ETV Bharat / state

জয়শ্রীরাম স্লোগান ঘিরে তৃণমূল-BJP সংঘর্ষ, আটক 3 BJP কর্মী - east burdwan

জয় শ্রীরাম বলা নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ । আহত উভয় পক্ষের কয়েকজন । ঘটনায় আটক 3 BJP কর্মী ।

আহত BJP কর্মী
author img

By

Published : May 31, 2019, 10:06 PM IST

মন্তেশ্বর, 31 মে : জয়শ্রীরাম স্লোগানকে ঘিরে তৃণমূল-BJP সংঘর্ষ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনু গ্রামের এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জখম হয়েছেন । BJP-র অভিযোগ, জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় তাঁদের কর্মীদের মারধর করেছে তৃণমূলের লোকজন । অথচ পুলিশ তাঁদের দলেরই তিনজনকে আটক করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে BJP কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মন্তেশ্বরের দেনু গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল । গতরাতে সেই ঝামেলা চরম আকার নেয় । BJP-র তরফে জানানো হয়েছে, উত্তম মাঝি নামে তাদের এক কর্মী জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মী বল্টু সিং দলবল নিয়ে উত্তমের উপর চড়াও হয় । বেধড়ক মারধর করা হয় তাঁকে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করতে যায় । তখন তাদের উপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় আহত দু'পক্ষের বেশ কয়েকজন । আহতদের মন্তেশ্বর হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ । 3 BJP কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । সুভাষ মল্লিক নামে এক BJP কর্মী বলেন, "জয়শ্রীরাম বলেছিলাম বলে ঝামেলা হয়েছিল । ঝামেলার পর পুলিশ এসে আমাকে মারতে আরম্ভ করে । আমাকে টানতে টানতে গাড়িতে তুলে নেয় । থানায় নিয়ে গিয়ে সারা রাত বসিয়ে রেখেছিল । আজ বেলা 12টা নাগাদ থানা থেকে ছেড়েছে । "

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, BJP কর্মী উত্তম মাঝিই বিল্টু সিংয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । তারা আগে থেকে ঝামেলা করেনি ।

মন্তেশ্বর, 31 মে : জয়শ্রীরাম স্লোগানকে ঘিরে তৃণমূল-BJP সংঘর্ষ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনু গ্রামের এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জখম হয়েছেন । BJP-র অভিযোগ, জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় তাঁদের কর্মীদের মারধর করেছে তৃণমূলের লোকজন । অথচ পুলিশ তাঁদের দলেরই তিনজনকে আটক করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে BJP কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মন্তেশ্বরের দেনু গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল । গতরাতে সেই ঝামেলা চরম আকার নেয় । BJP-র তরফে জানানো হয়েছে, উত্তম মাঝি নামে তাদের এক কর্মী জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মী বল্টু সিং দলবল নিয়ে উত্তমের উপর চড়াও হয় । বেধড়ক মারধর করা হয় তাঁকে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করতে যায় । তখন তাদের উপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় আহত দু'পক্ষের বেশ কয়েকজন । আহতদের মন্তেশ্বর হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ । 3 BJP কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । সুভাষ মল্লিক নামে এক BJP কর্মী বলেন, "জয়শ্রীরাম বলেছিলাম বলে ঝামেলা হয়েছিল । ঝামেলার পর পুলিশ এসে আমাকে মারতে আরম্ভ করে । আমাকে টানতে টানতে গাড়িতে তুলে নেয় । থানায় নিয়ে গিয়ে সারা রাত বসিয়ে রেখেছিল । আজ বেলা 12টা নাগাদ থানা থেকে ছেড়েছে । "

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, BJP কর্মী উত্তম মাঝিই বিল্টু সিংয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । তারা আগে থেকে ঝামেলা করেনি ।

Intro:জয় শ্রীরাম বলায় মার বিজেপি কর্মীকে, বিজেপি তৃণমূল সংঘর্ষ মন্তেশ্বরে

সন্তোষ দাস, মন্তেশ্বর

জয় শ্রী রাম বলায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের দেনুর গ্রাম। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মন্তেশ্বর থানার পুলিশ তিনজনকে আটক করেছে। আহতরা মন্তেশ্বর হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে লোকসভার ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে উত্তম মাঝি নামে এক বিজেপি কর্মী জয় শ্রীরাম বলায় তৃণমূল কংগ্রেসের বিল্টু সিং এবং তার দলবল তাকে বেধড়ক মারধর করে। অন্যান্য বিজেপি কর্মীরা তাকে গিয়ে উদ্ধার করে। বিজেপির অভিযোগ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিজেপির তিন কর্মীকে আটক করে নিয়ে যায়
যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে উত্তম মাঝি নামে বিজেপি কর্মী তৃণমূল কর্মী বিল্টু সিংয়ের এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।Body:জয় শ্রীরাম বলায় মার Conclusion:বিজেপি কর্মীকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.