ETV Bharat / state

মাহাতো-রায়-মল্লিকরা কীভাবে তপশিলি উপজাতি শংসাপত্র পায় ? প্রতিবাদে বিক্ষোভ আদিবাসীদের - আদিবাসীদের বিক্ষোভ

Caste Certificate Controversy: জাতিগত শংসাপত্র প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ৷ মাহাতো ছাড়াও রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবির লোকজনও পাচ্ছেন তপশিলি উপজাতি শংসাপত্র ৷ এর বিরুদ্ধেই বর্ধমানে বিক্ষোভ দেখাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷

Etv Bharat
বর্ধমানে আদিবাসীদের বিক্ষোভ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:49 PM IST

বর্ধমান, 5 জানুয়ারি: কুড়মি সম্প্রদায়ের মানুষজন আদিবাসী সমাজের অন্তর্ভুক্ত নয় ৷ অথচ তারা আদিবাসীদের ভূমিজ কাস্ট সার্টিফিকেট চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছে । শুধু তাই নয় মাহাতো ছাড়াও রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবির লোকজনও পাচ্ছেন তপশিলি উপজাতি শংসাপত্র । এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ । রাজ্যের 9টি জেলা থেকে আসা আদিবাসী মানুষজন শুক্রবার দুপুরে কার্জনগেট চত্বরে তির-ধনুক-টাঙি-বল্লম নিয়ে জিটি রোডে বসে বিক্ষোভ দেখাল । পরে তারা পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় ।

এদিন পূর্ব বর্ধমান জেলা ছাড়াও আন্দোলনে যোগ দেয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, নদিয়া, হুগলি, দুই 24 পরগনা থেকে আসা আদিবাসীরা ৷ তাঁদের দাবি, পূর্ব বর্ধমান জেলায় মাহাতো, রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবিধারীদের তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করতে হবে । কালনা মহকুমাজুড়ে রাজনৈতিক মদতে জাতিগত শংসাপত্রের যে পদ্ধতিগত ত্রুটি আছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে । শুধু তাই নয়, কালনা মহকুমার পূর্বস্থলী এলাকায় পূর্ব বর্ধমান বীরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি ভূমিজ জাতির লোগো বিকৃত করেছে । তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা । পাশাপাশি ভূমিজ ভাষাকে রাজ্যে দ্বিতীয় রাজ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে তারা ।

ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষে বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ সর্দার বলেন, "মাহাতরা কুড়মি সম্প্রদায়ের মানুষ । অথচ তারা সাবকাস্ট ভূমিজ ব্যবহার করে কাস্ট সার্টিফিকেট বের করছে । সেই ভুয়ো সার্টিফিকেটকে কাজে লাগিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকেই সুযোগসুবিধা নিতে চাইছেন । তাই এই প্রতিবাদ ৷"

তিনি আরও বলেন, "বর্ধমানের কালনা মহকুমাতে অ-আদিবাসী সম্প্রদায় যেমন মাহাতো, রায়, বিশ্বাস পদবির মানুষের ভূমিজ কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে হাজার হাজার কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে । এই প্রক্রিয়া এখনও চলছে । এরা নিজেদের ভূমিজ জাতি হিসেবে প্রমাণ করার জন্য আদিবাসীদের প্রতীককে হাইজ্যাক করে নিচ্ছে । রাষ্ট্রপতি যে লোগো আদিবাসী সমাজের জন্য প্রদান করেছিলেন সেই লোগো চুরি করে তারা ব্যবহার করছে । চুয়াড় বিদ্রোহের নায়ক রঘুনাথ সিংকে তারা রঘুনাথ মাহাতো হিসেবে মানুষের কাছে তুলে ধরে ইতিহাসকে বিকৃত করছে । এই ধরনের সমস্যা পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকায় সবচেয়ে বেশি । কুড়মি সম্প্রদায়ের মানুষজন সাবকাস্ট ভূমিজ ব্যবহার করে অনৈতিকভাবে কাস্ট সার্টিফিকেট ব্যবহার করছেন । প্রতিবাদ জানিয়ে আমরা বর্ধমান জেলায় আন্দোলনে সামিল হই । জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছি ।"

আরও পড়ুন :

1. সংখ্য়ালঘু এলাকাকে তফসিলি জাতি মহিলা আসনের জন্য সংরক্ষণ ! ভোট বয়কটের হুঁশিয়ারি

2. গোর্খাদের ষষ্ঠ তপশিলি জাতির স্বীকৃতি, অর্জুন মুণ্ডার সঙ্গে দেখা করল জিএনএলএফ

3. পদের লোভে জেনারেল থেকে এসসির আবেদন? তৃণমূল নেত্রীর কীর্তিতে নিন্দার ঝড়

বর্ধমান, 5 জানুয়ারি: কুড়মি সম্প্রদায়ের মানুষজন আদিবাসী সমাজের অন্তর্ভুক্ত নয় ৷ অথচ তারা আদিবাসীদের ভূমিজ কাস্ট সার্টিফিকেট চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছে । শুধু তাই নয় মাহাতো ছাড়াও রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবির লোকজনও পাচ্ছেন তপশিলি উপজাতি শংসাপত্র । এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ । রাজ্যের 9টি জেলা থেকে আসা আদিবাসী মানুষজন শুক্রবার দুপুরে কার্জনগেট চত্বরে তির-ধনুক-টাঙি-বল্লম নিয়ে জিটি রোডে বসে বিক্ষোভ দেখাল । পরে তারা পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় ।

এদিন পূর্ব বর্ধমান জেলা ছাড়াও আন্দোলনে যোগ দেয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, নদিয়া, হুগলি, দুই 24 পরগনা থেকে আসা আদিবাসীরা ৷ তাঁদের দাবি, পূর্ব বর্ধমান জেলায় মাহাতো, রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবিধারীদের তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করতে হবে । কালনা মহকুমাজুড়ে রাজনৈতিক মদতে জাতিগত শংসাপত্রের যে পদ্ধতিগত ত্রুটি আছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে । শুধু তাই নয়, কালনা মহকুমার পূর্বস্থলী এলাকায় পূর্ব বর্ধমান বীরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি ভূমিজ জাতির লোগো বিকৃত করেছে । তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা । পাশাপাশি ভূমিজ ভাষাকে রাজ্যে দ্বিতীয় রাজ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে তারা ।

ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষে বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ সর্দার বলেন, "মাহাতরা কুড়মি সম্প্রদায়ের মানুষ । অথচ তারা সাবকাস্ট ভূমিজ ব্যবহার করে কাস্ট সার্টিফিকেট বের করছে । সেই ভুয়ো সার্টিফিকেটকে কাজে লাগিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকেই সুযোগসুবিধা নিতে চাইছেন । তাই এই প্রতিবাদ ৷"

তিনি আরও বলেন, "বর্ধমানের কালনা মহকুমাতে অ-আদিবাসী সম্প্রদায় যেমন মাহাতো, রায়, বিশ্বাস পদবির মানুষের ভূমিজ কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে হাজার হাজার কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে । এই প্রক্রিয়া এখনও চলছে । এরা নিজেদের ভূমিজ জাতি হিসেবে প্রমাণ করার জন্য আদিবাসীদের প্রতীককে হাইজ্যাক করে নিচ্ছে । রাষ্ট্রপতি যে লোগো আদিবাসী সমাজের জন্য প্রদান করেছিলেন সেই লোগো চুরি করে তারা ব্যবহার করছে । চুয়াড় বিদ্রোহের নায়ক রঘুনাথ সিংকে তারা রঘুনাথ মাহাতো হিসেবে মানুষের কাছে তুলে ধরে ইতিহাসকে বিকৃত করছে । এই ধরনের সমস্যা পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকায় সবচেয়ে বেশি । কুড়মি সম্প্রদায়ের মানুষজন সাবকাস্ট ভূমিজ ব্যবহার করে অনৈতিকভাবে কাস্ট সার্টিফিকেট ব্যবহার করছেন । প্রতিবাদ জানিয়ে আমরা বর্ধমান জেলায় আন্দোলনে সামিল হই । জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছি ।"

আরও পড়ুন :

1. সংখ্য়ালঘু এলাকাকে তফসিলি জাতি মহিলা আসনের জন্য সংরক্ষণ ! ভোট বয়কটের হুঁশিয়ারি

2. গোর্খাদের ষষ্ঠ তপশিলি জাতির স্বীকৃতি, অর্জুন মুণ্ডার সঙ্গে দেখা করল জিএনএলএফ

3. পদের লোভে জেনারেল থেকে এসসির আবেদন? তৃণমূল নেত্রীর কীর্তিতে নিন্দার ঝড়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.