ভাতার, 5 জুলাই : ফের উত্তপ্ত ভাতার । BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । ব্যাপক বোমাবাজির অভিযোগ । সংঘর্ষে আহত দুই পক্ষের বেশ কয়েকজন । দুজন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পূর্ব বর্ধমানের ভাতার। গ্রামছাড়া বেশ কয়েক জন রাজনৈতিক কর্মী । আজ ভোররাতে গ্রামছাড়া দুই BJP কর্মী শেখ রবু ও হায়দার শেখ গ্রামে ফিরে আসেন । অভিযোগ কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের উপর হামলা চালাতে আসে । সেই সময় সংঘর্ষ বাধে । ব্যাপক বোমাবাজিও হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভাতার থানার পুলিশ । পুলিশ শেখ রবু ও হায়দার শেখকে আটক করেছে।
গ্রামবাসীদের অভিযোগ রবু শেখ এবং হায়দার শেখ দু'জনেই দুষ্কৃতী। দীর্ঘদিন তৃণমূল করার পরে দলের সঙ্গে মনোমালিন্যের কারণে সম্প্রতি তাঁরা BJP তে যোগ দেন । এরপরে গন্ডগোলে গ্রামছাড়া ছিলেন দুজন । আজ ভোরে দু'জনেই গ্রামে ফেরেন ।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বোমাবাজি করতে করতে BJP কর্মীরা গ্রামে প্রবেশ করছিল । সেই সময় গ্রামবাসীরা দু'জনকে ধরে ফেলে । পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে রবু শেখ জানিয়েছেন, তৃণমূলের সন্ত্রাসের ভয়ে তাঁরা বেশ কিছুদিন ধরে গ্রামের বাইরে ছিলেন । আজ ভোরে তাঁরা গ্রামে ফেরেন।
বোমাবাজির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ।