পূর্বস্থলী, 18 অক্টোবর : বাঁশদহ বিলকে ঘিরে পর্যটনের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার । সেখানে রঙিন ছোটো ছোটো নৌকা বিহারের পরিকল্পনা করা হচ্ছে । গতকাল বাঁশদহ বিল থেকে নিমতলা ব্রিজ পর্যন্ত নৌবিহারের মাধ্যমে এলাকা ঘুরে দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ ।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাঁশদহ বিলের পাড়ে খাল বিল উৎসব কুড়ি বছরে পা দিল । মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খাল-বিল সংস্কার নিয়ে প্রস্তাব রাখা হয়েছিল। সেই প্রস্তাব ইতিমধ্যেই পাশ হয়েছে । শুরু হয়েছে পাঁচ কিলোমিটার লম্বা বাঁশদহ বিল সংস্কারের কাজ । বাঁশদহ বিলের পাড়ে পর্যটকদের থাকার জন্য আবাসন গড়ে তোলা হচ্ছে ।
পাঁচ কিলোমিটার লম্বা এই বিলের তিন জায়গায় তিনটি জেটির ব্যবস্থা করা হবে । থাকবে নৌবিহারের জন্য ছোটো ছোটো পাহাড়ি নৌকার ব্যবস্থা । এছাড়া বিলে বাৎসরিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করারও চিন্তাভাবনা রয়েছে ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "খুব তাড়াতাড়ি বাঁশদহ বিল পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে । এমনিতেই এখানে খাল-বিল উৎসব পালন করা হয় । খাল সংস্কারের ফলে মৎস্যজীবী থেকে স্থানীয় মানুষদের যেমন কর্মসংস্থান হবে, তেমনি নৌবিহারের ব্যবস্থা টানবে পর্যটকদের ।"