ETV Bharat / state

কেতুগ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার পাঁচ

গতরাতে কেতুগ্রামের আগরডাঙা পঞ্চায়েতের সদস্য শ্রীনিবাস ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় । তাঁদের লাঠি, রড, রামদা দিয়ে মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ।

tmc
মৃত ব্য়ক্তি
author img

By

Published : May 4, 2021, 4:16 PM IST

কেতুগ্রাম, 4 মে : এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মৃত তৃণমূল কর্মীর নাম শ্রীনিবাস ঘোষ (62) । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার আগরডাঙা পঞ্চায়েত এলাকার ৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ জানিয়েছে এই খুনের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে কেতুগ্রামের আগরডাঙা পঞ্চায়েতের সদস্য শ্রীনিবাস ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় । তাঁদের লাঠি, রড, রামদা দিয়ে মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁদের মধ্যে শ্রীনিবাস ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্য়ু হয় তাঁর । এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন- বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেতুগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও মারগ্রামের 48 নম্বর বুথে বিজেপি প্রায় 300 ভোটে এগিয়ে থাকে। তাই ওই এলাকায় বিজেপির দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে । তারাই তৃণমূল কংগ্রেসের কর্মীকে কুপিয়ে খুন করেছে। এমনকী তাঁর বাঁ পা কেটে নেওয়া হয়েছে বলেও অভিযোগ । যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কেতুগ্রাম, 4 মে : এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মৃত তৃণমূল কর্মীর নাম শ্রীনিবাস ঘোষ (62) । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার আগরডাঙা পঞ্চায়েত এলাকার ৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ জানিয়েছে এই খুনের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে কেতুগ্রামের আগরডাঙা পঞ্চায়েতের সদস্য শ্রীনিবাস ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় । তাঁদের লাঠি, রড, রামদা দিয়ে মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁদের মধ্যে শ্রীনিবাস ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্য়ু হয় তাঁর । এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন- বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেতুগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও মারগ্রামের 48 নম্বর বুথে বিজেপি প্রায় 300 ভোটে এগিয়ে থাকে। তাই ওই এলাকায় বিজেপির দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে । তারাই তৃণমূল কংগ্রেসের কর্মীকে কুপিয়ে খুন করেছে। এমনকী তাঁর বাঁ পা কেটে নেওয়া হয়েছে বলেও অভিযোগ । যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.