ETV Bharat / state

TMC Clash : জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত আট - জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

ভাতারের মোহনপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হন আটজন (TMC Clash) ৷

TMC Clash news
জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Jun 24, 2022, 9:17 PM IST

ভাতার, 24 জুন : জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাতারের মোহনপুর গ্রাম ৷ ঘটনায় আটজন আহত হয়েছেন (TMC Clash)। তাঁদের মধ্যে চারজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের অনুগামীদের সঙ্গে বর্তমান বিধায়ক গোবিন্দ অধিকারি অনুগামীদের মধ্যে ঝামেলা বাধে বলে অভিযোগ । সেই ঝামেলা থেকে হাতাহাতি শুরু হয় । এমনকি বোমাবাজি করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । ঘটনায় আটজন আহত হয়েছেন । এদের মধ্যে চারজনের মাথায় বুকে আঘাত লাগে । আশঙ্কাজনক অবস্থায় শেখ ঝন্টু, মিলন কুণ্ডু, অমিত মল্লিক ও ভজন গোস্বামীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । প্রত্যেকের বাড়ি মোহনপুর গ্রামে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর

আহত আমির শেখ বলেন, "এক গোষ্ঠীর জমি জোর করে প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের লোকজন দখল করে নেয় । সেই জমিতে জোর করে চাষ করা হচ্ছিল ৷ শুক্রবার ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর লোকজন সেই জমি দখল করতে যায় । তখন সুভাষ মণ্ডলের অনুগামীরা লাঠি রড নিয়ে হামলা চালায় ।" বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ । যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি ব্যক্তিগত ঝামেলা বলে দাবি করা হয়েছে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নয় বলে জানানো হয়েছে । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ভাতার, 24 জুন : জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাতারের মোহনপুর গ্রাম ৷ ঘটনায় আটজন আহত হয়েছেন (TMC Clash)। তাঁদের মধ্যে চারজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের অনুগামীদের সঙ্গে বর্তমান বিধায়ক গোবিন্দ অধিকারি অনুগামীদের মধ্যে ঝামেলা বাধে বলে অভিযোগ । সেই ঝামেলা থেকে হাতাহাতি শুরু হয় । এমনকি বোমাবাজি করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । ঘটনায় আটজন আহত হয়েছেন । এদের মধ্যে চারজনের মাথায় বুকে আঘাত লাগে । আশঙ্কাজনক অবস্থায় শেখ ঝন্টু, মিলন কুণ্ডু, অমিত মল্লিক ও ভজন গোস্বামীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । প্রত্যেকের বাড়ি মোহনপুর গ্রামে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর

আহত আমির শেখ বলেন, "এক গোষ্ঠীর জমি জোর করে প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের লোকজন দখল করে নেয় । সেই জমিতে জোর করে চাষ করা হচ্ছিল ৷ শুক্রবার ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর লোকজন সেই জমি দখল করতে যায় । তখন সুভাষ মণ্ডলের অনুগামীরা লাঠি রড নিয়ে হামলা চালায় ।" বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ । যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি ব্যক্তিগত ঝামেলা বলে দাবি করা হয়েছে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নয় বলে জানানো হয়েছে । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.