Trinamool Congress: জেল থেকে বের হলে তৃণমূলের নেতা-মন্ত্রীরা স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা পাবেন, বর্ধমানে তৃণমূল সভাপতির মন্তব্যে বিতর্ক - রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
TMC Leader Controversial Remark: তৃণমূল কংগ্রেসের যে নেতা-মন্ত্রীদের কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করছে, তাঁরা জেল থেকে বের হলে স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা পাবেন ৷ এমনটাই দাবি করেছে পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি ৷
Published : Nov 7, 2023, 8:16 PM IST
বর্ধমান, 7 নভেম্বর: একাধিক দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের বড় থেকে ছোট একাধিক নেতা গ্রেফতার হয়েছেন ৷ সেই নেতারা যখন জেল থেকে বের হবেন, তখন তাঁরা স্বাধীনতা সংগ্রামীদের মতো বীরের সম্মান পাবেন ৷ এমনটাই দাবি পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ৷ সম্প্রতি বর্ধমানে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এই দাবি করেছেন ৷
কেন গ্রেফতার হওয়া তৃণমূল নেতারা বীরের সম্মান পাবেন, সেই ব্যাখ্যাও করেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের মিথ্যে মামলায় রাজনৈতিকভাবে ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে । তাই সাধারণ মানুষ এই তৃণমূল নেতাদের বীরের সম্মান দেওয়া হবে ৷ যদিও বর্ষীয়ান এই তৃণমূল নেতার এই বক্তব্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । বিজেপির মতে, তৃণমূল স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করছে । সাধারণ মানুষ এর প্রতিবাদ করবে ।
বর্ধমানে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,
‘‘আগে যারা স্বাধীনতার আগে গ্রেফতার হতেন, তাঁদের সবাইকে স্বাধীনতা সংগ্রামী বলা হয় । এরা হয়তো সেই পর্যায়ে চলে যাবে । যাঁরা গ্রেফতার হবেন, তাঁরাই আগামিদিনে সংবর্ধনা পাবেন । কারণ এঁদের তো রাজনৈতিকভাবে গ্রেফতার করা হচ্ছে । ফলে তাঁদের সেই মর্যাদা দেওয়া হবে ।’’
জেলা বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এই মন্তব্যের নিন্দা করা হয়েছে । পূর্ব বর্ধমানে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ‘‘উনি দেশ স্বাধীন হওয়ার আগে সংগ্রামীদের নিয়ে যে কথা বলেছেন, সেই কথা বলে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে । স্বাধীনতা সংগ্রামীরা দেশকে পরাধীনতা মুক্ত করতে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার বরণ করেছিল । আর তৃণমূল কংগ্রেসের যে নেতা-মন্ত্রী রাজনীতিবিদরা আছেন, তাঁরা গরুপাচারের সঙ্গে যুক্ত, পাথর-বালি-কয়লা পাচারে তাঁরা অভিযুক্ত । এমনকি তাঁরা সোনা পাচারও করেছেন । তাঁরা চুরি করে জেলে গিয়েছেন ।’’
তাঁর দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের মৌলিক অধিকারের প্রথম অধিকার খাবার চুরি করেছেন । অথচ জ্যোতিপ্রিয় বা তাঁর মতো অন্য নেতাকে স্বাধীনতা সংগ্রামীদের আসনে বসানো হচ্ছে তৃণমূলের তরফে । তাই অভিজিৎ তা-এর কটাক্ষ, ‘‘আসলে উনি যে দলের নেতা সেই দলের নেত্রী অনুব্রত মণ্ডলকে বীর বলেছেন ৷ অথচ আমরা বীর বলতে নেতাজি কিংবা ক্ষুদিরাম বা অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের বুঝি । তারা (তৃণমূল) বারবার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে । সাধারণ মানুষ আর বিজেপি এর প্রতিবাদ করবে ।’’
আরও পড়ুন: কালীপুজো থেকেই বিজেপির বিরুদ্ধে প্রচারে নামার বার্তা তৃণমূল বিধায়কের, কটাক্ষ গেরুয়া শিবিরের