ভাতার, 6 অক্টোবর : রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল ভাতারের মাহাতা গ্রামে । গ্রামের বাসিন্দারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাতার থানার পুলিশ ।
স্থানীয়দের অভিযোগ, মাহাচান্দা ব্লকের রেশন ডিলার আসগর আলি রেশনে কম সামগ্রী দিতে শুরু করেছেন । আজ কয়েকজন গ্রাহক চাল, গম, আটা নিয়ে যাওয়ার পর দেখতে পান ওজনে দু-এক কেজি করে কম দেওয়া হয়েছে । বিষয়টি জানাজানি হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । তাঁদের বক্তব্য, রেশনের দ্রব্য নেওয়ার পর বুঝতে পারেন ওজনে কারচুপি করা হয়েছে । অন্য জায়গায় গিয়ে ওজন করার পর তাঁরা বুঝতে পারেন যে কম দেওয়া হয়েছে ।
রেশন ডিলার আসগর আলি বলেন, তিনি যখন দ্রব্যসামগ্রী পেয়েছিলেন মেশিনের সমস্যার জন্য কম পেয়েছিলেন । তাই বাধ্য হয়ে কম জিনিস দিচ্ছিলেন । যারা কম পেয়েছে তাদের সেই জিনিস দিয়ে দেওয়া হচ্ছে । যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে খাদ্য দপ্তর ।