খণ্ডঘোষ (বর্ধমান) : BJP-র কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পোলেমপুর এলাকায়। BJP-র অভিযোগ, শাসক দলের কর্মীরাই ভাঙচুর চালিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
BJP নেতা অরূপ ভট্টাচার্য বলেন, "কিছুদিন আগে BJP কর্মীদের মারধর করেছে তৃণমূল। তবে দলীয় কার্যালয় কারা ভাঙচুর করেছে তা বোঝা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।"
তৃণমূল নেতা অপার্থিব ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনও ভাবে যুক্ত নয়। রাজ্যে সমস্ত লোকসভা কেন্দ্রেই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেইমতো দেওয়াল লেখার কাজও চলছে। যেখানে BJP প্রার্থী তালিকা প্রকাশই করতে পারেনি সেখানে তাদের নিয়ে ভাবব কেন? যারা সামান্য দেওয়াল নিজেদের দিকে ধরে রাখতে পারে না তাঁরা কী করে দেশ চালাবে? BJP কর্মীরা নিজেদের প্রচারে নিয়ে আসার জন্য আমাদের বদনাম করছে।"