ETV Bharat / state

Debu Tudu Controversial Remarks: ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান তৃণমূল নেতার - মমতা বন্দ্যোপাধ্যায়

গত রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সভা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ মঙ্গলবার তার পালটা সভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই সভা থেকে শাসক দলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিয়েছেন (Debu Tudu makes Controversial Remarks) ৷

Debu Tudu Controversial Remarks
Debu Tudu Controversial Remarks
author img

By

Published : Feb 14, 2023, 8:39 PM IST

Updated : Feb 14, 2023, 9:15 PM IST

ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান তৃণমূল নেতার

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 14 ফেব্রুয়ারি: বিজেপি (BJP) নেতারা ভোট চাইতে গেলে তাঁদের বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য মুখপাত্র দেবু টুডু । মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর থানা মাঠে বিজেপির পালটা সভা করে তৃণমূল কংগ্রেস । সেই মঞ্চ থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুর চড়ান দেবু টুডু । সেই সঙ্গে নিদান দেন বিজেপি নেতাদের বেঁধে রাখার ।

গত রবিবার পূর্বস্থলীর থানা মাঠে জনসভা করতে আসেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) । সেদিন নাড্ডা বক্তৃতার শেষে ভাঙা বাংলায় মুখ্যমন্ত্রীকে একহাত নেন । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নির্মমতা বলে কটাক্ষ করেন । পাশাপাশি ছন্দ মিলিয়ে বলেন, ‘‘গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে ।’’

এদিন সেই কথার রেশ ধরে দেবু টুডু বলেন, ‘‘তোমাদের নেতাদের বলো বাংলায় এসে এইভাবে বাংলা বলতে যাওয়া কেন ? বাংলাকে অপমান করার অধিকার কে দিয়েছে ? যখন বাংলা বলতে পারো না, তখন বাংলায় বলার কী আছে ? বাংলায় বললে কি ভোট পাবে ? নাকি বাংলার মানুষ ক্ষমা করে দেবে ।’’

তাঁর দাবি, কেউ ক্ষমা করবে না বিজেপিকে । বাংলা আবাস যোজনায় 17 লক্ষ মানুষের নাম কেন্দ্রীয় সরকার বাদ দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর কথায়, ‘‘একশো দিনের কাজের টাকা বাকি আছে । তাই ক্ষমা করবো না । পাড়ায় ভোট চাইতে গেলে ওই বিজেপির নেতাদের বেঁধে রাখতে হবে, দিতে হবে একশো দিনের টাকা, হিসাব চাইব আবাস যোজনার নাম বাদ দেওয়া নিয়ে ।’’

বিজেপির উদ্দেশ্যে তাঁর আরও হুঁশিয়ারি, ‘‘জয় শ্রী রাম বলতে দেবো না, ঝান্ডা টাঙাতে দেবো না । আগে টাকা চাইবো, গরিব মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা । আদিবাসী মানুষের টাকা যারা মারছে, তাদের ক্ষমা নেই ।’’

আরও পড়ুন: 'গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !' নাড্ডার নিশানায় শাসক

ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান তৃণমূল নেতার

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 14 ফেব্রুয়ারি: বিজেপি (BJP) নেতারা ভোট চাইতে গেলে তাঁদের বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য মুখপাত্র দেবু টুডু । মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর থানা মাঠে বিজেপির পালটা সভা করে তৃণমূল কংগ্রেস । সেই মঞ্চ থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুর চড়ান দেবু টুডু । সেই সঙ্গে নিদান দেন বিজেপি নেতাদের বেঁধে রাখার ।

গত রবিবার পূর্বস্থলীর থানা মাঠে জনসভা করতে আসেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) । সেদিন নাড্ডা বক্তৃতার শেষে ভাঙা বাংলায় মুখ্যমন্ত্রীকে একহাত নেন । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নির্মমতা বলে কটাক্ষ করেন । পাশাপাশি ছন্দ মিলিয়ে বলেন, ‘‘গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে ।’’

এদিন সেই কথার রেশ ধরে দেবু টুডু বলেন, ‘‘তোমাদের নেতাদের বলো বাংলায় এসে এইভাবে বাংলা বলতে যাওয়া কেন ? বাংলাকে অপমান করার অধিকার কে দিয়েছে ? যখন বাংলা বলতে পারো না, তখন বাংলায় বলার কী আছে ? বাংলায় বললে কি ভোট পাবে ? নাকি বাংলার মানুষ ক্ষমা করে দেবে ।’’

তাঁর দাবি, কেউ ক্ষমা করবে না বিজেপিকে । বাংলা আবাস যোজনায় 17 লক্ষ মানুষের নাম কেন্দ্রীয় সরকার বাদ দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর কথায়, ‘‘একশো দিনের কাজের টাকা বাকি আছে । তাই ক্ষমা করবো না । পাড়ায় ভোট চাইতে গেলে ওই বিজেপির নেতাদের বেঁধে রাখতে হবে, দিতে হবে একশো দিনের টাকা, হিসাব চাইব আবাস যোজনার নাম বাদ দেওয়া নিয়ে ।’’

বিজেপির উদ্দেশ্যে তাঁর আরও হুঁশিয়ারি, ‘‘জয় শ্রী রাম বলতে দেবো না, ঝান্ডা টাঙাতে দেবো না । আগে টাকা চাইবো, গরিব মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা । আদিবাসী মানুষের টাকা যারা মারছে, তাদের ক্ষমা নেই ।’’

আরও পড়ুন: 'গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !' নাড্ডার নিশানায় শাসক

Last Updated : Feb 14, 2023, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.