মেমারি, 8 মার্চ : বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দুই ভাইয়ের ৷ আহত হয়েছেন আরও 3 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুর মোড় এলাকায় (Two Youth Die in A Road Accident in Memari East Bardhaman) ৷ পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম প্রকাশ বাগ, বয়স 30 বছর এবং তাপস বাগ, বয়স 26 বছর ৷ তাঁদের বাড়ি মেমারির কালীবেলে এলাকায় ৷ দুর্ঘটনার পরেই ঘাতক লরি-সহ চালক পলাতক ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রকাশ এবং তাপস-সহ 5 জন একটি গাড়িতে করে একটা বিয়ে বাড়িতে যায় ৷ সকালের দিকে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তক্তিপুর মোড়ের কাছে একটা লরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে ৷ স্থানীয়রাই গুরুতর অবস্থায় স্থানীয় মেমারি হাসপাতালে ভর্তি করে তাঁদের । সেখানে প্রকাশ বাগ এবং তাপস বাগকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ আহতরা হলেন রূপচাঁদ মান্ডি, শিব টুডু ও দীপঙ্কর কুণ্ডু ৷ তাঁদের চোট গুরুতর হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পুলিশ ঘাতক ট্রাকটির খোঁজ শুরু করেছে ৷
আরও পড়ুন : Murshidabad Road Accident: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা, মৃত 3, আহত 9
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল বলেন, ‘‘মেমারির দিক থেকে একটা টাটা সুমো গাড়ি আসছিল ৷ তক্তিপুরের মোড়ে একটা লরি ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ দু’জন মারা যায় ৷ প্রায় দিন এই জায়গায় দুর্ঘটনা ঘটেই থাকে ৷ তাই ওই জায়গায় স্পিড বেকার বসানো দরকার ৷’’
মৃতের আত্মীয় হিরু সাঁতরা বলেন, ‘‘বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লরির সঙ্গে ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ গাড়ি করে ফেরার পথে তক্তিপুরের মোড়ে একটা লরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে ৷ হাসপাতালে নিয়ে গেলে দুই ভাইকে মৃত বলে ঘোষণা করে ৷’’