মন্তেশ্বর, 31 মে : জয়শ্রীরাম স্লোগানকে ঘিরে তৃণমূল-BJP সংঘর্ষ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনু গ্রামের এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জখম হয়েছেন । BJP-র অভিযোগ, জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় তাঁদের কর্মীদের মারধর করেছে তৃণমূলের লোকজন । অথচ পুলিশ তাঁদের দলেরই তিনজনকে আটক করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে BJP কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মন্তেশ্বরের দেনু গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল । গতরাতে সেই ঝামেলা চরম আকার নেয় । BJP-র তরফে জানানো হয়েছে, উত্তম মাঝি নামে তাদের এক কর্মী জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মী বল্টু সিং দলবল নিয়ে উত্তমের উপর চড়াও হয় । বেধড়ক মারধর করা হয় তাঁকে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করতে যায় । তখন তাদের উপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় আহত দু'পক্ষের বেশ কয়েকজন । আহতদের মন্তেশ্বর হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ । 3 BJP কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । সুভাষ মল্লিক নামে এক BJP কর্মী বলেন, "জয়শ্রীরাম বলেছিলাম বলে ঝামেলা হয়েছিল । ঝামেলার পর পুলিশ এসে আমাকে মারতে আরম্ভ করে । আমাকে টানতে টানতে গাড়িতে তুলে নেয় । থানায় নিয়ে গিয়ে সারা রাত বসিয়ে রেখেছিল । আজ বেলা 12টা নাগাদ থানা থেকে ছেড়েছে । "
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, BJP কর্মী উত্তম মাঝিই বিল্টু সিংয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । তারা আগে থেকে ঝামেলা করেনি ।