বর্ধমান, 5 জানুয়ারি: কুড়মি সম্প্রদায়ের মানুষজন আদিবাসী সমাজের অন্তর্ভুক্ত নয় ৷ অথচ তারা আদিবাসীদের ভূমিজ কাস্ট সার্টিফিকেট চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছে । শুধু তাই নয় মাহাতো ছাড়াও রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবির লোকজনও পাচ্ছেন তপশিলি উপজাতি শংসাপত্র । এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ । রাজ্যের 9টি জেলা থেকে আসা আদিবাসী মানুষজন শুক্রবার দুপুরে কার্জনগেট চত্বরে তির-ধনুক-টাঙি-বল্লম নিয়ে জিটি রোডে বসে বিক্ষোভ দেখাল । পরে তারা পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় ।
এদিন পূর্ব বর্ধমান জেলা ছাড়াও আন্দোলনে যোগ দেয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, নদিয়া, হুগলি, দুই 24 পরগনা থেকে আসা আদিবাসীরা ৷ তাঁদের দাবি, পূর্ব বর্ধমান জেলায় মাহাতো, রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবিধারীদের তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করতে হবে । কালনা মহকুমাজুড়ে রাজনৈতিক মদতে জাতিগত শংসাপত্রের যে পদ্ধতিগত ত্রুটি আছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে । শুধু তাই নয়, কালনা মহকুমার পূর্বস্থলী এলাকায় পূর্ব বর্ধমান বীরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি ভূমিজ জাতির লোগো বিকৃত করেছে । তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা । পাশাপাশি ভূমিজ ভাষাকে রাজ্যে দ্বিতীয় রাজ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে তারা ।
ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষে বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ সর্দার বলেন, "মাহাতরা কুড়মি সম্প্রদায়ের মানুষ । অথচ তারা সাবকাস্ট ভূমিজ ব্যবহার করে কাস্ট সার্টিফিকেট বের করছে । সেই ভুয়ো সার্টিফিকেটকে কাজে লাগিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকেই সুযোগসুবিধা নিতে চাইছেন । তাই এই প্রতিবাদ ৷"
তিনি আরও বলেন, "বর্ধমানের কালনা মহকুমাতে অ-আদিবাসী সম্প্রদায় যেমন মাহাতো, রায়, বিশ্বাস পদবির মানুষের ভূমিজ কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে হাজার হাজার কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে । এই প্রক্রিয়া এখনও চলছে । এরা নিজেদের ভূমিজ জাতি হিসেবে প্রমাণ করার জন্য আদিবাসীদের প্রতীককে হাইজ্যাক করে নিচ্ছে । রাষ্ট্রপতি যে লোগো আদিবাসী সমাজের জন্য প্রদান করেছিলেন সেই লোগো চুরি করে তারা ব্যবহার করছে । চুয়াড় বিদ্রোহের নায়ক রঘুনাথ সিংকে তারা রঘুনাথ মাহাতো হিসেবে মানুষের কাছে তুলে ধরে ইতিহাসকে বিকৃত করছে । এই ধরনের সমস্যা পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকায় সবচেয়ে বেশি । কুড়মি সম্প্রদায়ের মানুষজন সাবকাস্ট ভূমিজ ব্যবহার করে অনৈতিকভাবে কাস্ট সার্টিফিকেট ব্যবহার করছেন । প্রতিবাদ জানিয়ে আমরা বর্ধমান জেলায় আন্দোলনে সামিল হই । জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছি ।"
আরও পড়ুন :
1. সংখ্য়ালঘু এলাকাকে তফসিলি জাতি মহিলা আসনের জন্য সংরক্ষণ ! ভোট বয়কটের হুঁশিয়ারি
2. গোর্খাদের ষষ্ঠ তপশিলি জাতির স্বীকৃতি, অর্জুন মুণ্ডার সঙ্গে দেখা করল জিএনএলএফ
3. পদের লোভে জেনারেল থেকে এসসির আবেদন? তৃণমূল নেত্রীর কীর্তিতে নিন্দার ঝড়