মেমারি, 1 মে : সংখ্যালঘুদের নিয়ে ‘চু কিতকিত’ খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (TMC Playing With Emotions of Minority Community Says Charles Nandi) ৷ অভিযোগ বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দীর ৷ এই ধরনের মানসিকতা নিয়ে কখনওই সরকার পরিচালনা করা যায় না বলে দাবি করেন তিনি ৷ পূর্ব বর্ধমানের মেমারিতে একটি ইফতার পার্টিতে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন চার্লস নন্দী ৷
বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে মেমারিতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় ৷ সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ইফতার পার্টি (Iftar Party) নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন সরকার রাজ্যে সংখ্যালঘুদের জন্য কিছুই করেননি ৷ ইফতার পার্টি নিয়ে কেবলই রাজনীতি করেন মমতা ৷ প্রসঙ্গত, প্রতি বছর রমজান মাসে পার্ক সার্কাসে ইফতার পার্টিতে অংশ নেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Ballygunge Bypoll result : বালিগঞ্জে ঘাসফুলের জয়ে অস্বস্তির কাঁটা ভোট শতাংশ, কমছে সংখ্যালঘু সমর্থন ?
এ দিন সেই ইফতার পার্টিকেই নিশানা করেন চার্লস নন্দী ৷ তাঁর অভিযোগ, ইফতার পার্টির নামে সংখ্যালঘুদের নিয়ে ছেলে খেলা করছেন মমতা (BJP State President of Minority Community Criticises Mamata Banerjee) ৷ তাঁর কথায়, ‘‘চু কিতকিত খেলার মানসিকতা নিয়ে রাজ্য চালানো যায় না ৷" তাঁর দাবি, পরিসংখ্যান অনুযায়ী গত দুই-তিন বছরে রাজ্যে 217 শতাংশ বেকারত্ব বেড়েছে ৷ বাংলায় শিল্প গড়ে তোলা এবং বেকার যুবকদের চাকরি দেওয়ার কোনও মানসিকতাই নেই রাজ্য সরকারের ৷
আরও পড়ুন : BJP on The Kashmir Files : দ্য কাশ্মীর ফাইলস দেখতে হলমুখী হাওড়ার বিজেপি কর্মীরা
চার্লস নন্দীর অভিযোগ, যে সংখ্যালঘুদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ক্ষমতায় ফিরেছেন, তাঁদের জন্য প্রকৃত অর্থে কোনও উন্নয়ন তৃণমূল সরকার করেনি ৷ বরং আগের মতো এখনও ভোটের জন্য সংখ্যালঘুদের ব্য়বহার করে আসছে তৃণমূল ৷