ETV Bharat / state

BJP-র প্রাক্তন মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি, ধৃত দলেরই 2 - মন্তেশ্বর

মন্তেশ্বরে BJP-র প্রাক্তন মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

গ্রেপ্তার bjp কর্মী
author img

By

Published : Jul 14, 2019, 11:51 PM IST

মন্তেশ্বর, 14 জুলাই : BJP-র প্রাক্তন মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দলেরই চার সদস্য । তাদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃতদের নাম জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি ।

দেবকীনন্দন গণ একসময় মন্তেশ্বরে BJP-র 14 নম্বর মণ্ডলের সভাপতি ছিলেন । এখন সেই পদে আছেন পিল্লেশ্বর চ্যাটার্জি । অভিযোগ, বেশ কিছুদিন ধরে দেবকীবাবুকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল পিল্লেশ্বর চ্যাটার্জি, চিন্ময় রায়, জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি । এরপর হঠাৎই গতকাল বিকেলে তাঁকে মারধর করে কয়েকজন । তাঁর দোকান ভাঙচুরের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ ।

ঘটনার বিষয়ে BJP-র মণ্ডল সভাপতি রাজেশ রায় বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।"

ইতিমধ্যেই মারধর ও গুলি চালানোর অভিযোগে জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মন্তেশ্বর, 14 জুলাই : BJP-র প্রাক্তন মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দলেরই চার সদস্য । তাদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃতদের নাম জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি ।

দেবকীনন্দন গণ একসময় মন্তেশ্বরে BJP-র 14 নম্বর মণ্ডলের সভাপতি ছিলেন । এখন সেই পদে আছেন পিল্লেশ্বর চ্যাটার্জি । অভিযোগ, বেশ কিছুদিন ধরে দেবকীবাবুকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল পিল্লেশ্বর চ্যাটার্জি, চিন্ময় রায়, জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি । এরপর হঠাৎই গতকাল বিকেলে তাঁকে মারধর করে কয়েকজন । তাঁর দোকান ভাঙচুরের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ ।

ঘটনার বিষয়ে BJP-র মণ্ডল সভাপতি রাজেশ রায় বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।"

ইতিমধ্যেই মারধর ও গুলি চালানোর অভিযোগে জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার দুই

পুলক যশ, মন্তেশ্বর

বিজেপির প্রাক্তণ মন্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করল। ধৃতদের নাম জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে,মন্তেশ্বরের বাসিন্দা দেবকীনন্দন গণ একসময় বিজেপির মন্ডল সভাপতি পদে ছিলেন।তার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই তার দলেরই দুই নেতা সহ অন্য কর্মীরা তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল।এরপরেই শনিবার বিকালের দিকে তাকে মারধোর সহ দোকান ভাঙচুর ও তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে।যদিও এই ঘটনায় তিনি প্রাণে বেঁচে যান।এই ঘটনায় তিনি মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।দেবকীনন্দনবাবু এই বিষয়ে বলেন,‘বেশ কয়েকদিন ধরেই আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে পিল্লেশ্বর চ্যাটার্জী,চিন্ময় রায়,জটায়ু রায়,দেবজ্যোতি মুখার্জীরা।ওরা আমার দোকানে ভাঙচুরও করে।আমাকে রড ও লাঠি দিয়ে মারধোর করে।আমাকে লক্ষ্য করে গুলিও চালায়।আমি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাই।মন্তেশ্বর থানায় আভিযোগ দায়ের করেছি।’পিল্লেশ্বর চ্যাটার্জী বর্তমানে বিজেপির মন্তেশ্বরের ১৪ নং মন্ডলের যুব সভাপতির দায়িত্বে রয়েছেন বলে বিজেপি সূত্রে জানা যায়।তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।যদিও এই ঘটনার বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি রাজেশ রায় জানান,‘এই ঘটনার সঙ্গে বিজেপি দলের কোনো সম্পর্ক নেই।ওদের নিজেদের ব্যক্তিগত রেষারেষির জেরেই একটা ঘটনা ঘটেছে।তবে একে অপরকে মারধোর করেছে বলে জানতে পারি।’মন্তেশ্বর থানার এক পুলিশ আধিকারিক বলেন মারধোর ও গুলি ছোড়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।Body:বিজেপি নেতাকে Conclusion:লক্ষ্য করে গুলি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.