ETV Bharat / state

Three dead body found : বাবা, মা ও মেয়ের একসঙ্গে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ - বাবা, মা ও মেয়ের একসঙ্গে দেহ উদ্ধার

কাটোয়ার পানুহাটের বৈদ্যপাড়া এলাকায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল (Three dead body found in Katwa) । দরজা ভেঙে পুলিশ একজনকে ঝুলন্ত অবস্থায় এবং বাকি দু'জনকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে । ঠিক কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

Katwa Purba Bardhaman News
তিন জনের দেহ উদ্ধার
author img

By

Published : Mar 22, 2022, 8:40 AM IST

কাটোয়া, 22 মার্চ : একই পরিবারের তিন সদস্যের মৃত্যু ৷ ঝুলন্ত অবস্থায় বাবা, বিছানা ও মেঝেতে পড়ে রয়েছে মেয়ে ও মায়ের দেহ ৷ এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে কাটোয়ার বৈদ্যপাড়ায় (Three dead body found in Katwa) ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যপাড়ার বাসিন্দা ছিলেন নঈম শেখ । পেশায় গাড়িচালক নঈম, তাঁর স্ত্রী কামরুন ও মেয়ে পিংকিকে নিয়ে সেখানে বাস করতেন । সোমবার বেলার দিকে নঈম তাঁর বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয় । এরপর তাঁরা দরজা ভেঙে নঈমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন ।

আরও পড়ুন : Injured by Ceiling fan: শিলিগুড়িতে ক্লাস চলাকালীন খুলে পড়ল ফ্যান, জখম পড়ুয়া

গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে ছিল কামরুনের দেহ । বিছানায় পড়েছিল পিংকির দেহ । স্থানীয়রা জানান, পিংকি নবম শ্রেণির ছাত্রী ছিল ৷ তার শারীরিক প্রতিবন্ধকতা ছিল ৷ সে ছিল মূক-বধির । নঈমের ছিল অভাবের সংসার । সংসার চালাতে না পেরেই হয়তো স্ত্রী-মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছে নঈম । পুলিশেরও প্রাথমিক অনুমান, নঈম তাঁর স্ত্রী ও মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন । কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ ৷

কাটোয়া, 22 মার্চ : একই পরিবারের তিন সদস্যের মৃত্যু ৷ ঝুলন্ত অবস্থায় বাবা, বিছানা ও মেঝেতে পড়ে রয়েছে মেয়ে ও মায়ের দেহ ৷ এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে কাটোয়ার বৈদ্যপাড়ায় (Three dead body found in Katwa) ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যপাড়ার বাসিন্দা ছিলেন নঈম শেখ । পেশায় গাড়িচালক নঈম, তাঁর স্ত্রী কামরুন ও মেয়ে পিংকিকে নিয়ে সেখানে বাস করতেন । সোমবার বেলার দিকে নঈম তাঁর বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয় । এরপর তাঁরা দরজা ভেঙে নঈমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন ।

আরও পড়ুন : Injured by Ceiling fan: শিলিগুড়িতে ক্লাস চলাকালীন খুলে পড়ল ফ্যান, জখম পড়ুয়া

গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে ছিল কামরুনের দেহ । বিছানায় পড়েছিল পিংকির দেহ । স্থানীয়রা জানান, পিংকি নবম শ্রেণির ছাত্রী ছিল ৷ তার শারীরিক প্রতিবন্ধকতা ছিল ৷ সে ছিল মূক-বধির । নঈমের ছিল অভাবের সংসার । সংসার চালাতে না পেরেই হয়তো স্ত্রী-মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছে নঈম । পুলিশেরও প্রাথমিক অনুমান, নঈম তাঁর স্ত্রী ও মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন । কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.