ETV Bharat / state

নিত্যানন্দের নিরাপত্তার দায়িত্বে আধাসেনা

author img

By

Published : Feb 27, 2021, 6:47 AM IST

আধাসেনার চার জওয়ান ও একজন কমান্ডো থাকছেন বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
নিত্যানন্দ চট্টোপাধ্যায়

আউশগ্রাম, 27 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল গুসকরা পৌরসভায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে । শুক্রবার আধা সামরিক বাহিনীর চারজন জওয়ান ও একজন কমান্ডোকে তাঁর নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছে ।

একসময় অনুব্রত মণ্ডলকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ । গত ডিসেম্বর মাসে জামিন পাওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি । দলীয় সূত্রে খবর, এর পরেই তিনি নিজের নিরাপত্তার দাবি জানান । সেই দাবি মেনে তার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাঠানো হয় ।

আরও পড়ুন : অশান্তির আশঙ্কাতেই 8 দফায় নির্বাচনের সিদ্ধান্ত : আবদুল মান্নান

যদিও নিত্যানন্দ চট্টোপাধ্যায় দাবি করেন, তিনি নিরাপত্তা চেয়ে কোনও আবেদন করেননি । আজ আধাসেনার জওয়ানরা তাঁর বাড়িতে আসার পরে তিনি জানতে পারেন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তিনি বলেন, "বিজেপির প্রতি আমি কৃতজ্ঞ। দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব ।"

আউশগ্রাম, 27 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল গুসকরা পৌরসভায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে । শুক্রবার আধা সামরিক বাহিনীর চারজন জওয়ান ও একজন কমান্ডোকে তাঁর নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছে ।

একসময় অনুব্রত মণ্ডলকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ । গত ডিসেম্বর মাসে জামিন পাওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি । দলীয় সূত্রে খবর, এর পরেই তিনি নিজের নিরাপত্তার দাবি জানান । সেই দাবি মেনে তার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাঠানো হয় ।

আরও পড়ুন : অশান্তির আশঙ্কাতেই 8 দফায় নির্বাচনের সিদ্ধান্ত : আবদুল মান্নান

যদিও নিত্যানন্দ চট্টোপাধ্যায় দাবি করেন, তিনি নিরাপত্তা চেয়ে কোনও আবেদন করেননি । আজ আধাসেনার জওয়ানরা তাঁর বাড়িতে আসার পরে তিনি জানতে পারেন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তিনি বলেন, "বিজেপির প্রতি আমি কৃতজ্ঞ। দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.