মাধবডিহি (পূর্ব বর্ধমান), 12 সেপ্টেম্বর : নির্মীয়মান সেপটিক ট্যাংকে নেমে আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। মঙ্গলবার ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বড়নৈনান এলাকার কয়ালপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন, জয়দেব মাল (26), অশোক সাঁতরা (18) ও সুন্দরম মালিক (19)। ঘটনায় অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি আছেন আরও দু'জন। এদের মধ্যে মৃত সুন্দরম নির্মীয়মান বাড়ির মালিকের ছোট ছেলে।
বাড়ির প্রধান জয়ন্ত মালিক এদিন বলেন, "নতুন বাড়িতে সেপটিক ট্যাংক তৈরির কাজ চলছিল। সেখানে ঢালাই করার পরে কাঠের পাটা লাগানো আছে। এদিন মিস্ত্রিদের পাটা খোলার কথা ছিল না। ইট গাঁথার কথা ছিল। বেলা পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। কোনও মিস্ত্রি না আসায় অপেক্ষা করে করে আমি পাশের পুকুরে মাছ ধরতে যাই। পরে স্থানীয়রা ফোনে ঘটনার কথা জানান। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি। তাছাড়া এদিন মিস্ত্রিদের ইট গাঁথার কথা ছিল। পাটা খোলার কথা ছিল না ৷ পরে জানতে পারি মিস্ত্রিদের সঙ্গে যে হেলপার কাজ করছিল সে ট্যাংকে নেমে পাটা খুলতে যায়। সেখানে গ্যাস ছিল বলেই মনে হয়। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷"
স্থানীয় বাসিন্দা দিলীপ মালিক বলেন, "নতুন বাড়ি তৈরির কাজ চলছে। সেখানে চেম্বারে ঢালাইয়ের পরে কাঠের পাটা লাগানো ছিল। এদিন সেই চেম্বারে পাটা খুলতে নেমে দু'জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয় এই বাড়ির ছোট ছেলে। এই খবর ছড়িয়ে পড়তেই পাড়ার আরও দু'জন ছেলে ট্যাংকের ভিতরে নেমে পড়েন। তাঁদের পাঁচজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। দু'জনের চিকিৎসা চলছে ।"
আরও পড়ুন: সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মৃত 3 শ্রমিক
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানার বড়নৈনান কয়ালপাড়া এলাকায় জয়ন্ত মালিক নামে এক ব্যক্তির একটা সেপটিক ট্যাংক তৈরির কাজ চলছিল। সেই ট্যাংকে সেন্টারিংয়ের পাটা খুলতে নামে অশোক সাঁতরা ও জয়দেব মাল। কিন্তু ট্যাংকের জমা জলে তৈরি হওয়া গ্যাস থেকে তাঁরা ট্যাংকের ভিতরে অসুস্থ হয়ে পড়েন। এদিকে তাঁদের সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির ছেলে সুন্দরম মালিক নেমে পড়েন সেখানে। কিন্তু তিন জনই আর উঠে আসেননি। এই খবর জানাজানি হতেই আশেপাশের মানুষজন ছুটে আসেন। গ্রামবাসীদের মধ্যে আরও দু'জন বাকিদের উদ্ধার করতে গিয়ে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন ৷ ঘটনায় খবর দেওয়া হয় মাধবডিহি থানার পুলিশকে ৷ পাঁচজনকেই উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন ৷