ETV Bharat / state

মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন - তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

সোমবার সন্ধে নাগাদ মোটর সাইকেল চালিয়ে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস ৷ সেইসময় তাঁকে গুলি করা হয় ৷

s
s
author img

By

Published : Jul 12, 2021, 9:45 PM IST

Updated : Jul 12, 2021, 9:55 PM IST

মঙ্গলকোট, 12 জুলাই : দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে খুন হলেন মঙ্গলকোটের লাখুড়িয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস। তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের কাশিমনগর এলাকায় । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই খুনের ঘটনায় বিজেপির দুষ্কৃতীরা যুক্ত আছে । বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধে নাগাদ মোটর সাইকেল চালিয়ে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন অঞ্চল সভাপতি অসীম দাস । পথে কেউ 'দাদা' সম্বোধন করে তাঁকে রাস্তায় দাঁড় করায় । তারপর তাঁকে গুলি করা হয় । স্থানীয়রা তাঁকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: খয়রাশোলে বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ


মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি সন্ত্রাস করে মঙ্গলকোট বিধানসভায় জেতার চেষ্টা করেছিল । তাঁদের এক দলীয় কর্মীকে খুন করেছিল বিজেপি । কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ায় তিনি জিতেছেন । সেটা বিজেপি মেনে নিতে পারেনি । তাই তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে । যার পরিণাম আজকের খুনের ঘটনা ।

মঙ্গলকোট, 12 জুলাই : দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে খুন হলেন মঙ্গলকোটের লাখুড়িয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস। তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের কাশিমনগর এলাকায় । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই খুনের ঘটনায় বিজেপির দুষ্কৃতীরা যুক্ত আছে । বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধে নাগাদ মোটর সাইকেল চালিয়ে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন অঞ্চল সভাপতি অসীম দাস । পথে কেউ 'দাদা' সম্বোধন করে তাঁকে রাস্তায় দাঁড় করায় । তারপর তাঁকে গুলি করা হয় । স্থানীয়রা তাঁকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: খয়রাশোলে বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ


মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি সন্ত্রাস করে মঙ্গলকোট বিধানসভায় জেতার চেষ্টা করেছিল । তাঁদের এক দলীয় কর্মীকে খুন করেছিল বিজেপি । কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ায় তিনি জিতেছেন । সেটা বিজেপি মেনে নিতে পারেনি । তাই তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে । যার পরিণাম আজকের খুনের ঘটনা ।

Last Updated : Jul 12, 2021, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.