কাটোয়া, 8 জুলাই: কাটোয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে । নিহত তৃণমূল কর্মীর নাম গৌতম রায় । ঘটনার জেরে কাটোয়ার নন্দীগ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কাটোয়ার বিভিন্ন এলাকা । এদিন কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামের একটা বুথে তৃণমূল কর্মীর সঙ্গে সিপিএম নেতার হরিনারায়ণ সামন্তের কথা কাটাকাটি থেকে বচসা শুরু হয় । তা হাতাহাতির রূপ নেয় । অভিযোগ, হরিনারায়ণ ধাক্কা মেরে গৌতম রায়কে ফেলে দেয় । তাঁকে মাটিতে ফেলে বাঁশ লাঠি দিয়ে মারধর করতে থাকেন । ঘটনায় গৌতম রায় জ্ঞান হারান । তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের হয়ে বুথে এজেন্ট ছিল গৌতম রায় । ওই বুথে সিপিএমের প্রার্থী হরিনারায়ণ সামন্ত । এদিন হরিনারায়ণ তাঁর দলবল নিয়ে বুথে এজেন্ট থাকা যাবে না বলে হুমকি দেয় ৷ এরপর গৌতমকে মারতে মারতে বুথ থেকে বের করে দেয়। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে । বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে ।" তবে সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের তরফে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই গৌতম রায়ের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন: নদিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন ! জখম আরও 15, অভিযুক্ত সিপিএম-কংগ্রেস
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ছাপ্পা ও প্রার্থী থেকে এজেন্টের মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন জেলায় ৷ নির্বাচন যেন 'মৃত্যু উপত্যকায়' পরিণত হয়েছে ৷ একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে ৷ হিংসার ঘটনায় প্রাণ গিয়েছে শাসক থেকে বিরোধী শিবিরের কর্মীদের ৷