জামালপুর, 19 জুন : জামালপুরে সুনীল মণ্ডলকে রাবণ সাজিয়ে ফ্লেক্স বানিয়ে বিক্ষভ দেখাল তৃণমূল নেতা ও কর্মীরা ৷ ফ্লেক্সে সুনীল মণ্ডলের মাথার একপাশে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির নেতারা রয়েছে অন্যদিকে রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব ।
জামালপুরের শুড়েকালনা বাজার এলাকায় এই ফ্লেক্স দেখতে পাওয়া যায় । ছবির নিচে বিজেপি নেতাদের 'বাংলা ও বাঙালির শত্রু' বলে আখ্যা দেওয়া হয়েছে । এছাড়াও ছবিতে লেখা রয়েছে 'কৃষকের শত্রু,আম্বানি-আদানির কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রকারী' ৷ ছবির একেবারে নিচে লেখা রয়েছে- 'রাজনীতির ব্যাপারী, নীতি আদর্শহীন, গিরগিটি, গদ্দার সুনীল মণ্ডলের তৃণমূলে ঠাঁই নাই ৷'
আরও পড়ুন : এবার বৈশাখীর নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপালকে চিঠি শোভনের
স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ পাল বলেন, "বেইমান গদ্দার সুনীল মণ্ডলকে কোনও ভাবেই যেন দলে ফেরানো না হয় । যাকে আমরা লড়াই করে জিতিয়েছি সে তৃণমূল নেত্রীকে অপমান করেছে । তাই দলের কোন কর্মীই চায় না সুনীল মণ্ডল দলে ফিরুক ।"