বর্ধমান, 10 জানুয়ারি : তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ । উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার স্বস্তিপল্লি এলাকায় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে শক্তিগড় থানার পুলিশ । নামে ব়্যাফ ।
বিজেপির অভিযোগ, গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভায় যাওয়ার কারণে কর্মীদের হুমকি দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা । পাশাপাশি আজ তৃণমল কংগ্রেসের মিছিলে তারা যদি অংশ না নেয় তাহলে তাদের মারধর করার হুমকি দেওয়া হয় । বিজেপি কর্মীরা প্রতিবাদ জানালে তাদের মারধর করে ।
অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তাদের বক্তব্য, আজ তৃণমূল কংগ্রেসের মিছিলের জন্য তারা গাড়ি ঠিক করতে গিয়েছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে যখন তারা তৃণমূল কর্মীদের আহ্বান করেছিল সেই সময় বিজেপির কর্মীরা তাদের উপর চড়াও হয় । তাদের কর্মীদের মারধর করা হয় ।
আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোনা
বিজেপি কর্মী বিকাশ মণ্ডলের অভিযোগ, "সকাল থেকে তৃণমূল কর্মীদের মিছিলে বিজেপি কর্মীদের নিয়ে যাবার জন্য জোর করতে থাকে । তাদের ভয় দেখানো হয়, মিছিলে না গেলে তাদের মারধর করা হবে । আমরা প্রতিবাদ করলে আমাদের বেশ কিছু কর্মীকে মারধর করা হয় ।"
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অনুপ প্রামাণিক বলেন, "আজ আমাদের মিছিলে যাওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলাম । সেই সময় বিজেপি কর্মীরা আমাদের মারধর করতে থাকে । কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচি । আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন ।"