ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কম পরিমাণে সামগ্রী বিলি, বিক্ষোভ খণ্ডঘোষে

author img

By

Published : Apr 23, 2020, 5:27 PM IST

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাদ্যসামগ্রী বিতরণে দুর্নীতির অভিযোগ ৷ বিক্ষোভ দেখালেন খণ্ডঘোষ থানার কাপসিট গ্রামের বাসিন্দারা ।

villagers agitated for giving less amount of food stuff in khandoghosh, east burdwan
ICDS সেন্টারে খাদ্যসামগ্রী কম দেওয়ার বিক্ষোভ গ্রামবাসীর

খণ্ডঘোষ, 23 এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কম পরিমাণ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার কাপসিট গ্রামের 21 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷

অভিভাবকদের অভিযোগ, খাদ্যসামগ্রী কম দেওয়া হচ্ছে এই সেন্টার থেকে । সরকারি নিয়ম অনুযায়ী 2 কেজি আলু, 2 কেজি চাল ও 300 গ্রাম করে ডাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেখানে প্রায় 500 গ্রাম করে কম চাল ও আলু দেওয়া হচ্ছে । ডালও কম দেওয়া হচ্ছে ।

গ্রামবাসীদের অভিযোগ, আজ সকালে সামগ্রী নিয়ে বাড়িতে যাওয়ার পর সামগ্রী কম রয়েছে বলে তাদের সন্দেহ হয় । তখন তাঁরা সেগুলি মেপে দেখেন ৷ দেখা যায়, প্রতিটি সামগ্রী পরিমাণে কম দেওয়া হয়েছে । তারপর তাঁরা ওই সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখান । বিক্ষোভের পর এই কম সামগ্রী দেওয়ার কথা সেন্টারের কর্মীরা স্বীকারও করে নেন ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রিজিয়া বিবি বলেন, তাঁরা এই মেশিনে 30 বছর ধরে সামগ্রী মেপে দিচ্ছেন ৷ কোনওদিনই এরকম অভিযোগ আসেনি । গ্রামবাসীদের অভিযোগ শোনার পর যাঁদের যাঁদের যতটা পরিমাণে খাদ্যসামগ্রী কম পড়েছে তাঁদের হাতে ততটা সামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷

খণ্ডঘোষ, 23 এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কম পরিমাণ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার কাপসিট গ্রামের 21 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷

অভিভাবকদের অভিযোগ, খাদ্যসামগ্রী কম দেওয়া হচ্ছে এই সেন্টার থেকে । সরকারি নিয়ম অনুযায়ী 2 কেজি আলু, 2 কেজি চাল ও 300 গ্রাম করে ডাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেখানে প্রায় 500 গ্রাম করে কম চাল ও আলু দেওয়া হচ্ছে । ডালও কম দেওয়া হচ্ছে ।

গ্রামবাসীদের অভিযোগ, আজ সকালে সামগ্রী নিয়ে বাড়িতে যাওয়ার পর সামগ্রী কম রয়েছে বলে তাদের সন্দেহ হয় । তখন তাঁরা সেগুলি মেপে দেখেন ৷ দেখা যায়, প্রতিটি সামগ্রী পরিমাণে কম দেওয়া হয়েছে । তারপর তাঁরা ওই সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখান । বিক্ষোভের পর এই কম সামগ্রী দেওয়ার কথা সেন্টারের কর্মীরা স্বীকারও করে নেন ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রিজিয়া বিবি বলেন, তাঁরা এই মেশিনে 30 বছর ধরে সামগ্রী মেপে দিচ্ছেন ৷ কোনওদিনই এরকম অভিযোগ আসেনি । গ্রামবাসীদের অভিযোগ শোনার পর যাঁদের যাঁদের যতটা পরিমাণে খাদ্যসামগ্রী কম পড়েছে তাঁদের হাতে ততটা সামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.