ETV Bharat / state

Panchayat Election 2023: আমরা অনুতপ্ত, মনোনয়নকে কেন্দ্র করে গতকালের ঘটনায় ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

author img

By

Published : Jun 13, 2023, 8:16 PM IST

বড়শুলে মনোনয়নকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষের জন্য ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল বিধায়ক ৷ নিজে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করলেন তিনি ৷

TMC MLA helps opponent to filing nomination
বিধায়ক নিশীথ মালিক
মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষের ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

বড়শুল, 13 জুন: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের বড়শুল । সেই ঘটনায় অভিযোগের তির ছিল শাসকদলের বিরুদ্ধে । মঙ্গলবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেন বামেদের কাছে ৷ তিনি বলেন, "আমাদের বেশ কিছু অতি উৎসাহী নেতৃত্বের কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে । তবে পুলিশ আরও একটু সচেতন হলে ভালো হত ।" পাশাপাশি তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করছেন বলে দাবি করেন ।

এ দিন বর্ধমান-2 ব্লকের বিডিও অফিসে গিয়ে দেখা গিয়েছে, বিধায়ক নিশীথ মালিক সেখানে উপস্থিত রয়েছেন । সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজকর্ম চলছে । পরে বিধায়ককে সিপিআইএম নেতার সঙ্গে করমর্দন করে ক্ষমা চেয়ে নিতেও দেখা যায় । তবে সিপিআইএমের দাবি, এদিন বিনা বাধায় মনোনয়ন জমা দেওয়া গিয়েছে । তবে খুব ধীরগতিতে এই জমা করার প্রক্রিয়া চলছে ৷ বিধায়কের নির্দেশেই এই ভাবে ধীরগতিতে কাজ চলছে কি না, সেই প্রশ্নও তোলেন তারা ।

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক বলেন, "সোমবার যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের কাছে বাঞ্ছনীয় ছিল না । ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী । মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন দাঁড়িয়ে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করাতে হবে । অথচ এরপরেও কালকের ঘটনা ঘটে গিয়েছে । সেই কারণে আমরা খুবই অনুতপ্ত । আমরা সকলের কাছে ক্ষমা চাইছি । তাই আজ যারা মনোনয়ন জমা দিতে আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় পুলিশ যদি সোমবার আর একটু সচেতন থাকতো তাহলে এত বড়ো ঘটনা ঘটতো না । তবে কাউকে দোষ দিচ্ছি না । আমাদের অতি বিপ্লবী কিছু নেতা সিপিআইএমের প্রলোভনে পা দিয়ে ফেলেছিল । কিন্তু বিরোধী যারা মনোনয়ন দিতে এসেছিল তারাও গাড়িতে করে ইট লাঠি সব কিছু নিয়েই এসেছিল । আমাদের কর্মীদের কাছে লাঠি ইট ছিল না । তারা শুধু প্রতিরোধ করতে গিয়েছিল । ঘটনার পরে জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশে আমি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি । যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে ।"

আরও পড়ুন: নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য সাগর মল্লিক জানান, এদিন মনোনয়ন জমা দিতে পেড়েছেন তাঁরা । গতকাল তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী যে পরিস্থিতি তৈরি করেছিল সেটা খুব সাংঘাতিক ছিল । তবে মনোনয়ন জমা দিতে পারলেও খুব ধীর গতিতে কাজ চলেছে । এখানে বিধায়ক বসে ছিলেন ৷ তাঁর নির্দেশেই সবকিছু হয়েছে কি না, তিনি প্রশ্ন তোলেন । কালকে মার খাওয়ার পরেও সিপিআইএম প্রার্থীদের মনোবল ভেঙে পড়েনি । তারা কেউ পিছু হটেনি বলে তাঁর দাবি ।

মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষের ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

বড়শুল, 13 জুন: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের বড়শুল । সেই ঘটনায় অভিযোগের তির ছিল শাসকদলের বিরুদ্ধে । মঙ্গলবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেন বামেদের কাছে ৷ তিনি বলেন, "আমাদের বেশ কিছু অতি উৎসাহী নেতৃত্বের কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে । তবে পুলিশ আরও একটু সচেতন হলে ভালো হত ।" পাশাপাশি তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করছেন বলে দাবি করেন ।

এ দিন বর্ধমান-2 ব্লকের বিডিও অফিসে গিয়ে দেখা গিয়েছে, বিধায়ক নিশীথ মালিক সেখানে উপস্থিত রয়েছেন । সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজকর্ম চলছে । পরে বিধায়ককে সিপিআইএম নেতার সঙ্গে করমর্দন করে ক্ষমা চেয়ে নিতেও দেখা যায় । তবে সিপিআইএমের দাবি, এদিন বিনা বাধায় মনোনয়ন জমা দেওয়া গিয়েছে । তবে খুব ধীরগতিতে এই জমা করার প্রক্রিয়া চলছে ৷ বিধায়কের নির্দেশেই এই ভাবে ধীরগতিতে কাজ চলছে কি না, সেই প্রশ্নও তোলেন তারা ।

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক বলেন, "সোমবার যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের কাছে বাঞ্ছনীয় ছিল না । ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী । মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন দাঁড়িয়ে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করাতে হবে । অথচ এরপরেও কালকের ঘটনা ঘটে গিয়েছে । সেই কারণে আমরা খুবই অনুতপ্ত । আমরা সকলের কাছে ক্ষমা চাইছি । তাই আজ যারা মনোনয়ন জমা দিতে আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় পুলিশ যদি সোমবার আর একটু সচেতন থাকতো তাহলে এত বড়ো ঘটনা ঘটতো না । তবে কাউকে দোষ দিচ্ছি না । আমাদের অতি বিপ্লবী কিছু নেতা সিপিআইএমের প্রলোভনে পা দিয়ে ফেলেছিল । কিন্তু বিরোধী যারা মনোনয়ন দিতে এসেছিল তারাও গাড়িতে করে ইট লাঠি সব কিছু নিয়েই এসেছিল । আমাদের কর্মীদের কাছে লাঠি ইট ছিল না । তারা শুধু প্রতিরোধ করতে গিয়েছিল । ঘটনার পরে জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশে আমি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি । যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে ।"

আরও পড়ুন: নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য সাগর মল্লিক জানান, এদিন মনোনয়ন জমা দিতে পেড়েছেন তাঁরা । গতকাল তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী যে পরিস্থিতি তৈরি করেছিল সেটা খুব সাংঘাতিক ছিল । তবে মনোনয়ন জমা দিতে পারলেও খুব ধীর গতিতে কাজ চলেছে । এখানে বিধায়ক বসে ছিলেন ৷ তাঁর নির্দেশেই সবকিছু হয়েছে কি না, তিনি প্রশ্ন তোলেন । কালকে মার খাওয়ার পরেও সিপিআইএম প্রার্থীদের মনোবল ভেঙে পড়েনি । তারা কেউ পিছু হটেনি বলে তাঁর দাবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.