শক্তিগড় থানায় খবর দিলে পুলিশ মেয়েটির দেহ উদ্ধার করে ।" তিনি জানান, মেয়েটি এখানকার স্থানীয় মেয়ে এবং তাঁর নাম মৌমিতা দে । তাঁর বাবা সরকারি চাকরি করেন ।

উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় জানান, কিছুদিন আগে মৌমিতার বিয়ে হয়েছিল । কিন্তু তাঁর স্বামী দুর্ঘটনায় মারা যান । তাঁর একটি বাচ্চা আছে । স্থানীয়দের অনুমান, বহিরাগত দুষ্কৃতীরা মৌমিতাকে বাইরে কোথাও খুন করে এনে এখানে ফেলে গিয়েছে ।

বর্ধমান, 14 ডিসেম্বর : গলা কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌমিতা দে (37) । ঘটনাটি ঘটেছে বর্ধমানের বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েতে (Womans body found at Baikunthapur) । খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই যুবতীর দেহ বর্ধমান কালনা রোডের পাশে বাগমারি এলাকায় পড়েছিল । এলাকাবাসী তাঁকে চিনতে পেরে তাঁর বাবাকে খবর দেয় । তিনি গিয়ে দেহ শনাক্ত করেন (Murder in Purba Bardhaman) ।

মৌমিতা পরিচারিকার কাজ করতেন । রবিবার বিকেল নাগাদ কাজে যাওয়ার নাম করে মৌমিতা বাড়ি থেকে বের হন ৷ কিন্তু গভীর রাতেও বাড়ি ফেরেননি । মৃতার বাবা রমেশ চন্দ্র ঘোড়ুই বলেন, "কাল বিকেলে কাজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় । একটা বাড়িতে সকালে ও সন্ধেবেলা রান্নার কাজ করত । গতকাল ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল ।" তাই ওই বাড়িতে মৌমিতা বলে এসেছিলেন যে তিনি কাজে যাবেন না । কিন্তু তাও কাজে যাচ্ছেন জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি । বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা । তাঁর মোবাইলে ফোন করা হয় । রাত বারোটা পর্যন্ত মৌমিতার মোবাইল অন ছিল, কিন্তু তিনি ফোন ধরেননি । কিন্তু তারপর মোবাইল অফ হয়ে যায় ।

আরও পড়ুন : Unnatural Death in Khirpai : সৎকারের সময় গলায় দড়ির দাগ দেখে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

বৈকুণ্ঠপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানকার বুথ সভাপতি একজন মহিলার দেহ পড়ে থাকার খবর দেন । খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই । তারপর শক্তিগড় থানায় খবর দিলে পুলিশ মেয়েটির দেহ উদ্ধার করে ।" তিনি জানান, মেয়েটি এখানকার স্থানীয় মেয়ে এবং তাঁর নাম মৌমিতা দে । তাঁর বাবা সরকারি চাকরি করেন ।

উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় জানান, কিছুদিন আগে মৌমিতার বিয়ে হয়েছিল । কিন্তু তাঁর স্বামী দুর্ঘটনায় মারা যান । তাঁর একটি বাচ্চা আছে । স্থানীয়দের অনুমান, বহিরাগত দুষ্কৃতীরা মৌমিতাকে বাইরে কোথাও খুন করে এনে এখানে ফেলে গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.