ETV Bharat / state

অনশনে বসতে চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি বন্দীদের - বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে চিঠি বন্দীদের

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন 10 বন্দী ।

want to sit on strike, prisoners write letter to jail authority
অনশনে বসতে চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি বন্দীদের
author img

By

Published : Dec 30, 2020, 7:51 AM IST

বর্ধমান, 30 ডিসেম্বর : কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে অনশনে বসতে চলেছেন 10 জন বিচারাধীন বন্দী । ইতিমধ্যেই তাঁরা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে লিখিতভাবে সেই কথা জানিয়েছেন । কারা কর্তৃপক্ষ বিষয়টি অনুমোদন দিলেও আমরণ অনশনের অনুমতি দেওয়া হয়নি ।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা বিক্ষোভ-আন্দোলন করছে । এই পরিস্থিতিতে তাদের পাশে থাকতে চান বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের 10 বন্দী । তাঁরা আমরণ অনশনে বসতে চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন । তাঁদের নেতৃত্বে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ চৌধুরি । জেল কর্তৃপক্ষ অনশনে বসার অনুমতি দিয়েছে । কিন্তু আমরণ অনশনে বসার অনুমতি দেওয়া হয়নি। তাই বন্দীরা প্রতীকী অনশনে বসতে পারেন বলে জানা গেছে ।


তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী আছেন তৃণমূল নেতা বিকাশ চৌধুরি। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। সেই বিকাশ চৌধুরির নেতৃত্বে 10 জন বন্দী অনশনে বসবেন বলে জানা গেছে ।

বর্ধমান, 30 ডিসেম্বর : কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে অনশনে বসতে চলেছেন 10 জন বিচারাধীন বন্দী । ইতিমধ্যেই তাঁরা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে লিখিতভাবে সেই কথা জানিয়েছেন । কারা কর্তৃপক্ষ বিষয়টি অনুমোদন দিলেও আমরণ অনশনের অনুমতি দেওয়া হয়নি ।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা বিক্ষোভ-আন্দোলন করছে । এই পরিস্থিতিতে তাদের পাশে থাকতে চান বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের 10 বন্দী । তাঁরা আমরণ অনশনে বসতে চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন । তাঁদের নেতৃত্বে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ চৌধুরি । জেল কর্তৃপক্ষ অনশনে বসার অনুমতি দিয়েছে । কিন্তু আমরণ অনশনে বসার অনুমতি দেওয়া হয়নি। তাই বন্দীরা প্রতীকী অনশনে বসতে পারেন বলে জানা গেছে ।


তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী আছেন তৃণমূল নেতা বিকাশ চৌধুরি। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। সেই বিকাশ চৌধুরির নেতৃত্বে 10 জন বন্দী অনশনে বসবেন বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.