মন্তেশ্বর, 14 জুলাই : BJP-র প্রাক্তন মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দলেরই চার সদস্য । তাদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃতদের নাম জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি ।
দেবকীনন্দন গণ একসময় মন্তেশ্বরে BJP-র 14 নম্বর মণ্ডলের সভাপতি ছিলেন । এখন সেই পদে আছেন পিল্লেশ্বর চ্যাটার্জি । অভিযোগ, বেশ কিছুদিন ধরে দেবকীবাবুকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল পিল্লেশ্বর চ্যাটার্জি, চিন্ময় রায়, জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জি । এরপর হঠাৎই গতকাল বিকেলে তাঁকে মারধর করে কয়েকজন । তাঁর দোকান ভাঙচুরের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ ।
ঘটনার বিষয়ে BJP-র মণ্ডল সভাপতি রাজেশ রায় বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।"
ইতিমধ্যেই মারধর ও গুলি চালানোর অভিযোগে জটায়ু রায় ও দেবজ্যোতি মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।