ETV Bharat / state

মোদির ডাকে ট্রাম্প, "অস্ত্রের প্রয়োজন নেই ভারতের": সূর্যকান্ত - BJP

পাকিস্তানের পরমাণু শক্তধর দেশ হয়ে ওঠার জন্য ভারত দায়ী, বর্ধমানে বললেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর কথায়, "পরমাণু বোমা ফাটানোর জন্য পাকিস্তানকে দোষারোপ করা যাবে না, কারণ ভারতই প্রথম পরমাণু বোমা ফাটিয়েছে ৷"

burdwan surjakanta on trump
সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Feb 23, 2020, 10:01 AM IST

বর্ধমান, 23 ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আমন্ত্রণের অন্যতম কারণ অস্ত্রচুক্তি, গতকাল বর্ধমানে বললেন সূর্যকান্ত মিশ্র ৷ যদিও অস্ত্র চুক্তির কোনও প্রয়োজন নেই ভারতের, মনে করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক ৷ যেহেতু দুটি দেশই পরমাণু শক্তিধর ৷

এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে দুই দলীয় কর্মী স্মরণসভায় যোগ দিতে এসে সূর্যকান্ত মিশ্র বলেন, "ভারতের মানুষের অস্ত্রের কোনও প্রয়োজন নেই ৷ তাই আমরা (ট্রাম্পকে) বলেছি ফিরে যাও। যদি ধরেও নেওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য অস্ত্রের দরকার, কিন্তু ইতিমধ্যে দুই দেশের কাছেই পরমাণু বোমা রয়েছে ৷" পাকিস্তানের পরমাণু শক্তধর দেশ হয়ে ওঠার জন্য ঘুরিয়ে ভারতকেই দায়ী করলেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর কথায়, "পরমাণু বোমা ফাটানোর জন্য পাকিস্তানকে দোষারোপ করা যাবে না, কারণ ভারতই প্রথম পরমাণু বোমা ফাটিয়েছে ৷"

গতকাল মোদি মমতা তথা BJP ও তৃণমূলকে একহাত নেন বাম নেতা ৷ কটাক্ষের সুরে বলেন, "আদানি আম্বানি নিয়ে কাজ করার মতো ক্ষমতা নেই মুখ্যমুন্ত্রীর৷ তিনি বড়জোর চিটফান্ড নিয়ে কাজ করবেন ৷" এইসঙ্গে BJP-র বাড়বাড়ন্তের জন্য ফের একবার তৃণমূলকে দায়ী করেন ৷ তবে গত ছয় মাসে পরিস্থিতি কিছুটা বদলেছে বলেই মনে করেন সূর্যকান্ত । বলেন, "আগামী পুরভোটে বর্ধমান ও পশ্চিমবঙ্গকে বদলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।"

বর্ধমানে দুই দলীয় কর্মীসভায় সূর্যকান্ত মিশ্র

বর্ধমান, 23 ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আমন্ত্রণের অন্যতম কারণ অস্ত্রচুক্তি, গতকাল বর্ধমানে বললেন সূর্যকান্ত মিশ্র ৷ যদিও অস্ত্র চুক্তির কোনও প্রয়োজন নেই ভারতের, মনে করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক ৷ যেহেতু দুটি দেশই পরমাণু শক্তিধর ৷

এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে দুই দলীয় কর্মী স্মরণসভায় যোগ দিতে এসে সূর্যকান্ত মিশ্র বলেন, "ভারতের মানুষের অস্ত্রের কোনও প্রয়োজন নেই ৷ তাই আমরা (ট্রাম্পকে) বলেছি ফিরে যাও। যদি ধরেও নেওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য অস্ত্রের দরকার, কিন্তু ইতিমধ্যে দুই দেশের কাছেই পরমাণু বোমা রয়েছে ৷" পাকিস্তানের পরমাণু শক্তধর দেশ হয়ে ওঠার জন্য ঘুরিয়ে ভারতকেই দায়ী করলেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর কথায়, "পরমাণু বোমা ফাটানোর জন্য পাকিস্তানকে দোষারোপ করা যাবে না, কারণ ভারতই প্রথম পরমাণু বোমা ফাটিয়েছে ৷"

গতকাল মোদি মমতা তথা BJP ও তৃণমূলকে একহাত নেন বাম নেতা ৷ কটাক্ষের সুরে বলেন, "আদানি আম্বানি নিয়ে কাজ করার মতো ক্ষমতা নেই মুখ্যমুন্ত্রীর৷ তিনি বড়জোর চিটফান্ড নিয়ে কাজ করবেন ৷" এইসঙ্গে BJP-র বাড়বাড়ন্তের জন্য ফের একবার তৃণমূলকে দায়ী করেন ৷ তবে গত ছয় মাসে পরিস্থিতি কিছুটা বদলেছে বলেই মনে করেন সূর্যকান্ত । বলেন, "আগামী পুরভোটে বর্ধমান ও পশ্চিমবঙ্গকে বদলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।"

বর্ধমানে দুই দলীয় কর্মীসভায় সূর্যকান্ত মিশ্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.