ETV Bharat / state

TMC Inner Conflict: পূর্ব বর্ধমানে তৃণমূলের অন্দরের কোন্দলে বিরক্ত অভিষেক, দিলেন কড়া বার্তা

author img

By

Published : May 16, 2023, 9:45 PM IST

নবজোয়ার কর্মসূচিতে পূর্ব বর্ধমানে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

বর্ধমান, 16 মে: দলের নবজোয়ার জনসংযোগ যাত্রার জন্য বর্তমানে জেলা সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কীভাবে হবে সেই রূপরেখাও তিনি বাতলে দিচ্ছেন জেলা নেতাদের ৷ পূর্ব বর্ধমান জেলায় দলের গোষ্ঠী কোন্দল যে একটি সমস্যার কারণ তা চারদিনের জেলা সফরেই বুঝতে পেরেছেন ৷ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সূত্রে খবর, প্রতিটি ব্লকে যেখানে যা মনোমালিন্য আছে তা সাতদিনের মধ্যে মিটিয়ে ফেলতে কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক ৷

উল্লেখ্য,গত কয়েকদিনে ভাতার, জামালপুর-সহ জেলার কয়েকটি জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কিছুক্ষণ আগে তৃণমূলের এক গোষ্ঠীর অন্য গোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা ঘটে ৷ বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক । নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার যে জায়গাগুলি বেছে নিয়েছিলেন তার মধ্যে জোর দেওয়া হয়েছিল একদা অনুব্রত মণ্ডলের দায়িত্বে থাকা এলাকাগুলির উপর ।

জেলার 23টি ব্লকের মধ্যে 20টি ব্লক জেলা তৃণমূল সভাপতি দেখভাল করলেও তিনটে ব্লক ছিল অনুব্রতর হাতে । ফলে ওই ব্লকগুলিতে অনুব্রত মণ্ডল ছাড়া অন্য কোনও নেতা-মন্ত্রীকে সেভাবে মিটিং মিছিল করতে দেখা যেত না । এমনকি বিজেপির কোনও রাজ্যস্তরের নেতা ওই এলাকায় মিটিং করলেও পালটা অনুব্রত মণ্ডলকেই সভা করতে দেখা যেত । তবে, এটাও ঠিক যে অনুব্রতর অনুগামীদের দাপটের কারণে ওইসব এলাকায় বিজেপি নেতা-কর্মীরা সেভাবে লড়াই দিতে পারত না ।

এই কর্মসূচিতে ওই তিন ব্লকেই ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সামনে এসেছে ওই তিন ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও ৷ এর পাশাপাশি মেমারি 1, মেমারি 2 ব্লক, রায়না 1 ব্লক, পূর্বস্থলী উত্তর, খন্ডঘোষ, জামালপুর-সহ বেশকিছু ব্লকেই তৃণমূল কংগ্রেসের কোন্দল এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রীতিমতো বিরক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় । মাসখানেক আগেই মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর সঙ্গে মেমারি 2 ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে পৌঁছয় যে, জেলা নেতৃত্ব নাজেহাল হয়ে যায় সেই কোন্দল থামাতে । এমনকি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জেলা পুলিশ সুপারকেও একহাত নেন ওই মন্ত্রী । সবকিছুই তার নজরে আছে বলে সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা যাতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন সেই বার্তাও দেন তিনি ।

আরও পড়ুন: 'তৃণমূল নেতার কারখানায় বোমা তৈরি হচ্ছিল', এগরার বিস্ফোরণে এনআইএ তদন্ত চায় বিজেপি

অভিষেকের কড়া বার্তার পর পঞ্চায়েত ভোটের আগে দলের সঙ্গে বেইমানি করে কেউ পার পাবে না বলে মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব । নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক নেতা বলেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের বিরুদ্ধে গিয়ে কেউ জট পাকিয়ে দলকে সমস্যার মুখে ফেলবে সেটা কিন্তু দল মেনে নেবে না । প্রয়োজনে তাঁকে সরিয়ে দিয়ে নতুন কোন মুখকে দায়িত্ব দেওয়া হবে । এছাড়া তিনি নিজে প্রতি তিনমাস অন্তর দলের পর্যালোচনা করবেন । তাই দলের ভাবমূর্তি কেউ নষ্ট করার চেষ্টা করলে তাঁর কপালে দুঃখ আছে ।"

বর্ধমান, 16 মে: দলের নবজোয়ার জনসংযোগ যাত্রার জন্য বর্তমানে জেলা সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কীভাবে হবে সেই রূপরেখাও তিনি বাতলে দিচ্ছেন জেলা নেতাদের ৷ পূর্ব বর্ধমান জেলায় দলের গোষ্ঠী কোন্দল যে একটি সমস্যার কারণ তা চারদিনের জেলা সফরেই বুঝতে পেরেছেন ৷ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সূত্রে খবর, প্রতিটি ব্লকে যেখানে যা মনোমালিন্য আছে তা সাতদিনের মধ্যে মিটিয়ে ফেলতে কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক ৷

উল্লেখ্য,গত কয়েকদিনে ভাতার, জামালপুর-সহ জেলার কয়েকটি জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কিছুক্ষণ আগে তৃণমূলের এক গোষ্ঠীর অন্য গোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা ঘটে ৷ বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক । নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার যে জায়গাগুলি বেছে নিয়েছিলেন তার মধ্যে জোর দেওয়া হয়েছিল একদা অনুব্রত মণ্ডলের দায়িত্বে থাকা এলাকাগুলির উপর ।

জেলার 23টি ব্লকের মধ্যে 20টি ব্লক জেলা তৃণমূল সভাপতি দেখভাল করলেও তিনটে ব্লক ছিল অনুব্রতর হাতে । ফলে ওই ব্লকগুলিতে অনুব্রত মণ্ডল ছাড়া অন্য কোনও নেতা-মন্ত্রীকে সেভাবে মিটিং মিছিল করতে দেখা যেত না । এমনকি বিজেপির কোনও রাজ্যস্তরের নেতা ওই এলাকায় মিটিং করলেও পালটা অনুব্রত মণ্ডলকেই সভা করতে দেখা যেত । তবে, এটাও ঠিক যে অনুব্রতর অনুগামীদের দাপটের কারণে ওইসব এলাকায় বিজেপি নেতা-কর্মীরা সেভাবে লড়াই দিতে পারত না ।

এই কর্মসূচিতে ওই তিন ব্লকেই ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সামনে এসেছে ওই তিন ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও ৷ এর পাশাপাশি মেমারি 1, মেমারি 2 ব্লক, রায়না 1 ব্লক, পূর্বস্থলী উত্তর, খন্ডঘোষ, জামালপুর-সহ বেশকিছু ব্লকেই তৃণমূল কংগ্রেসের কোন্দল এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রীতিমতো বিরক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় । মাসখানেক আগেই মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর সঙ্গে মেমারি 2 ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে পৌঁছয় যে, জেলা নেতৃত্ব নাজেহাল হয়ে যায় সেই কোন্দল থামাতে । এমনকি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জেলা পুলিশ সুপারকেও একহাত নেন ওই মন্ত্রী । সবকিছুই তার নজরে আছে বলে সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা যাতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন সেই বার্তাও দেন তিনি ।

আরও পড়ুন: 'তৃণমূল নেতার কারখানায় বোমা তৈরি হচ্ছিল', এগরার বিস্ফোরণে এনআইএ তদন্ত চায় বিজেপি

অভিষেকের কড়া বার্তার পর পঞ্চায়েত ভোটের আগে দলের সঙ্গে বেইমানি করে কেউ পার পাবে না বলে মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব । নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক নেতা বলেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের বিরুদ্ধে গিয়ে কেউ জট পাকিয়ে দলকে সমস্যার মুখে ফেলবে সেটা কিন্তু দল মেনে নেবে না । প্রয়োজনে তাঁকে সরিয়ে দিয়ে নতুন কোন মুখকে দায়িত্ব দেওয়া হবে । এছাড়া তিনি নিজে প্রতি তিনমাস অন্তর দলের পর্যালোচনা করবেন । তাই দলের ভাবমূর্তি কেউ নষ্ট করার চেষ্টা করলে তাঁর কপালে দুঃখ আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.