ETV Bharat / state

দেওয়াল লিখন বদলানোর ঘটনায় দু'দলের হাতাহাতি - টিএমসি

বিজেপির লেখা দেওয়াল বদলে দিয়েছে তৃণমূল । এই অভিযোগে মারামারিতে জড়িয়ে পড়ল দুই দল । বর্ধমান শহরের 23 ও 24 নং ওয়ার্ডের ঘটনা ।

বদলে গেল দেওয়াল লিখন
বদলে গেল দেওয়াল লিখন
author img

By

Published : Mar 9, 2021, 9:56 AM IST

বর্ধমান, 9 মার্চ : রাতের অন্ধকারে দেওয়ালে দলবদল । দিনে যে দেওয়ালে পদ্ম ফুটেছিল , রাতে সেই দেওয়ালেই ফুটল ঘাসফুল । একই ঘটনা বর্ধমান শহরের 23 ও 24 নং ওয়ার্ডে । বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল-কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে । কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রার্থী ঘোষণা হয়নি । তবে দেওয়াল লিখনের কাজে দুই দলই ময়দানে নেমে পড়েছে ।

তৃণমূল-কংগ্রেস দেওয়াল লিখনে তাদের প্রার্থীর নাম লিখলেও, বিজেপি শুধু পদ্মফুল এবং বিজেপি লিখে দেওয়াল দখল নিয়েছে । অথচ রাতের অন্ধকারে সেই পদ্মফুল ঘাসফুল হয়ে গেছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের । তাদের দাবি, বর্ধমান শহরের 23 নং ওয়ার্ডে তারা দেওয়াল দখল নেওয়ার জন্য সাদা চুনকাম করে বিজেপি কথাটা লিখে এসেছিল । কিন্তু রবিবার তারা ব্রিগেড থেকে ফিরে দেখেন ,সেই দেওয়ালে বাংলা নিজের মেয়েকেই চায় পোস্টার দিয়েছে তৃণমূল । শুধু তাই নয়, ব্রিগেডের সমর্থনে যে দেওয়াল লিখন করা হয়েছিল রাতারাতি সেই দেওয়াল থেকে পদ্মফুল মুছে দিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে ঘাসফুল দিয়ে দেওয়াল লিখন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির ।

আরও পড়ুন : দল বদলালেও মালদা আসন থেকে লড়তে পারবেন না সরলা, বললেন বিজেপি নেতা

রবিবার রাতে একইভাবে দেওয়াল দখল নেওয়াকে কেন্দ্র করে এই শহরেরই 24 নং ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । বিজেপির অভিযোগ, দেওয়াল দখল নেওয়ার সময় তৃণমূল, বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়েছে ।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা শ্যামল রায় বলেন, এমনিতেই তৃণমূল-কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে । এর মধ্যে ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় জনসমাগম দেখে তৃণমূল-কংগ্রেস বুঝে গেছে তাদের পতন নিশ্চিত । তাই বিজেপি কর্মীরা যাতে প্রচারে নামতে না পারে সেই কারণে দেওয়াল লিখন মুছে দিয়ে তাদের কর্মীদের উপরে হামলা করতে শুরু করেছে । কিন্তু এইভাবে বিজেপিকে রোখা যাবে না । বর্ধমানে বিজেপি জিতবে বলেই আশাবাদী তিনি ।

অন্যদিকে, তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, তৃণমূল-কংগ্রেস দীর্ঘদিন ধরে যেসব দেওয়াল লিখে আসছে সেই দেওয়ালগুলি দখল নেওয়ার চেষ্টা করছে বিজেপি । ওরা এখনও প্রার্থীর নামই ঠিক করতে পারেনি । তারা বুঝে গেছে বিজেপি ক্ষমতায় আসবে না । সেই কারণে অশান্তি সৃষ্টি করে মাইলেজ পেতে চাইছে । মানুষ ওদের খেলা বুঝে গেছে । ভোট বাক্সে জনগণ সেই উত্তর দেবে ।

বর্ধমান, 9 মার্চ : রাতের অন্ধকারে দেওয়ালে দলবদল । দিনে যে দেওয়ালে পদ্ম ফুটেছিল , রাতে সেই দেওয়ালেই ফুটল ঘাসফুল । একই ঘটনা বর্ধমান শহরের 23 ও 24 নং ওয়ার্ডে । বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল-কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে । কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রার্থী ঘোষণা হয়নি । তবে দেওয়াল লিখনের কাজে দুই দলই ময়দানে নেমে পড়েছে ।

তৃণমূল-কংগ্রেস দেওয়াল লিখনে তাদের প্রার্থীর নাম লিখলেও, বিজেপি শুধু পদ্মফুল এবং বিজেপি লিখে দেওয়াল দখল নিয়েছে । অথচ রাতের অন্ধকারে সেই পদ্মফুল ঘাসফুল হয়ে গেছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের । তাদের দাবি, বর্ধমান শহরের 23 নং ওয়ার্ডে তারা দেওয়াল দখল নেওয়ার জন্য সাদা চুনকাম করে বিজেপি কথাটা লিখে এসেছিল । কিন্তু রবিবার তারা ব্রিগেড থেকে ফিরে দেখেন ,সেই দেওয়ালে বাংলা নিজের মেয়েকেই চায় পোস্টার দিয়েছে তৃণমূল । শুধু তাই নয়, ব্রিগেডের সমর্থনে যে দেওয়াল লিখন করা হয়েছিল রাতারাতি সেই দেওয়াল থেকে পদ্মফুল মুছে দিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে ঘাসফুল দিয়ে দেওয়াল লিখন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির ।

আরও পড়ুন : দল বদলালেও মালদা আসন থেকে লড়তে পারবেন না সরলা, বললেন বিজেপি নেতা

রবিবার রাতে একইভাবে দেওয়াল দখল নেওয়াকে কেন্দ্র করে এই শহরেরই 24 নং ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । বিজেপির অভিযোগ, দেওয়াল দখল নেওয়ার সময় তৃণমূল, বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়েছে ।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা শ্যামল রায় বলেন, এমনিতেই তৃণমূল-কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে । এর মধ্যে ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় জনসমাগম দেখে তৃণমূল-কংগ্রেস বুঝে গেছে তাদের পতন নিশ্চিত । তাই বিজেপি কর্মীরা যাতে প্রচারে নামতে না পারে সেই কারণে দেওয়াল লিখন মুছে দিয়ে তাদের কর্মীদের উপরে হামলা করতে শুরু করেছে । কিন্তু এইভাবে বিজেপিকে রোখা যাবে না । বর্ধমানে বিজেপি জিতবে বলেই আশাবাদী তিনি ।

অন্যদিকে, তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, তৃণমূল-কংগ্রেস দীর্ঘদিন ধরে যেসব দেওয়াল লিখে আসছে সেই দেওয়ালগুলি দখল নেওয়ার চেষ্টা করছে বিজেপি । ওরা এখনও প্রার্থীর নামই ঠিক করতে পারেনি । তারা বুঝে গেছে বিজেপি ক্ষমতায় আসবে না । সেই কারণে অশান্তি সৃষ্টি করে মাইলেজ পেতে চাইছে । মানুষ ওদের খেলা বুঝে গেছে । ভোট বাক্সে জনগণ সেই উত্তর দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.