ETV Bharat / state

বর্ধমানে তৃণমূলের 'ভয়ে' ঘরছাড়া যুব তৃণমূল নেতা - তৃণমূলের ভয়ে ঘরছাড়া তৃণমূলের যুব নেতা

আব্দুল রব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, পূর্ব বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শেখ সাহেব ৷ যুব নেতার বাবা মাকে মারধর করা ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ ৷

বর্ধমানে তৃণমূলের 'ভয়ে' ঘরছাড়া তৃণমূলের যুব নেতা
বর্ধমানে তৃণমূলের 'ভয়ে' ঘরছাড়া তৃণমূলের যুব নেতা
author img

By

Published : Jun 23, 2021, 10:29 AM IST

বর্ধমান, 23 জুন : এবার তৃণমূল কংগ্রেসের ভয়ে ঘরছাড়া তৃণমূল যুব কংগ্রেসের নেতা । শেখ সাহেব নামে ওই যুব নেতার বাবা মাকে মারধর করে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকার ঘটনা । অভিযোগের তির তৃণমূল নেতা আব্দুল রবের অনুগামীদের দিকে ।

নির্বাচনের আগেও শেখ সাহেবের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে শ্যাম সায়রের জলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আব্দুল রব গোষ্ঠীর বিরুদ্ধে । রব গোষ্ঠীর অভিযোগ, সাহেব তৃণমূল কংগ্রেসে থাকলেও বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। তৃণমূল সূত্রে খবর, আব্দুল রব বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের অনুগামী হিসেবে পরিচিত । তাঁরই এলাকায় ৩ নং ওয়ার্ডের যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শেখ সাহেবকে । এলাকা কার দখলে থাকবে তা নিয়ে সাহেব ও আব্দুল রবের মধ্যে ঠান্ডা লড়াই লেগেই আছে । নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরে সেখ সাহেবের উপরে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী।

শেখ সাহেব বলেন, "আমি ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি । সেই কারণেই স্থানীয় তৃণমূল নেতা আব্দুল রবের রাগ । নির্বাচনের ফল ঘোষণার দিন আমরা আবির খেলি । কিন্তু দেখতে পাই তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী আমার অ্যাম্বুলেন্স ভাঙচুর করে । সেই দিন থেকে আমি ভয়ে ঘরছাড়া হয়ে আছি ৷" পাশাপাশি তিনি আরও বলেন, "আজ আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকেদের মারধর করে ঘর দোকান ভাঙচুর করা হয়েছে ।" তাঁর প্রশ্ন, তিনি তো কোনও দিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না, তাহলে কি তৃণমূল কংগ্রেস করাই তাঁর অপরাধ?

বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ঘটনার কথা জানা নেই। তবে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কারণ আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ৷"

বর্ধমান, 23 জুন : এবার তৃণমূল কংগ্রেসের ভয়ে ঘরছাড়া তৃণমূল যুব কংগ্রেসের নেতা । শেখ সাহেব নামে ওই যুব নেতার বাবা মাকে মারধর করে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকার ঘটনা । অভিযোগের তির তৃণমূল নেতা আব্দুল রবের অনুগামীদের দিকে ।

নির্বাচনের আগেও শেখ সাহেবের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে শ্যাম সায়রের জলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আব্দুল রব গোষ্ঠীর বিরুদ্ধে । রব গোষ্ঠীর অভিযোগ, সাহেব তৃণমূল কংগ্রেসে থাকলেও বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। তৃণমূল সূত্রে খবর, আব্দুল রব বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের অনুগামী হিসেবে পরিচিত । তাঁরই এলাকায় ৩ নং ওয়ার্ডের যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শেখ সাহেবকে । এলাকা কার দখলে থাকবে তা নিয়ে সাহেব ও আব্দুল রবের মধ্যে ঠান্ডা লড়াই লেগেই আছে । নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরে সেখ সাহেবের উপরে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী।

শেখ সাহেব বলেন, "আমি ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি । সেই কারণেই স্থানীয় তৃণমূল নেতা আব্দুল রবের রাগ । নির্বাচনের ফল ঘোষণার দিন আমরা আবির খেলি । কিন্তু দেখতে পাই তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী আমার অ্যাম্বুলেন্স ভাঙচুর করে । সেই দিন থেকে আমি ভয়ে ঘরছাড়া হয়ে আছি ৷" পাশাপাশি তিনি আরও বলেন, "আজ আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকেদের মারধর করে ঘর দোকান ভাঙচুর করা হয়েছে ।" তাঁর প্রশ্ন, তিনি তো কোনও দিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না, তাহলে কি তৃণমূল কংগ্রেস করাই তাঁর অপরাধ?

বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ঘটনার কথা জানা নেই। তবে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কারণ আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.