বর্ধমান, 23 মে : আমফানে ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা । কোথাও গাছ উপড়ে ঘর-বাড়ি ভেঙেছে । কোথাও জল-হাওয়ায় ফসলের জমি নষ্ট হয়েছে । আজ জামালপুরের একটি গ্রাম পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেবুব খান ও BDO শুভঙ্কর মজুমদার । গ্রামে গিয়েই উত্তেজিত জনতার বিক্ষোভের সম্মুখীন হন তাঁরা ।
আজ সকালে জামালপুর ব্লকের আজাপুর গ্রাম পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি ও BDO। তারপরই গ্রামবাসী একাধিক দাবি ও অভিযোগে সরব হয় । তাঁদের বক্তব্য, ঘূর্ণিঝড়ে পুরো গ্রাম শেষ হয়ে গেছে । গ্রামের বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত । জমিতে জল জমে ধান নষ্ট হয়ে গেছে । এনিয়ে এই ক'দিনে বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি । গ্রামের অন্য কোনও ঘটনা ঘটলেও পঞ্চায়েত সমিতির সভাপতি ও BDO-কে পাওয়া যায় না। আজ দুটো ত্রিপল দিয়ে কী হবে? কোনওদিন কোনও প্রকল্পের ঘর পাওয়া যায়নি । সরকারিভাবে ন্যূনতম সাহায্যও এসে পৌঁছায়নি । BDO ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন ও দাবি রাখেন তাঁরা । গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ ফিরতে বাধ্য হন দু'জনে ।
![গimage](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bwn-01-jamalpuragitation-wb10013_23052020143145_2305f_1590224505_293.jpg)
এবিষয়ে আজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক ঘোষ বলেন, " আমফানের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রাম। প্রশাসনের কাছে সেকথা বারবার জানিয়েছি । তারপরও তাঁরা কান দেননি । আমাকে না জানিয়েই আজ পরিদর্শনে আসেন । পরে গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়েন । বিষয়টি নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে কথা বলব।" এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে জিজ্ঞাসা করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি ।