ETV Bharat / state

BJP-র কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

BJP-র অভিযোগ, শাসক দলের কর্মীরাই ভাঙচুর চালিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

পার্টি অফিস ভাঙচুরের ছবি
author img

By

Published : Mar 19, 2019, 11:34 PM IST

খণ্ডঘোষ (বর্ধমান) : BJP-র কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পোলেমপুর এলাকায়। BJP-র অভিযোগ, শাসক দলের কর্মীরাই ভাঙচুর চালিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

BJP নেতা অরূপ ভট্টাচার্য বলেন, "কিছুদিন আগে BJP কর্মীদের মারধর করেছে তৃণমূল। তবে দলীয় কার্যালয় কারা ভাঙচুর করেছে তা বোঝা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।"

তৃণমূল নেতা অপার্থিব ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনও ভাবে যুক্ত নয়। রাজ্যে সমস্ত লোকসভা কেন্দ্রেই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেইমতো দেওয়াল লেখার কাজও চলছে। যেখানে BJP প্রার্থী তালিকা প্রকাশই করতে পারেনি সেখানে তাদের নিয়ে ভাবব কেন? যারা সামান্য দেওয়াল নিজেদের দিকে ধরে রাখতে পারে না তাঁরা কী করে দেশ চালাবে? BJP কর্মীরা নিজেদের প্রচারে নিয়ে আসার জন্য আমাদের বদনাম করছে।"

খণ্ডঘোষ (বর্ধমান) : BJP-র কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পোলেমপুর এলাকায়। BJP-র অভিযোগ, শাসক দলের কর্মীরাই ভাঙচুর চালিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

BJP নেতা অরূপ ভট্টাচার্য বলেন, "কিছুদিন আগে BJP কর্মীদের মারধর করেছে তৃণমূল। তবে দলীয় কার্যালয় কারা ভাঙচুর করেছে তা বোঝা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।"

তৃণমূল নেতা অপার্থিব ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনও ভাবে যুক্ত নয়। রাজ্যে সমস্ত লোকসভা কেন্দ্রেই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেইমতো দেওয়াল লেখার কাজও চলছে। যেখানে BJP প্রার্থী তালিকা প্রকাশই করতে পারেনি সেখানে তাদের নিয়ে ভাবব কেন? যারা সামান্য দেওয়াল নিজেদের দিকে ধরে রাখতে পারে না তাঁরা কী করে দেশ চালাবে? BJP কর্মীরা নিজেদের প্রচারে নিয়ে আসার জন্য আমাদের বদনাম করছে।"

Intro:সন্তোষ দাস, পূর্ব বর্ধমান
- রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্ধোপ্যাধায়ের নির্দেশে রাজ্যের সমস্ত স্কুলের সাথে প্রাথমিক স্কুলগুলিতেও স্কুল পোশাক এবং জুতো দেবার কাজ শুরু হয়েছে। প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে সেই সুয়োগ সুবিধা কোনটাই জুটছে না খোদ বর্ধমান শহরের নামী স্কুল সিএমএসের প্রাথমিক বিভাগের ছাত্রদের। আর এই ঘটনায় অভিভাবকেরা সরাসরি অভিযোগের আঙুল তুলছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতিরও অভিযোগে সরব হয়েছেন অভিভাবকরা। এই ঘটনার সম্পূর্নভাবে তদন্ত হোক চাইছে অভিভাবকই সহ খোদ স্কুলের অন্যান্য শিক্ষকরাও, তদন্ত চেয়ে তারা আবেদন জানিয়েছেন সরকারী সমস্ত দপ্তরে। আর এই ঘটনার জেরেই রীতিমত তোলপাড় শুরু হয়েছে শহরজুরে। যদিও সমস্ত অভিযোগকে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন প্রধান শিক্ষক সুভাষ চৌধুরী। Body:জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারী নির্দেশ সকলকেই মেনে চলতে হবে। বর্ধমান শহরের বিসিরোডের খ্যাতনামা স্কুল সিএমএস। আর সেই স্কুলের প্রাথমিক বিভাগকে নিয়ে গত ২০১৬ সাল থেকেই শুরু হয়েছে নানাবিধ অনিয়মের অভিযোগ। প্রাক্তন প্রধান শিক্ষক শাহ আলমের সঙ্গে বর্তমান প্রধান শিক্ষক সুভাষ চৌধুরীর বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। কিন্তু তারপর সুভাষবাবু দায়িত্ব নেবার পর থেকেই কার্যত স্বেচ্ছাচার চালিয়ে যাচ্ছেন স্কুলে - এমনটাই অভিযোগ করেছেন অভিভাবকরা। Conclusion:স্কুলের অভিভাবক দীপক কুমার ঘোষ জানিয়েছেন, বর্তমান প্রধান শিক্ষক আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁর দাবী, আগের প্রধান শিক্ষক চলে যাবার সময় সুভাষবাবুকে ৩৭ হাজার টাকা সহ স্কুলের ফাণ্ডের যাবতীয় হিসাব বুঝিয়ে দিয়ে যান। সুভাষবাবু তা লিখিতভাবে গ্রহণও করেন। কিন্তু তারপর আর ওই টাকার কোনো হিসাব দিচ্ছেন না। এমনকি রাজ্য সরকার স্কুলের ছেলেমেয়েদের জন্য, খাতা, ব্যাগ, পোশাক, জুতো প্রভৃতি একাধিক সুবিধা দিচ্ছে - যা অন্য স্কুলগুলিতে ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। কিন্তু সরকারী সেই টাকা এই স্কুলে এলেও অজ্ঞাত কারণে তা ছাত্রদের মধ্যে বণ্টন করা হয়নি বিগত কয়েকবছর ধরেই।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.