ETV Bharat / state

স্বাস্থ্যকেন্দ্র চত্বরে পড়ে কোরোনা টেস্টে ব্যবহৃত কিট - used corona test kit at health centre

স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে হাইপোক্লোরাইড দিয়ে কোরোনা টেস্টে ব্যবহৃত কিট রাখার কথা । কিন্তু পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে বাইরে । কোরোনা সংক্রমণের আতঙ্কে স্থানীয়রা ।

কোরোনা টেস্টে ব্যবহৃত কিট
কোরোনা টেস্টে ব্যবহৃত কিট
author img

By

Published : Jan 16, 2021, 10:35 PM IST

পাল্লা রোড (পূর্ব বর্ধমান), 16 জানুয়ারি : খোলা জায়গায় পড়ে রয়েছে কোরোনা টেস্টে ব্যবহৃত কিট সহ অন্যান্য বর্জ্য পদার্থ । আতঙ্কিত রোগীর পরিবার পরিজন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পাল্লা রোজ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাল্লা রোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে কোরোনা পরীক্ষার ব্যবহৃত কিট পড়ে থাকতে দেখা যায় । কিন্তু এ বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : পানাগড়ে রাস্তার পাশে পড়ে ব্যবহৃত PPE কিট

সন্দীপন সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, কোরোনার জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ছে । তারপরেও কীভাবে যেখানে সেখানে এই টেস্ট কিট ফেলে রাখে সেটাই চিন্তার বিষয় । কর্তৃপক্ষের দ্রুত বর্জ্য পদার্থ সরানো উচিত ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা টেস্টের জন্য ব্যবহৃত কিট স্বাস্থ্যকেন্দ্রের ভিতর রাখতে হবে । একটি জায়গায় সোডিয়াম হাইপোক্লোরাইড কিংবা ব্লিচিং দিয়ে রাখতে হবে । কিন্তু এই কিট কীভাবে বাইরে পড়ে রয়েছে তা চিন্তার বিষয় ।

পাল্লা রোড (পূর্ব বর্ধমান), 16 জানুয়ারি : খোলা জায়গায় পড়ে রয়েছে কোরোনা টেস্টে ব্যবহৃত কিট সহ অন্যান্য বর্জ্য পদার্থ । আতঙ্কিত রোগীর পরিবার পরিজন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পাল্লা রোজ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাল্লা রোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে কোরোনা পরীক্ষার ব্যবহৃত কিট পড়ে থাকতে দেখা যায় । কিন্তু এ বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : পানাগড়ে রাস্তার পাশে পড়ে ব্যবহৃত PPE কিট

সন্দীপন সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, কোরোনার জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ছে । তারপরেও কীভাবে যেখানে সেখানে এই টেস্ট কিট ফেলে রাখে সেটাই চিন্তার বিষয় । কর্তৃপক্ষের দ্রুত বর্জ্য পদার্থ সরানো উচিত ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা টেস্টের জন্য ব্যবহৃত কিট স্বাস্থ্যকেন্দ্রের ভিতর রাখতে হবে । একটি জায়গায় সোডিয়াম হাইপোক্লোরাইড কিংবা ব্লিচিং দিয়ে রাখতে হবে । কিন্তু এই কিট কীভাবে বাইরে পড়ে রয়েছে তা চিন্তার বিষয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.