ETV Bharat / state

সন্তানের সামনেই স্ত্রীকে থেঁতলে, পিটিয়ে খুন - death

কালনার পিন্ডিরা গ্রামে স্ত্রীকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ।

স্ত্রীকে পিটিয়ে খুন
author img

By

Published : Jun 11, 2019, 8:03 AM IST

কালনা, 10 জুন : স্ত্রীকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । কালনার পিন্ডিরা গ্রামের ঘটনা । মৃতের নাম চিন্তামণি সোরেন (34) । মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে চিন্তামণিকে খুনের অভিযোগ উঠেছে সুশীল সোরেনের বিরুদ্ধে ।

জানা গেছে, রবিবার দুপুরে বহিরাগত 4 মহিলাকে নিয়ে বাড়িতে মদ্যপানের আসর বসায় সুশীল সোরেন । তার স্ত্রী চিন্তামণি সেই ঘটনার প্রতিবাদ করে । তাই স্ত্রীকে জোর করে মদ খাইয়ে ডাইনি অপবাদ দিয়ে মেয়ের সামনেই নৃশংসভাবে ইট দিয়ে আঘাত করে সে । চিন্তামণিকে মারধর করে আরও দুই মহিলা ।

এরপর গুরুতর জখম অবস্থায় চিন্তামণিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । ওই রাতেই তাঁর মৃত্যু হয় । ওই দম্পতির তিন মেয়ের মধ্যে বড় মেয়ে মালা সরেন বলে, "চারজন মহিলা ছিল । তাদের দু-একবার দেখেছি । মাকে ওরা জোর করে মদ খাইয়ে ডাইনি ধরেছে বলে বাবাকে জানায় । এরপর বাবা আমার এক বোনকে একহাত দিয়ে ধরে আর মাকে মারতে থাকে । যদি চিৎকার করি তাহলে বোনকে আছড়ে মারবে বলে হুমকি দেয় । তাই আমি চিৎকার করতে পারিনি । ওই মহিলারাও মাকে লাঠি দিয়ে মারধর করতে থাকে ।"

কালনা, 10 জুন : স্ত্রীকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । কালনার পিন্ডিরা গ্রামের ঘটনা । মৃতের নাম চিন্তামণি সোরেন (34) । মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে চিন্তামণিকে খুনের অভিযোগ উঠেছে সুশীল সোরেনের বিরুদ্ধে ।

জানা গেছে, রবিবার দুপুরে বহিরাগত 4 মহিলাকে নিয়ে বাড়িতে মদ্যপানের আসর বসায় সুশীল সোরেন । তার স্ত্রী চিন্তামণি সেই ঘটনার প্রতিবাদ করে । তাই স্ত্রীকে জোর করে মদ খাইয়ে ডাইনি অপবাদ দিয়ে মেয়ের সামনেই নৃশংসভাবে ইট দিয়ে আঘাত করে সে । চিন্তামণিকে মারধর করে আরও দুই মহিলা ।

এরপর গুরুতর জখম অবস্থায় চিন্তামণিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । ওই রাতেই তাঁর মৃত্যু হয় । ওই দম্পতির তিন মেয়ের মধ্যে বড় মেয়ে মালা সরেন বলে, "চারজন মহিলা ছিল । তাদের দু-একবার দেখেছি । মাকে ওরা জোর করে মদ খাইয়ে ডাইনি ধরেছে বলে বাবাকে জানায় । এরপর বাবা আমার এক বোনকে একহাত দিয়ে ধরে আর মাকে মারতে থাকে । যদি চিৎকার করি তাহলে বোনকে আছড়ে মারবে বলে হুমকি দেয় । তাই আমি চিৎকার করতে পারিনি । ওই মহিলারাও মাকে লাঠি দিয়ে মারধর করতে থাকে ।"

Intro:চিৎকার করলেই আছাড় দিয়ে মারব, মেয়েকে হুমকি দিয়ে স্ত্রীকে পিটিয়ে মারল স্বামী

সন্তোষ দাস, কালনা


চিৎকার করলে আছাড় দিয়ে মেরে ফেলব এই হুমকি দিয়ে মেয়ের সামনেই স্ত্রীকে জোর করে মদ খাইয়ে ইট দিয়ে থেঁতলে পিটিয়ে খুন করল স্বামী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনার পিন্ডিরা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম চিন্তামণি সোরেন (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে বহিরাগত মহিলাদের নিয়ে বাড়িতে মদ্যপানের আসর বসায় স্বামী সুশীল সোরেন। তার স্ত্রী চিন্তামণি সেই ঘটনার প্রতিবাদ করে। তাই স্ত্রীকে জোর করে মদ খাইয়ে ডাইনী অপবাদ দিয়ে মেয়ের সামনেই নৃশংসভাবে পিটিয়ে খুন করে সে। যদিও মৃতার স্বামীর সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকা কোনো এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো বলেও দাবি মৃতার আত্মীয়দের।এই ঘটনার পরেই অভিযুক্ত স্বামীকে কালনা থানার পুলিশ আটক করে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,কালনার পিন্ডিরা গ্রামে থাকা আদিবাসী ওই মহিলার স্বামী সুশীল সরেন রবিবার দুপুর থেকে মদ্যপানের আসর বসায়। সঙ্গে উপস্থিত ছিলেন আরো চারজন মহিলা।এরপরেই নিজের স্ত্রীকে ডাইনী অপবাদ দেয় ওই মহিলারা।কিন্তু তার প্রতিবাদ করা তো দূরের কথা বরং স্ত্রীকে তার মেয়ের সামনেই নৃশংসভাবে ইঁট দিয়ে স্বামী থেঁতলায় রবিবার সন্ধ্যায়।শুধু স্বামীই নয়,তার সঙ্গে থাকা চারজন মহিলাও চিন্তামণি সরেনকে জোর করে মদ খাইয়ে,লাঠি দিয়ে তাকে মারধোর করে বলে অভিযোগ।এরপরেই গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।ওই রাতেই তার মৃত্যু হয়।ওই দম্পতির তিন মেয়ের মধ্যে বড়ো মেয়ে মালা সরেন জানায়,‘চারজন মহিলা ছিলো।ওদের দু-একবার দেখেছি।মাকে ওরা জোর করে মদ খাইয়ে ডানে ধরেছে বলে বাবাকে জানায়।এরপর বাবা আমার এক বোনকে একহাত দিয়ে ধরে আর মাকে মারতে থাকে।যদি চিৎকার করি তাহলে বোনকে আছড়ে মারবে বলে জানায়।তাই আমি চিৎকারও করতে পারিনি।ওই মহিলারাও মাকে লাঠি দিয়ে মারধোর করতে থাকে।’
মৃতের আত্মীয়দের দাবি ওই মহিলার মধ্যে কারো সাথে সুশীলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো বলেই জানতে পারি।Body:চিতকার করলেই Conclusion:পিটিয়ে মারব

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.