ETV Bharat / state

Bengali Couple Walks Free: বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে বেঙ্গালুরু জেলে বন্দি জামালপুরের দম্পতির মুক্তি 301 দিন পর

পূর্ব বর্ধমানের জামালপুরের দম্পতি পলাশ অধিকারী ও শুক্লা অধিকারীকে বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করেছিল বেঙ্গালুরু পুলিশ ৷ 301 দিন পর তাঁরা মুক্তি পেয়ে ঘরে ফিরছেন ৷

Bengali Couple Walks Free
Bengali Couple Walks Free
author img

By

Published : Jun 2, 2023, 3:07 PM IST

বেঙ্গালুরু, 2 জুন: 301 দিন পর জেল থেকে মুক্তি পেলেন পূর্ব বর্ধমানের জামালপুরের এক দম্পতি ৷ কর্ণাটকের পুলিশ ওই দম্পতিকে বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করেছিল ৷ সম্প্রতি পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী নামে ওই স্বামী-স্ত্রীকে জামিন দিয়েছে বেঙ্গালুরু ম্যাজিস্ট্রেট আদালত ৷ তার পরই বৃহস্পতিবার দক্ষিণ ভারতের ওই রাজ্য থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা ৷

পলাশ ও শুক্লা তাঁদের দেড় বছরের সন্তানকে নিয়ে কাজের খোঁজে কর্ণাটকে গিয়েছিলেন ৷ কর্ণাটকের মারাতাল্লি এলাকায় তাঁরা বর্জ্য বাছাইয়ের কাজ করতেন ৷ বেঙ্গালুরুর ভার্তুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে 2022 সালের জুলাই মাসে ৷ সেই সময় বেঙ্গালুরু পুলিশ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ৷ সেই অভিযানেই পলাশ ও শুক্লাকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের ফরেনার্স অ্যাক্টে মামলাও হয় ৷ আদালত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয় ৷ তার পর থেকে জেলবন্দিই ছিলেন ওই দম্পতি ৷

এভাবেই কেটে যায় পরবর্তী 301 দিন ৷ কিন্তু তার মাঝেও তাঁরা মুক্তির জন্য প্রাণপণ লড়াই চালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুলিশকে তাঁরা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, তাঁরা সকলেই বাংলাদেশী নন ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দারাও বাংলাতেই কথা বলেন ৷ তাঁরা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা ৷ নিজেদের বাড়ির ঠিকানা দেন তাঁরা ৷

সেই মতো পুলিশ খোঁজখবর শুরু করে ৷ যোগাযোগ করে জামালপুরের বিডিও-র সঙ্গে ৷ তার পর দেখা যায় যে সত্যিই পলাশ ও শুক্লা জামালপুরের বাসিন্দা ৷ আদালতে সেই সংক্রান্ত নথি জমা পড়ার পর গত 28 এপ্রিল জামিন পান ওই দম্পতি ৷ তবে স্থানীয় মানুষের সইসাবুদের বিষয়ে জটিলতার জেরে তাঁদের মুক্তি আটকে ছিল ৷ অবশেষে তাঁরা জেল থেকে বাইরে আসতে পেরেছেন ৷ তার পর বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের তরফে তাঁদের জামালপুরের উদ্দেশে রওনা করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নীতি পুলিশির অভিযোগে কর্ণাটকে গ্রেফতার পাঁচ

বেঙ্গালুরু, 2 জুন: 301 দিন পর জেল থেকে মুক্তি পেলেন পূর্ব বর্ধমানের জামালপুরের এক দম্পতি ৷ কর্ণাটকের পুলিশ ওই দম্পতিকে বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করেছিল ৷ সম্প্রতি পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী নামে ওই স্বামী-স্ত্রীকে জামিন দিয়েছে বেঙ্গালুরু ম্যাজিস্ট্রেট আদালত ৷ তার পরই বৃহস্পতিবার দক্ষিণ ভারতের ওই রাজ্য থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা ৷

পলাশ ও শুক্লা তাঁদের দেড় বছরের সন্তানকে নিয়ে কাজের খোঁজে কর্ণাটকে গিয়েছিলেন ৷ কর্ণাটকের মারাতাল্লি এলাকায় তাঁরা বর্জ্য বাছাইয়ের কাজ করতেন ৷ বেঙ্গালুরুর ভার্তুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে 2022 সালের জুলাই মাসে ৷ সেই সময় বেঙ্গালুরু পুলিশ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ৷ সেই অভিযানেই পলাশ ও শুক্লাকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের ফরেনার্স অ্যাক্টে মামলাও হয় ৷ আদালত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয় ৷ তার পর থেকে জেলবন্দিই ছিলেন ওই দম্পতি ৷

এভাবেই কেটে যায় পরবর্তী 301 দিন ৷ কিন্তু তার মাঝেও তাঁরা মুক্তির জন্য প্রাণপণ লড়াই চালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুলিশকে তাঁরা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, তাঁরা সকলেই বাংলাদেশী নন ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দারাও বাংলাতেই কথা বলেন ৷ তাঁরা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা ৷ নিজেদের বাড়ির ঠিকানা দেন তাঁরা ৷

সেই মতো পুলিশ খোঁজখবর শুরু করে ৷ যোগাযোগ করে জামালপুরের বিডিও-র সঙ্গে ৷ তার পর দেখা যায় যে সত্যিই পলাশ ও শুক্লা জামালপুরের বাসিন্দা ৷ আদালতে সেই সংক্রান্ত নথি জমা পড়ার পর গত 28 এপ্রিল জামিন পান ওই দম্পতি ৷ তবে স্থানীয় মানুষের সইসাবুদের বিষয়ে জটিলতার জেরে তাঁদের মুক্তি আটকে ছিল ৷ অবশেষে তাঁরা জেল থেকে বাইরে আসতে পেরেছেন ৷ তার পর বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের তরফে তাঁদের জামালপুরের উদ্দেশে রওনা করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নীতি পুলিশির অভিযোগে কর্ণাটকে গ্রেফতার পাঁচ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.