গুসকরা, 7 জুলাই : শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল যুবতির ঝুলন্ত দেহ । ঘটনাটি গুসকরা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের । ঘটনার পর থেকেই পলাতক যুবতির শ্বশুরবাড়ির লোকজন । যদিও যুবতির পরিবারের তরফে রবিবার রাত পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র 11 দিন আগে তন্ময় দাস (32)-এর সঙ্গে বিয়ে হয়েছিল পূজা দাস (22)-এর । তন্ময় গুসকরা পুরসভার অস্থায়ী কর্মী । আজ দুপুরে পূজার বাপের বাড়িতে তাঁর মৃত্যুর খবর দেয় স্থানীয়রা । ঘটনার পর থেকেই তন্ময় ও পরিবারের লোকজন পলাতক ।
পূজার মা বলেন, "আমার মেয়ে আমাকে জানিয়েছিল তাঁর স্বামী তাঁকে মারধর করত । মা বাবা তুলে গালাগালিও করত । আমরা এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ জানাইনি ।"