ETV Bharat / state

কাটোয়ায় পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 1

কাটোয়ার ফুলবাগানের কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই। আহত এক।

মৃত শেরফুল শেখ
author img

By

Published : Mar 25, 2019, 11:36 PM IST

কাটোয়া, 25 মার্চ : পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালকসহ দু'জনের। আহত এক। আজ কাটোয়া-বহরমপুর রোডে কাটোয়ার ফুলবাগানের কাছে ঘটনাটি ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় শুভ মণ্ডল (২৮) ও শেরফুল শেখ (৩২)-এর। আহত গোলাম মাসুদ (৩০) আশঙ্কাজনক অবস্থায় নদিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি নদিয়ার পলাশি থানার হাঁসপুকুর গ্রামে।

হাঁসপুকুরের বাসিন্দা শেরফুল শেখ পেশায় ব্যবসায়ী। তিনি তাঁর বন্ধু গোলাম মাসুদকে নিয়ে আজ পাথরচাপুরির মেলায় যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গোডাউনের দেওয়ালে সজোরে ধাক্কা দিয়ে উলটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গোলাম মাসুদকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে গোলামকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ গাড়িটিকে আটক করেছে।

কাটোয়া, 25 মার্চ : পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালকসহ দু'জনের। আহত এক। আজ কাটোয়া-বহরমপুর রোডে কাটোয়ার ফুলবাগানের কাছে ঘটনাটি ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় শুভ মণ্ডল (২৮) ও শেরফুল শেখ (৩২)-এর। আহত গোলাম মাসুদ (৩০) আশঙ্কাজনক অবস্থায় নদিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি নদিয়ার পলাশি থানার হাঁসপুকুর গ্রামে।

হাঁসপুকুরের বাসিন্দা শেরফুল শেখ পেশায় ব্যবসায়ী। তিনি তাঁর বন্ধু গোলাম মাসুদকে নিয়ে আজ পাথরচাপুরির মেলায় যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গোডাউনের দেওয়ালে সজোরে ধাক্কা দিয়ে উলটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গোলাম মাসুদকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে গোলামকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ গাড়িটিকে আটক করেছে।

Intro:সভা সমিতিতে উত্তরীয় বা ফুলের খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রী তহবিলে দান করুন বললেন মন্ত্রী
পুলক যশ, পূর্ব বর্ধমান
কোন সভা সমিতিতে আপনার উত্তরীয় কিংবা ফুল দিয়ে খরচ করবেন না বরং সেই উত্তরীয় কিংবা ফুলের খরচ বাঁচিয়ে সেই টাকা মুখ্যমন্ত্রী তহবিলে দান করুন। এতে অনেক গরিব মানুষের উপকার হবে। বর্ধমানের টাউনহলে সমবায় সেমিনার ও সাধারণ সভায় যোগ দিতে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন মন্ত্রী কালনার হাঁসপুকুর সমবায় কৃষি উন্নয়ণ সমিতির শতবর্ষ অনুষ্ঠানেও যোগ দেন।
Body: মন্ত্রী বলেন গ্রামীণ সমবায় সমিতিগুলি কর্মসংস্থানে দিশা দেখাচ্ছে।শুধু তাই নয় সমবায়গুলি গ্রামের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন করে চলেছে।তাই গ্রাম উন্নয়নে সমবায়ের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।এছাড়াও সমবায়গুলি থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
Conclusion:এদিন মন্ত্রী আরো বলেন, রাজ্যের অনেক সমবায় সমিতিতে এর আগে অনেক দুর্নীতি সহ অস্বচ্ছতার ছবি ফুটে উঠেছে।তার মধ্যে থেকেও স্বচ্ছতার মধ্য দিয়ে চলা কালনার এই সমবায় সমিতি শতবর্ষ পূর্ণ হওয়াটাই গুরুত্বপূর্ণ মাইলষ্টোন ছোঁয়ার মতোই মনে করে ধন্যবাদ জানান। তিনি বলেন কৃষিপ্রধান জেলা বর্ধমানের মাটিতে সোনা ফলে।তাই কৃষকদের জন্য সমবায় থেকে বেশী পরিমাণে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।এই বছরে কৃষি ঋণ দেওয়া হয়েছে পাঁচ হাজার দুশো কোটি টাকা। আগামী বছর তা বাড়িয়ে আট হাজার কোটি টাকা দেওয়া হবে। বর্তমানে সমবায়গুলি ব্যাঙ্কের কাজ করছে।২৬৩১ গ্রামের সমবায় সমিতির গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে সাধারণ মানুষজন সুবিধা পাবেন।এছাড়াও আরটিজিএস,নেফট,ও এটিএম এর সুবিধাপ্রদান করা হবে।সাধারণ মানুষের সঙ্গে থেকে সুবিধাপ্রদান করে সমবায়ের আয় বাড়ানোর দিকেও নজর দেওয়ার নির্দেশ দেন সমবায় মন্ত্রী।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.