ETV Bharat / state

বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল , দলীয় নেতার বিরুদ্ধে সরব অপর নেতা - TMC inner clash

বর্ধমান শহরের 33 নং ওয়ার্ডের ষাঁড়খানা গলিতে একটা ক্লাব দখলকে নিয়ে দিনকয়েক আগে তৃণমূলে গোষ্ঠী কোন্দল শুরু হয় । বর্ধমান পৌরসভার প্রাক্তন MIC তথা তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক খোকন দাস বলেন , " যারা CPI(M) থেকে তৃণমূল কংগ্রেসে এসে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে , তাদের মেরে হাত পা ভেঙে দেব । " এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল অপর তৃণমূল নেতা মহম্মদ সেলিম সরব হন ।

Bardhaman
মহম্মদ সেলিম
author img

By

Published : Nov 28, 2020, 7:32 AM IST

বর্ধমান , 28 নভেম্বর : "তৃণমূল কংগ্রেসে থেকে যারা তৃণমূল কর্মীদের মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেয়, তারা ভিতরে ভিতরে BJP-র সঙ্গে আঁতাত করেছে । ওইসব নেতা থেকে দূরে থাকবেন । " নাম না করে তৃণমূল নেতা খোকন দাসকে মঞ্চ থেকে কটাক্ষ করলেন অপর তৃণমূল নেতা মহম্মদ সেলিম ।


গতকাল বর্ধমানে তৃণমূল যুব কংগ্রেস একটি অনুষ্ঠানের আয়োজন করে । উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার 6 নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ সেলিম । তিনি মঞ্চ থেকে বলেন, "পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে তৃণমূলের এক যুব নেতাকে মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এক তৃণমূল নেতা (খোকন দাসের বিরুদ্ধে অভিযোগ) । অথচ এই ধরনের ভাষা BJP-র নেতারা ব্যবহার করে থাকেন । ওই নেতা নিজেকে বর্ধমানের 'বাঘ' বলে মনে করেন । কিন্তু, তার শরীরে যখন শক্তি থাকে না, তখন সে ঘেউ ঘেউ শুরু করে । আসলে সে এখন আতঙ্কে ভুগতে শুরু করেছে । "

দিনকয়েক আগে নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই তোপ দাগেন বর্ধমানের তৃণমূল নেতা খোকন দাস । প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন , " যারা CPI(M) থেকে তৃণমূল কংগ্রেসে এসে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে , তাদের মেরে হাত পা ভেঙে দেব ।" যা নিয়ে দলের মধ্যেই বিতর্ক দেখা দেয় ।

বর্ধমান শহরের 33 নং ওয়ার্ডের ষাঁড়খানা গলিতে একটা ক্লাব দখলকে নিয়ে দিনকয়েক আগে ঝামেলা বাধে । অভিযোগ , ওই ক্লাবের দখল নেয় বর্ধমান পৌরসভার 33 নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেহেরাজ খান । এর জেরে তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয় গোষ্ঠী কোন্দল । বিষয়টি কানে যায় বর্ধমান পৌরসভার প্রাক্তন MIC তথা তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক খোকন দাসের ।

শুনে নিন মহম্মদ সেলিমের বক্তব্য
33 নং ওয়ার্ডের ষাঁড়খানা গলিতে ছটপুজো উপলক্ষে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে খোকন দাস বলেন , " কয়েকজন CPI(M) থেকে আসা লোক তৃণমূলে ঢুকে তৃণমূল কংগ্রেসকে নষ্ট করার চেষ্টা করছে । সন্ধে হলে মদ খাচ্ছে, রাত হলে গাঁজা খাচ্ছে । BJP-র ছেলেদের সঙ্গে ঘুরে তারা আজ 33 নম্বর ওয়ার্ডের পরিবেশকে নষ্ট করতে চাইছে । মেহেরাজ এখানকার কীসের নেতা । আগে CPI(M) করত । ওকে কে কি কাগজ দিয়েছে আর সেই কাগজ নিয়ে ও এখানে মস্তানি করবে সেটা হতে পারে না । মেরে হাত পা ভেঙে দেব । তৃণমূল দলকে নষ্ট হতে দেব না । " এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা খোকন দাসের বিরুদ্ধে অপর তৃণমূল নেতা মহম্মদ সেলিম সরব হতেই ফের প্রকাশ্যে চলে আসল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ।

বর্ধমান , 28 নভেম্বর : "তৃণমূল কংগ্রেসে থেকে যারা তৃণমূল কর্মীদের মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেয়, তারা ভিতরে ভিতরে BJP-র সঙ্গে আঁতাত করেছে । ওইসব নেতা থেকে দূরে থাকবেন । " নাম না করে তৃণমূল নেতা খোকন দাসকে মঞ্চ থেকে কটাক্ষ করলেন অপর তৃণমূল নেতা মহম্মদ সেলিম ।


গতকাল বর্ধমানে তৃণমূল যুব কংগ্রেস একটি অনুষ্ঠানের আয়োজন করে । উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার 6 নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ সেলিম । তিনি মঞ্চ থেকে বলেন, "পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে তৃণমূলের এক যুব নেতাকে মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এক তৃণমূল নেতা (খোকন দাসের বিরুদ্ধে অভিযোগ) । অথচ এই ধরনের ভাষা BJP-র নেতারা ব্যবহার করে থাকেন । ওই নেতা নিজেকে বর্ধমানের 'বাঘ' বলে মনে করেন । কিন্তু, তার শরীরে যখন শক্তি থাকে না, তখন সে ঘেউ ঘেউ শুরু করে । আসলে সে এখন আতঙ্কে ভুগতে শুরু করেছে । "

দিনকয়েক আগে নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই তোপ দাগেন বর্ধমানের তৃণমূল নেতা খোকন দাস । প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন , " যারা CPI(M) থেকে তৃণমূল কংগ্রেসে এসে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে , তাদের মেরে হাত পা ভেঙে দেব ।" যা নিয়ে দলের মধ্যেই বিতর্ক দেখা দেয় ।

বর্ধমান শহরের 33 নং ওয়ার্ডের ষাঁড়খানা গলিতে একটা ক্লাব দখলকে নিয়ে দিনকয়েক আগে ঝামেলা বাধে । অভিযোগ , ওই ক্লাবের দখল নেয় বর্ধমান পৌরসভার 33 নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেহেরাজ খান । এর জেরে তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয় গোষ্ঠী কোন্দল । বিষয়টি কানে যায় বর্ধমান পৌরসভার প্রাক্তন MIC তথা তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক খোকন দাসের ।

শুনে নিন মহম্মদ সেলিমের বক্তব্য
33 নং ওয়ার্ডের ষাঁড়খানা গলিতে ছটপুজো উপলক্ষে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে খোকন দাস বলেন , " কয়েকজন CPI(M) থেকে আসা লোক তৃণমূলে ঢুকে তৃণমূল কংগ্রেসকে নষ্ট করার চেষ্টা করছে । সন্ধে হলে মদ খাচ্ছে, রাত হলে গাঁজা খাচ্ছে । BJP-র ছেলেদের সঙ্গে ঘুরে তারা আজ 33 নম্বর ওয়ার্ডের পরিবেশকে নষ্ট করতে চাইছে । মেহেরাজ এখানকার কীসের নেতা । আগে CPI(M) করত । ওকে কে কি কাগজ দিয়েছে আর সেই কাগজ নিয়ে ও এখানে মস্তানি করবে সেটা হতে পারে না । মেরে হাত পা ভেঙে দেব । তৃণমূল দলকে নষ্ট হতে দেব না । " এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা খোকন দাসের বিরুদ্ধে অপর তৃণমূল নেতা মহম্মদ সেলিম সরব হতেই ফের প্রকাশ্যে চলে আসল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.