ETV Bharat / state

বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা মমতার - West Bengal Assembly Election 2021

"আমরা বিজেপির মতো অত্যাচার করি না । কৈকেয়ী-মন্থরার কাজ করি না ।" বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 9, 2021, 5:12 PM IST

Updated : Feb 9, 2021, 10:11 PM IST

বর্ধমান, 9 ফেব্রুয়ারি : "আমরা মানুষের কাজ করার জন্য এসেছি । যতদিন থাকব মানুষের জন্য কাজ করে যাব । এই সরকার মানুষের সরকার । আমরা বিজেপির মতো অশান্তি বাধাই না ।" বর্ধমানের কৃষি খামারে মাটি উৎসবের উদ্বোধনে এসে সরকারি মঞ্চ থেকে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মঙ্গলবার দুপুরে বর্ধমানের কৃষি খামারে মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গণ থেকে মাটি উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কী কী প্রকল্প নিয়ে এসেছে সেই কথা তুলে ধরে বলেন, "আজ খাদ্যসাথী থেকে স্বাস্থ্য সাথী... কৃষক বন্ধুদের আমরা সবরকমভাবে সাহায্য করেছি । সকলের মনে রাখা উচিত এটা মা মাটি মানুষের সরকার । মানুষের কথা ভেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, জুন মাসেও সাধারণ মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হবে । রাজ্য সরকার বিনা পয়সায় খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা , বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করেছে । মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের পরিকল্পনা রাজ্য সরকার করেছে । এই সরকার তৃণমূল কংগ্রেসের সরকার, তাই এত কাজ করে ।"

সরকারি মঞ্চ থেক বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর, "আমরা বিজেপির মতো অত্যাচার করি না" ।

আরও পড়ুন : বাংলার কৃষকদের বঞ্চিত করেছে কেন্দ্র, মাটি উত্‍‌সবে তোপ মমতার

এর পরেই বিজেপিকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা বিজেপির মতো অত্যাচার করি না । আমরা অশান্তি বাধাই না । মা এবং বোনের মধ্যে ঝগড়া বাধাই না । আমরা এখানে ওখানে কৈকেয়ী ও মন্থরার কাজ করি না । আমরা সেই কাজই করি যে কাজ করলে মানুষ ভালো থাকবে ।"

সরকারি মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণের পর গেরুয়া শিবির থেকেও প্রতিক্রিয়া আসে । জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রী নিয়ম মানেন না । তাই সরকারি মঞ্চ থেকে দলীয় প্রচার করেন । কিন্তু এত করেও তিনি তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবেন না । তৃণমূলের পতন নিশ্চিত সেটা দলের নেত্রী বুঝতে পেরে গিয়েছেন ।"

বর্ধমান, 9 ফেব্রুয়ারি : "আমরা মানুষের কাজ করার জন্য এসেছি । যতদিন থাকব মানুষের জন্য কাজ করে যাব । এই সরকার মানুষের সরকার । আমরা বিজেপির মতো অশান্তি বাধাই না ।" বর্ধমানের কৃষি খামারে মাটি উৎসবের উদ্বোধনে এসে সরকারি মঞ্চ থেকে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মঙ্গলবার দুপুরে বর্ধমানের কৃষি খামারে মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গণ থেকে মাটি উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কী কী প্রকল্প নিয়ে এসেছে সেই কথা তুলে ধরে বলেন, "আজ খাদ্যসাথী থেকে স্বাস্থ্য সাথী... কৃষক বন্ধুদের আমরা সবরকমভাবে সাহায্য করেছি । সকলের মনে রাখা উচিত এটা মা মাটি মানুষের সরকার । মানুষের কথা ভেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, জুন মাসেও সাধারণ মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হবে । রাজ্য সরকার বিনা পয়সায় খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা , বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করেছে । মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের পরিকল্পনা রাজ্য সরকার করেছে । এই সরকার তৃণমূল কংগ্রেসের সরকার, তাই এত কাজ করে ।"

সরকারি মঞ্চ থেক বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর, "আমরা বিজেপির মতো অত্যাচার করি না" ।

আরও পড়ুন : বাংলার কৃষকদের বঞ্চিত করেছে কেন্দ্র, মাটি উত্‍‌সবে তোপ মমতার

এর পরেই বিজেপিকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা বিজেপির মতো অত্যাচার করি না । আমরা অশান্তি বাধাই না । মা এবং বোনের মধ্যে ঝগড়া বাধাই না । আমরা এখানে ওখানে কৈকেয়ী ও মন্থরার কাজ করি না । আমরা সেই কাজই করি যে কাজ করলে মানুষ ভালো থাকবে ।"

সরকারি মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণের পর গেরুয়া শিবির থেকেও প্রতিক্রিয়া আসে । জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রী নিয়ম মানেন না । তাই সরকারি মঞ্চ থেকে দলীয় প্রচার করেন । কিন্তু এত করেও তিনি তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবেন না । তৃণমূলের পতন নিশ্চিত সেটা দলের নেত্রী বুঝতে পেরে গিয়েছেন ।"

Last Updated : Feb 9, 2021, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.