ETV Bharat / state

তৃণমূল কর্মী খুনে বিরোধীদের আক্রমণ মন্ত্রীর, দলের দিকেই আঙুল পরিবারের

author img

By

Published : Dec 7, 2019, 9:07 PM IST

Updated : Dec 7, 2019, 10:38 PM IST

সংবাদমাধ্যমের সামনে ইনশানের বিবি শিউলি বলেন, তৃণমূল নেতা রাজকুমার পান্ডের নেতৃত্বে তাঁর স্বামীকে খুন করা হয় । রাজকুমার পান্ডে কোন দলের নেতা জানতে চাইলে তিনি বলেন, সেটা সবাই জানে । স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকুমার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ।

TMC accused for the murder of Insan Mallik by his family
ইনসান মল্লিক খুনের ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে

বর্ধমান, 7 ডিসেম্বর : কালনার তৃণমূল কংগ্রেস নেতা ইনশান মল্লিক খুনের প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলছেন, বিরোধী BJP ও CPI(M) মিলে ইনশানকে খুন করেছে । তবে উলটো কথা বলছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তথা মৃত ইনশানের বিবি শিউলি মল্লিক নাম না করে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন । মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হয়েছে ইনশান । CID তদন্তের দাবিও জানানো হয়েছে তাদের পরিবারের তরফে ।

সংবাদমাধ্যমের সামনে ইনশানের বিবি শিউলি বলেন, তৃণমূল নেতা রাজকুমার পান্ডের নেতৃত্বে তাঁর স্বামীকে খুন করা হয়েছে । রাজকুমার পান্ডে কোন দলের নেতা জানতে চাইলে তিনি বলেন, "সেটা সবাই জানে ।" স্থানীয় সূত্রে খবর, রাজকুমার ওই এলাকারই তৃণমূল নেতা ।

এবিষয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনশান মল্লিকের জন্যই লোকসভায় তৃণমূলের ভোট বেড়েছিল । যেটা বিরোধীদের কাছে আতঙ্কের কারণ ছিল । সেই কারণেই বিরোধী CPI(M), BJP-র দুষ্কৃতীরা ইনশানকে গুলি করে খুন করে । ইনশান খুব ভালো সংগঠক ছিলেন । তাঁর চলে যাওয়ায় দলের ক্ষতি হল । "

ইনশানের ভাই রাজীব মল্লিক বলেন, " দাদা দলীয় কার্যালয় থেকে ফেরার পথে তাঁকে গুলি করা হয় । তাঁর পিছনে কোমরের নীচে দুটি গুলি লাগে । তবে কারা গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারব না । পুলিশের উপর আস্থা আছে ৷ দলের যাঁরা নেতা আছেন আশা করি তাঁরাও সুবিচার পেতে সাহায্য করবেন । "

দেখুন ভিডিয়ো

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে ,কালনার রাজখাড়া গ্রামের বাসিন্দা ইনশান মল্লিক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ কালনা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন । গতরাতে তিনি মোটরবাইকে গদারপাড়ের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, সেইসময় অন্য একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা নারায়ণপুরের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি করে ৷ কোমরের নিচের অংশে দুটি গুলি লাগে ইনশানের ৷ স্থানীয়রা তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যান । আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে বলা হয় ৷ কলকাতায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

এরপর আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে কালনার বুলবুলিতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ইনশানের অনুগামীরা ।

বর্ধমান, 7 ডিসেম্বর : কালনার তৃণমূল কংগ্রেস নেতা ইনশান মল্লিক খুনের প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলছেন, বিরোধী BJP ও CPI(M) মিলে ইনশানকে খুন করেছে । তবে উলটো কথা বলছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তথা মৃত ইনশানের বিবি শিউলি মল্লিক নাম না করে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন । মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হয়েছে ইনশান । CID তদন্তের দাবিও জানানো হয়েছে তাদের পরিবারের তরফে ।

সংবাদমাধ্যমের সামনে ইনশানের বিবি শিউলি বলেন, তৃণমূল নেতা রাজকুমার পান্ডের নেতৃত্বে তাঁর স্বামীকে খুন করা হয়েছে । রাজকুমার পান্ডে কোন দলের নেতা জানতে চাইলে তিনি বলেন, "সেটা সবাই জানে ।" স্থানীয় সূত্রে খবর, রাজকুমার ওই এলাকারই তৃণমূল নেতা ।

এবিষয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনশান মল্লিকের জন্যই লোকসভায় তৃণমূলের ভোট বেড়েছিল । যেটা বিরোধীদের কাছে আতঙ্কের কারণ ছিল । সেই কারণেই বিরোধী CPI(M), BJP-র দুষ্কৃতীরা ইনশানকে গুলি করে খুন করে । ইনশান খুব ভালো সংগঠক ছিলেন । তাঁর চলে যাওয়ায় দলের ক্ষতি হল । "

ইনশানের ভাই রাজীব মল্লিক বলেন, " দাদা দলীয় কার্যালয় থেকে ফেরার পথে তাঁকে গুলি করা হয় । তাঁর পিছনে কোমরের নীচে দুটি গুলি লাগে । তবে কারা গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারব না । পুলিশের উপর আস্থা আছে ৷ দলের যাঁরা নেতা আছেন আশা করি তাঁরাও সুবিচার পেতে সাহায্য করবেন । "

দেখুন ভিডিয়ো

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে ,কালনার রাজখাড়া গ্রামের বাসিন্দা ইনশান মল্লিক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ কালনা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন । গতরাতে তিনি মোটরবাইকে গদারপাড়ের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, সেইসময় অন্য একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা নারায়ণপুরের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি করে ৷ কোমরের নিচের অংশে দুটি গুলি লাগে ইনশানের ৷ স্থানীয়রা তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যান । আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে বলা হয় ৷ কলকাতায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

এরপর আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে কালনার বুলবুলিতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ইনশানের অনুগামীরা ।

Intro: ইনসান খুনের ঘটনায় পরিবারের অভিযোগ শাসক দলের দিকে

সন্তোষ দাস, কালনা


তৃণমূল নেতা ইনসান মল্লিককে খুনের প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলছেন বিরোধী বিজেপি ও সিপিএম মিলে ইনসান মল্লিককে খুন করেছে। অথচ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তথা মৃতের স্ত্রী শিউলি মল্লিক দলের নাম না করে অভিযোগের আঙুল তুললেন তৃণমূল কংগ্রেসের দিকে। তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন রাজকুমার পান্ডের নেতৃত্বে তার স্বামীকে খুন করা হয়েছে। রাজকুমার পান্ডে কোন দলের নেতা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সবাই জানে সেটা। তৃণমূল সূত্রে জানা গেছে রাজকুমার পান্ডে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা।

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে। তারা সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,কালনার রাজখাড়া গ্রামের বাসিন্দা ইনসান মল্লিক তৃণমূল কংগ্রেসের অন্চল সভাপতি সহ কালনা ১ ব্লক পন্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন।ইনসানব মল্লিক শুক্রবার রাতে যখন গদারপাড়ের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন মোটরবাইকে চেপে।অভিযোগ সেইসময় অন্য একটি মোটরবাইকে চেপে দুস্কৃতিরা নারায়ণপুরের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।কোমরের নিচের অংশে দুটি গুলি লাগলে তিনি লুটিয়ে পড়েন।সেই আওয়াজেই স্থানীয়রা ছুটে আসেন।রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তৃণমূল নেতাকে কালনা হাসপাতালে নিয়ে যান।আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার কালনার বুলবুলিতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ইনসানের অনুগামীরা।অন্যদিকে স্বামীর মৃত্যুর জন্য দায়ী এক তৃণমূল নেতার নাম করে তার বিরুদ্ধেই সরাসরি অভিযোগের আঙুল তুলে সংবাদমাধ্যমের সামনেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরেন স্থানীয় পন্চায়েতের প্রাক্তন প্রধান তথা মৃতের স্ত্রী শিউলি মল্লিক ও ভাই রাজীব মল্লিক।সিআইডি তদন্তেরও দাবি তোলেন তারা।

সিপিএম নেতা সুকুল শিকদার বলেন,‘সিপিএম এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাস করে না।আমরাও এই খুনের ঘটনায় আসল দোষীকে খুঁজে বের করার দাবি জানাই।’

বিজেপির সহ সভাপতি ধনন্জয় হালদার বলেন,‘যে কোনো মৃত্যুই দুঃখজনক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।মৃতের পরিবারও এই একই কথা বলছে।এই ঘটনায় প্রকৃত তদন্তের দাবি জানাই।’Body: ইনসান খুনের ঘটনায় পরিবারের অভিযোগ শাসক দলের দিকেConclusion: ইনসান খুনের ঘটনায় পরিবারের অভিযোগ শাসক দলের দিকে
Last Updated : Dec 7, 2019, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.