ETV Bharat / state

Awas Yojana: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা তালিকায় নাম, বাতিলের আবেদন পঞ্চায়েত সদস্যের - TMC gram panchayat member

পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার (Awas Yojana) তালিকায় নাম এসেছে ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ৷ সভাপতির পর এবার পঞ্চায়েত সদস্যের নাম এসেছে তালিকায় ৷

TMC panchayat member name at Awas Yojana list
TMC panchayat member name at Awas Yojana list
author img

By

Published : Dec 15, 2022, 9:57 PM IST

বর্ধমান, 15 ডিসেম্বর: একের পর এক জায়গায় সামনে আসছে আবাস যোজনায় (Awas Yojana) থাকা তৃণমূল নেতা-নেত্রীদের নাম ৷ এর আগে আবাস যোজনায় নাম এসেছিল পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির ৷ এবার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম উঠল ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্যর (TMC gram panchayat member) ।

রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যর নাম হল ফতেমা বিবি শেখ । চলতি বছরের ডিসেম্বর মাসে আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকায় ফতেমা বিবির নাম রয়েছে । অথচ বর্ধমানের বিজয়রাম এলাকায় রাস্তার ধারে রয়েছে তাঁর বিলাসবহুল পাকা বাড়ি । পাশাপাশি শুধু ফতেমা নন, তাঁর পরিবারের আরও ছয় জনের নামও আবাস যোজনার তালিকায় (Awas Yojana list) রয়েছে । আর যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

যদিও ওই সদস্যর দাবি, 2016 সালে যখন তালিকায় নাম উঠেছিল তখন তাঁর পাকা বাড়ি ছিল না । তাই তিনি আবেদন করেছিলেন । কিন্তু এখন তাঁর পাকা বাড়ি রয়েছে ৷ তাই তালিকায় নাম দেখার পরেই তিনি গ্রাম প্রধানের কাছে আবেদন করেছেন তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ।

ফতেমা বিবি বলেন, "আমি পঞ্চায়েতের সদস্য । তাই আমার নামে এই ধরনের নোংরামি করা হচ্ছে । 2016 সালের শেষদিকে আমার বাড়ির ছবি তোলা হয় । তখন আমার একটা অ্যাসবেস্টসের বাড়ি ছিল । আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য ছিলাম । তাই পঞ্চায়েত থেকে যারা এসেছিল তারা বাড়ির আবেদন করতে বলেছিল । তারপর লিস্টে যে আমার নাম উঠেছে সেটা আমার মাথায় ছিল না । সেই জায়গাটা বিক্রি করি 34 লক্ষ 50 হাজার টাকা দিয়ে । সেই জায়গা বিক্রি করে রাস্তার ধারে একটা জায়গা কিনি । সেখানে একটা বাড়ি বানাই ।"

আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নাম

তিনি আরও বলেন, "চলতি মাসে ডিসেম্বর মাসে পঞ্চায়েতের তরফে আবাস যোজনার যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে আমার নাম রয়েছে । আমি আমার সুপারভাইজারকে জানাই নাম বাদ দেওয়ার ব্যবস্থা করতে । একটা আবেদন পত্র গ্রামের প্রধানের কাছে জমা দেওয়া হয় । এদিকে আমার মেয়ের অপারেশন ছিল ৷ আমি সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি । এটা নিয়ে বিরোধী দলের নেতা-কর্মীরা নোংরামি শুরু করেছে ।"

বর্ধমান, 15 ডিসেম্বর: একের পর এক জায়গায় সামনে আসছে আবাস যোজনায় (Awas Yojana) থাকা তৃণমূল নেতা-নেত্রীদের নাম ৷ এর আগে আবাস যোজনায় নাম এসেছিল পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির ৷ এবার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম উঠল ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্যর (TMC gram panchayat member) ।

রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যর নাম হল ফতেমা বিবি শেখ । চলতি বছরের ডিসেম্বর মাসে আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকায় ফতেমা বিবির নাম রয়েছে । অথচ বর্ধমানের বিজয়রাম এলাকায় রাস্তার ধারে রয়েছে তাঁর বিলাসবহুল পাকা বাড়ি । পাশাপাশি শুধু ফতেমা নন, তাঁর পরিবারের আরও ছয় জনের নামও আবাস যোজনার তালিকায় (Awas Yojana list) রয়েছে । আর যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

যদিও ওই সদস্যর দাবি, 2016 সালে যখন তালিকায় নাম উঠেছিল তখন তাঁর পাকা বাড়ি ছিল না । তাই তিনি আবেদন করেছিলেন । কিন্তু এখন তাঁর পাকা বাড়ি রয়েছে ৷ তাই তালিকায় নাম দেখার পরেই তিনি গ্রাম প্রধানের কাছে আবেদন করেছেন তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ।

ফতেমা বিবি বলেন, "আমি পঞ্চায়েতের সদস্য । তাই আমার নামে এই ধরনের নোংরামি করা হচ্ছে । 2016 সালের শেষদিকে আমার বাড়ির ছবি তোলা হয় । তখন আমার একটা অ্যাসবেস্টসের বাড়ি ছিল । আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য ছিলাম । তাই পঞ্চায়েত থেকে যারা এসেছিল তারা বাড়ির আবেদন করতে বলেছিল । তারপর লিস্টে যে আমার নাম উঠেছে সেটা আমার মাথায় ছিল না । সেই জায়গাটা বিক্রি করি 34 লক্ষ 50 হাজার টাকা দিয়ে । সেই জায়গা বিক্রি করে রাস্তার ধারে একটা জায়গা কিনি । সেখানে একটা বাড়ি বানাই ।"

আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নাম

তিনি আরও বলেন, "চলতি মাসে ডিসেম্বর মাসে পঞ্চায়েতের তরফে আবাস যোজনার যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে আমার নাম রয়েছে । আমি আমার সুপারভাইজারকে জানাই নাম বাদ দেওয়ার ব্যবস্থা করতে । একটা আবেদন পত্র গ্রামের প্রধানের কাছে জমা দেওয়া হয় । এদিকে আমার মেয়ের অপারেশন ছিল ৷ আমি সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি । এটা নিয়ে বিরোধী দলের নেতা-কর্মীরা নোংরামি শুরু করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.