ETV Bharat / state

ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াই, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আশার আলো দেখাচ্ছেন রাসমণি - ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াই

ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করার চেষ্টা করা হয়েছিল গৃহবধূকে । রাতের অন্ধকারে গ্রামবাসীরা তাঁকে খুন করার চেষ্টা করেছিল বলেও অভিযোগ । পূর্ব বর্ধমানের হাটশিমুল গ্রামের সেই রাসমণি মালিকই আজ ডাইনি অপবাদ ঘুচিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আশার আলো দেখাচ্ছেন । দেবশিশু ওয়েলফেয়ার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনছেন শেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে সমাজের বঞ্চিত মেয়েদের ।

tortured woman fights back
ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াই
author img

By

Published : Jan 3, 2020, 8:01 PM IST

শক্তিগড়, 3 জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন হাটশিমুল গ্রামের বাসিন্দা রাসমণি মালিক । ডাইনী অপবাদ দিয়ে 2014 সাল থেকে তাঁর উপরে অত্যাচার শুরু করেছিল গ্রামবাসীরা । রাতের অন্ধকারে বেধড়ক মারধর করা হয়েছিল তাঁকে । অত্যাচার সহ্য করতে না পেরে এক সময় আত্মহত্যা করবেন বলে ঠিক করেছিলেন রাসমণি । কিন্তু সংসারের পিছুটানে সেই ইচ্ছে ত্যাগ করে শুরু করেছিলেন লড়াই । নতুন করে বাঁচার লড়াই । জেলা প্রশাসন, পুলিশ, মহিলা কমিশন তাঁকে ফিরিয়ে দেয় । কিন্তু তারপরও নানা দিক থেকে চাপ আসতে শুরু করে । বর্ধমানের একটি নার্সিংহোমে কাজ শুরু করেন । সেখানেও নার্সিংহোমের কর্মীদের কাছেও জোটে ডাইনি অপবাদ ।

সেই রাসমণি মালিক আজ দেবশিশু ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছেন । শুধু তাই নয় রাসমণি মালিকের হাত ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও ফিরে পাচ্ছে নতুন জীবন । সমাজের বঞ্চিত মেয়েদের হাতে-কলমে শিক্ষা দেওয়া, স্বনির্ভর করে তোলা ইত্যাদি সব কাজেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাসমণি মালিক । রাসমণি মালিকের কথায়, "দেবশিশু নামের স্বেচ্ছাসেবী সংস্থা আমাকে নতুন করে জীবন দান করেছে ।"

ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াই, কি বলছেন রাসমণি ? দেখুন ভিডিয়ো...

দেবশিশু ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সবিতব্রত হাটি বলেন, "BDO-র কাছ থেকে রাসমণি মালিকের কথা জানতে পারি । তাঁকে ডাইনি অপবাদ দিয়ে খুন করার চেষ্টা করেছিল গ্রামবাসীরা । প্রশাসনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসি । শুরু হয় নতুন লড়াই । সেই লড়াইয়ে জয়ী হয়েছে রাসমণি মালিক । রাসমণির হাত ধরেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে সমাজের বঞ্চিত মেয়েরা নতুন করে বাঁচার আশার আলো দেখছে ।"

tortured woman fights back
ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাসমণি

শক্তিগড়, 3 জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন হাটশিমুল গ্রামের বাসিন্দা রাসমণি মালিক । ডাইনী অপবাদ দিয়ে 2014 সাল থেকে তাঁর উপরে অত্যাচার শুরু করেছিল গ্রামবাসীরা । রাতের অন্ধকারে বেধড়ক মারধর করা হয়েছিল তাঁকে । অত্যাচার সহ্য করতে না পেরে এক সময় আত্মহত্যা করবেন বলে ঠিক করেছিলেন রাসমণি । কিন্তু সংসারের পিছুটানে সেই ইচ্ছে ত্যাগ করে শুরু করেছিলেন লড়াই । নতুন করে বাঁচার লড়াই । জেলা প্রশাসন, পুলিশ, মহিলা কমিশন তাঁকে ফিরিয়ে দেয় । কিন্তু তারপরও নানা দিক থেকে চাপ আসতে শুরু করে । বর্ধমানের একটি নার্সিংহোমে কাজ শুরু করেন । সেখানেও নার্সিংহোমের কর্মীদের কাছেও জোটে ডাইনি অপবাদ ।

সেই রাসমণি মালিক আজ দেবশিশু ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছেন । শুধু তাই নয় রাসমণি মালিকের হাত ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও ফিরে পাচ্ছে নতুন জীবন । সমাজের বঞ্চিত মেয়েদের হাতে-কলমে শিক্ষা দেওয়া, স্বনির্ভর করে তোলা ইত্যাদি সব কাজেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাসমণি মালিক । রাসমণি মালিকের কথায়, "দেবশিশু নামের স্বেচ্ছাসেবী সংস্থা আমাকে নতুন করে জীবন দান করেছে ।"

ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াই, কি বলছেন রাসমণি ? দেখুন ভিডিয়ো...

দেবশিশু ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সবিতব্রত হাটি বলেন, "BDO-র কাছ থেকে রাসমণি মালিকের কথা জানতে পারি । তাঁকে ডাইনি অপবাদ দিয়ে খুন করার চেষ্টা করেছিল গ্রামবাসীরা । প্রশাসনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসি । শুরু হয় নতুন লড়াই । সেই লড়াইয়ে জয়ী হয়েছে রাসমণি মালিক । রাসমণির হাত ধরেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে সমাজের বঞ্চিত মেয়েরা নতুন করে বাঁচার আশার আলো দেখছে ।"

tortured woman fights back
ডাইনি অপবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাসমণি
Intro:ডাইনি অপবাদ ঘুচিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আশার আলো দেখাচ্ছেন রাসমণি

পুলক যশ , শক্তিগড়


ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া চেষ্টা করা হয়েছিল এক গৃহবধূকে। রাতের অন্ধকারে গ্রামবাসীরা তাকে খুন করার চেষ্টা করেছিল এই অভিযোগে তোলপাড় হয়েছিল বর্ধমান।


Body:পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন হাটশিমুল গ্রামের বাসিন্দা রাসমণি মালিক। 2014 সাল নাগাদ তাকে ডাইনী অপবাদ দিয়ে তার উপরে অত্যাচার শুরু করেছিল গ্রামবাসীরা। রাতের অন্ধকারে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। একটা সময় অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করবে বলে ঠিক করেছিল রাসমণি। কিন্তু সংসারে ছেলেমেয়েদের কথা ভেবে সেই ইচ্ছে ত্যাগ করে লড়াই শুরু করেছিলেন। নতুন করে বাঁচার লড়াই। জেলা প্রশাসন, পুলিশ, মহিলা কমিশন তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল। কিন্তু তারপরও নানা দিক থেকে চাপ আসতে শুরু করে। তিনি বর্ধমানের একটি নার্সিংহোমে কাজ করতেন ।সেই নার্সিংহোমের কর্মীদের কাছেও তাকে ডাইনি অপবাদ শুনতে হয়েছিল এমনই অভিযোগ করেছিলেন রাসমণি মালিক।


Conclusion:সেই রাসমণি মালিক আজ দেবশিশু ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছেন। শুধু তাই নয় রাসমণি মালিকের হাত ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও নতুন করে জীবন ফিরে পাচ্ছে। সমাজে বঞ্চিত মেয়েদের হাতে কলমে শিক্ষা দেওয়া, স্বনির্ভর করে তোলা ইত্যাদি সব কাজেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাসমণি মালিক। রাসমণি মালিকের কথায় দেব শিশু নামের স্বেচ্ছাসেবী সংস্থা আমাকে নতুন করে জীবন দান করেছে।
দেব শিশু ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সবিতব্রত হাটি বলেন একদিন স্থানীয় বিডিওর মাধ্যমে রাসমণি মালিকের কথা জানতে পারি। তাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করার চেষ্টা করেছিল গ্রামবাসীরা। প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে এসে নতুন করে লড়াই করা শুরু করি ।সেই লড়াইয়ে জয়ী হয়েছে রাসমণি মালিক। রাসমণির হাত ধরেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সমাজের বঞ্চিত মেয়েরা নতুন করে বাঁচার আশার আলো দেখছে।

বাইট 1 রাসমণি মালিক
বাইট 2 সবিতব্রত হাটি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.