ETV Bharat / state

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা তৃণমূল ছাত্র পরিষদের

CV Ananda Bose at Burdwan University: রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা ৷ সঙ্গে ছিল অন্য পড়ুয়ারাও ৷

ETV Bharat
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 11:09 AM IST

Updated : Dec 15, 2023, 12:09 PM IST

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখানোর মুহূর্ত

বর্ধমান, 15 ডিসেম্বর: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ ৷ ঘটনা ঘিরে আবারও বিতর্কে শাসক শিবিরের ছাত্র সংগঠন । পাশাপাশি শুক্রবারের এই ঘটনায় আরও একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের বিষয়টি প্রকাশ্যে চলে এল । ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

রাজ্যপাল আসার জন্য এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সকাল থেকেই পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল । পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেইজন্য চারিদিকে দেওয়া হয়েছিল পুলিশি ব্যারিকেড । বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদ-সহ অন্য ছাত্রছাত্রীরা কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয় রাস্তার ধারে । রাজ্যপাল ঢোকার মুখে তাঁরা 'রাজ্যপাল দূর হটো' স্লোগান দিয়ে সরব হয় । এরপর রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢুকে যান ৷ সেখানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ।

Burdwan University
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে । শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ইউ জিসির অনুদান বন্ধ করা হয়েছে কেন ? বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপাল হস্তক্ষেপ করছে সেটা তারা মানতে নারাজ । তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রের গৈরিকীকরণ করা হয়েছে । শুধু উপাচার্য নিয়োগ করলেই হবে না রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা ।

প্রসঙ্গত, বুধবার বর্ধমান স্টেশনে জলের ট্যাংক ভেঙে দুর্ঘটনার জেরে আহতদের দেখতে বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তারপর দিন অর্থাৎ, শুক্রবার তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ৷ বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে ঢোকার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কালো পতাকা হাতে রাজ্যপাল দূর হটো স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ পুলিশি সহায়তায় রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন নির্বিঘ্নেই ৷

আরও পড়ুন :

1 রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল

2 কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের

3 রাজভবনের বৈঠক শেষে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা মেটার ইঙ্গিত দিলেন মমতা

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখানোর মুহূর্ত

বর্ধমান, 15 ডিসেম্বর: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ ৷ ঘটনা ঘিরে আবারও বিতর্কে শাসক শিবিরের ছাত্র সংগঠন । পাশাপাশি শুক্রবারের এই ঘটনায় আরও একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের বিষয়টি প্রকাশ্যে চলে এল । ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

রাজ্যপাল আসার জন্য এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সকাল থেকেই পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল । পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেইজন্য চারিদিকে দেওয়া হয়েছিল পুলিশি ব্যারিকেড । বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদ-সহ অন্য ছাত্রছাত্রীরা কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয় রাস্তার ধারে । রাজ্যপাল ঢোকার মুখে তাঁরা 'রাজ্যপাল দূর হটো' স্লোগান দিয়ে সরব হয় । এরপর রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢুকে যান ৷ সেখানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ।

Burdwan University
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে । শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ইউ জিসির অনুদান বন্ধ করা হয়েছে কেন ? বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপাল হস্তক্ষেপ করছে সেটা তারা মানতে নারাজ । তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রের গৈরিকীকরণ করা হয়েছে । শুধু উপাচার্য নিয়োগ করলেই হবে না রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা ।

প্রসঙ্গত, বুধবার বর্ধমান স্টেশনে জলের ট্যাংক ভেঙে দুর্ঘটনার জেরে আহতদের দেখতে বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তারপর দিন অর্থাৎ, শুক্রবার তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ৷ বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে ঢোকার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কালো পতাকা হাতে রাজ্যপাল দূর হটো স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ পুলিশি সহায়তায় রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন নির্বিঘ্নেই ৷

আরও পড়ুন :

1 রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল

2 কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের

3 রাজভবনের বৈঠক শেষে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা মেটার ইঙ্গিত দিলেন মমতা

Last Updated : Dec 15, 2023, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.