ETV Bharat / state

Panchayat Viral Video: পঞ্চায়েত অফিসে উপ-প্রধানের আইবুড়ো ভাত ! ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Jun 25, 2022, 7:13 PM IST

পঞ্চায়েত অফিসেই উপ-প্রধানের আইবুড়ো ভাতের আয়োজন করা হল (pre wedding ritual)৷ ভাইরাল হল সেই ভিডিয়ো (Panchayat Viral Video)৷

Video of deputy Pradhan pre wedding ritual in Panchayat goes viral
Panchayat Viral Video

জামালপুর, 25 জুন: উপ-প্রধানের বিয়ে । তাই এবার তাঁর আইবুড়ো ভাতের আসর বসল খোদ পঞ্চায়েত অফিসে (pre wedding ritual)। সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল । যদিও বিডিও বলেছেন বিষয়টি তাঁর জানা নেই (Panchayat Viral Video)।

জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান সাহবুদ্দিন মণ্ডল । দিন কয়েক পরে তাঁর বিয়ে । সেই উপলক্ষে পঞ্চায়েত অফিসেই বসল আইবুড়ো ভাতের আসর । ঘটা করে উলু শাঁখ বাজিয়ে তাঁকে খাওয়ানো হল পঞ্চব্যঞ্জন । সেই থালায় ছিল মাছ, দই, মিষ্টি-সহ আরও অনেক কিছু পদ । পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা তাঁকে খাইয়েও দেন পদগুলো । এই আইবুড়ো ভাতের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Video of deputy Pradhan pre wedding ritual in Panchayat goes viral)।

Video of deputy Pradhan pre wedding ritual in Panchayat goes viral
জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান সাহবুদ্দিন মণ্ডল

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "পঞ্চায়েত অফিসে বসে চলছে আইবুড়ো ভাত একথা ভাবতেই কেমন লাগে । পঞ্চায়েত অফিসে তো সাধারণ মানুষ তাদের অভাব জানাতে যায় । সেখানে তাদের অভাবের কথা না শুনে চলছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান । তৃণমূল কংগ্রেসের পক্ষেই এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব ।"

আরও পড়ুন : Renu Khatun : প্রতিবন্ধকতা কর্মজীবনে প্রভাব ফেলবে না, কাজে যোগ দিয়ে আত্মবিশ্বাসী রেণু

জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "পঞ্চায়েতে যারাই কাজকর্ম করুক না কেন তাদের তো অফিসে দুপুরের টিফিনটুকু খাওয়ার অধিকার আছে । সেটাকে যদি আইবুড়ো ভাত আখ্যা দিয়ে অপপ্রচার করা হয়, তাহলে সেটা নোংরামি ।" জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, "বিষয়টি জানা নেই । খোঁজ নিয়ে দেখছি ।"

জামালপুর, 25 জুন: উপ-প্রধানের বিয়ে । তাই এবার তাঁর আইবুড়ো ভাতের আসর বসল খোদ পঞ্চায়েত অফিসে (pre wedding ritual)। সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল । যদিও বিডিও বলেছেন বিষয়টি তাঁর জানা নেই (Panchayat Viral Video)।

জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান সাহবুদ্দিন মণ্ডল । দিন কয়েক পরে তাঁর বিয়ে । সেই উপলক্ষে পঞ্চায়েত অফিসেই বসল আইবুড়ো ভাতের আসর । ঘটা করে উলু শাঁখ বাজিয়ে তাঁকে খাওয়ানো হল পঞ্চব্যঞ্জন । সেই থালায় ছিল মাছ, দই, মিষ্টি-সহ আরও অনেক কিছু পদ । পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা তাঁকে খাইয়েও দেন পদগুলো । এই আইবুড়ো ভাতের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Video of deputy Pradhan pre wedding ritual in Panchayat goes viral)।

Video of deputy Pradhan pre wedding ritual in Panchayat goes viral
জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান সাহবুদ্দিন মণ্ডল

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "পঞ্চায়েত অফিসে বসে চলছে আইবুড়ো ভাত একথা ভাবতেই কেমন লাগে । পঞ্চায়েত অফিসে তো সাধারণ মানুষ তাদের অভাব জানাতে যায় । সেখানে তাদের অভাবের কথা না শুনে চলছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান । তৃণমূল কংগ্রেসের পক্ষেই এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব ।"

আরও পড়ুন : Renu Khatun : প্রতিবন্ধকতা কর্মজীবনে প্রভাব ফেলবে না, কাজে যোগ দিয়ে আত্মবিশ্বাসী রেণু

জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "পঞ্চায়েতে যারাই কাজকর্ম করুক না কেন তাদের তো অফিসে দুপুরের টিফিনটুকু খাওয়ার অধিকার আছে । সেটাকে যদি আইবুড়ো ভাত আখ্যা দিয়ে অপপ্রচার করা হয়, তাহলে সেটা নোংরামি ।" জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, "বিষয়টি জানা নেই । খোঁজ নিয়ে দেখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.