ETV Bharat / state

কালনায় খুন তৃণমূল নেতা, তদন্তে পুলিশ - Insar Mallik

কালনায় গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল নেতা ৷ তিনি মন্ত্রী স্বপন দেবনাথের ডান হাত বলে পরিচিত ছিলেন । ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷

TMC
খুন তৃণমূল নেতা
author img

By

Published : Dec 7, 2019, 12:37 AM IST

Updated : Dec 7, 2019, 8:41 PM IST

কালনা, 7 ডিসেম্বর : বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল নেতা ৷ ঘটনাস্থান কালনার বেগপুরের নারায়ণপুর গ্রাম ৷ মৃত তৃণমূল নেতার নাম ইনশান মল্লিক (40) ৷ তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷

স্থানীয়বাসিন্দাদের থেকে জানা গেছে, বাইকে করে ফেরার সময় পরপর দু'টি গুলি করা হয় ইনশানকে ৷ কে, কারা এই গুলি চালায় তা স্পষ্ট নয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় অবস্থার অবনতি হয় । নিয়ে যাওয়া হয় হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

দেখুন ভিডিয়োয়

তিনি এলাকায় মন্ত্রী স্বপন দেবনাথের ডান হাত বলে পরিচিত ছিলেন ইনশান । এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ইনশানের উপর হামলা এই প্রথমবার নয় । আট মাস আগেও হামলা চলে । যদিও পরিবারের তরফ থেকে বা দলের তরফ থেকে এখনও কারও নামে অভিযোগ করা হয়নি ।

ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷ কে বা কারা ওই তৃণমূল নেতাকে খুন করল তাও খতিয়ে দেখা হচ্ছে । সূত্রের খবর, পুলিশ ইনশানের ভাইপোকে জিজ্ঞাসাবাদ করছে ।

কালনা, 7 ডিসেম্বর : বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল নেতা ৷ ঘটনাস্থান কালনার বেগপুরের নারায়ণপুর গ্রাম ৷ মৃত তৃণমূল নেতার নাম ইনশান মল্লিক (40) ৷ তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷

স্থানীয়বাসিন্দাদের থেকে জানা গেছে, বাইকে করে ফেরার সময় পরপর দু'টি গুলি করা হয় ইনশানকে ৷ কে, কারা এই গুলি চালায় তা স্পষ্ট নয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় অবস্থার অবনতি হয় । নিয়ে যাওয়া হয় হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

দেখুন ভিডিয়োয়

তিনি এলাকায় মন্ত্রী স্বপন দেবনাথের ডান হাত বলে পরিচিত ছিলেন ইনশান । এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ইনশানের উপর হামলা এই প্রথমবার নয় । আট মাস আগেও হামলা চলে । যদিও পরিবারের তরফ থেকে বা দলের তরফ থেকে এখনও কারও নামে অভিযোগ করা হয়নি ।

ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷ কে বা কারা ওই তৃণমূল নেতাকে খুন করল তাও খতিয়ে দেখা হচ্ছে । সূত্রের খবর, পুলিশ ইনশানের ভাইপোকে জিজ্ঞাসাবাদ করছে ।

Intro:বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হলো তৃণমূলের নেতার,মৃতের নাম ইনসার মল্লিক।ঘটনাটি কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে।পর পর দুইটি গুলি করে দুষ্কৃতীরা।গুরুতর আহত অবস্থায় ইনসার মল্লিককে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে তাকে কলকাতার বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অবস্থার অবনতি হওয়ায় হুগলির পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারণে কে বা কারা তৃণমূল নেতাকে খুন করল তা ক্ষতিয়ে দেখছে কালনা পুলিশ।প্রায় আট মাস আগে বাড়ি ফেরার সময় এই একই জায়গায় গুলি করে খুনের চেষ্টা করাহয় তৃণমূল নেতা ইনসার মল্লিক কে।Body:WB_HGL_02 KALNA TMC LEADER MURDER_7203418Conclusion:
Last Updated : Dec 7, 2019, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.