ETV Bharat / state

Theatre Yesteryears and Now: কথা বলছে আলো, বৈচিত্র্য সাউন্ড-ধোঁয়ায় ! দর্শক টানতে বদলেছে নাটকের ঘরানা - নাটক

দর্শক টানতে বদলে গিয়েছে নাটকের ঘরানা (Theatre Yesteryears and Now)৷ আলো, সাউন্ড, ধোঁয়ার মাধ্যমে নাটকে আনা হয়েছে বৈচিত্র্য ৷

drama
কথা বলছে আলো, চলছে সাউন্ড-ধোঁয়ার ব্যবহার ! দর্শক টানতে বদলে গিয়েছে নাটকের ঘরানা
author img

By

Published : Nov 23, 2022, 8:50 PM IST

Updated : Nov 23, 2022, 10:18 PM IST

বর্ধমান, 23 নভেম্বর: একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় ছিল নাট্যচর্চা (Theatre Yesteryears and Now)। নাটককে কেন্দ্র করে শিল্পীদের মনে ছিল আশা-ভরসা । টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজের যুগে মানুষ আজ দিনে দিনে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে । এ ছাড়া নতুন প্রজন্ম নাটকের থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিচ্ছে । যা নিয়ে চিন্তা বাড়ছে নাট্যশিল্পী থেকে উদ্যোক্তাদের । ফলে নাটককে কেন্দ্র করে আগামী দিনে দর্শক পাওয়া যাবে কি না, তা ভাবাচ্ছে তাঁদের ৷ নাট্য উৎসব ঘিরে আশায় থাকেন শিল্পীরা । নাট্য উৎসবে ভালো মানের নাটকের স্বাদ পাওয়া গেলেও দর্শক সে ভাবে মেলে না ৷ অথচ সত্তরের দশকের মাঝামাঝি সময়ে সারা বছর ধরেই শহরের নানা প্রান্তে, বিভিন্ন পাড়ায় পাড়ায় নাটক চলত । চলত এক পাড়ার নাটকের সঙ্গে অন্য পাড়ার নাটকের প্রতিযোগিতা (East Burdwan News)।

করোনা নাট্যচর্চার উপরও প্রভাব ফেলেছে । বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু গ্রুপ থিয়েটার । কমেছে দর্শক সংখ্যাও । তাই নাটককে বাঁচিয়ে রাখার জন্য শ্রুতিনাটক, অন্তরঙ্গ নাটক, একক নাটক, একাংক নাটক, পূর্ণাঙ্গ নাটক করা হচ্ছে । এমনকী আজ নাটকের ঘরানা বদলে দিয়ে আলো কিংবা সাউন্ডের সাহায্যেও নাটক করা হচ্ছে । নতুন চিন্তাভাবনায় চলছে ধোঁয়ার ব্যবহার । একটা চেনা ছক থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে নাটককে তুলে ধরা হচ্ছে। ফলে শিল্পীদের আশা, দর্শক নাটক থেকে মুখ ঘুরিয়ে নেবে না ।

নাট্যকার তথা সারা ভারত নাটকের বিচারের কাজে যুক্ত রমাপতি হাজরা বলেন, "এখন আগের থেকে নাটক অনেক বেড়ে গিয়েছে । রাজ্যে এখন প্রায় পাঁচ হাজার নাটকের দল আছে । এখন শ্রুতিনাটক, অন্তরঙ্গ নাটক, একক নাটক, একাংক নাটক, পূর্ণাঙ্গ নাটক হচ্ছে ৷ এ ছাড়া বিভিন্ন সেমিনার করা হচ্ছে । নাটককে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে । নাটক গতিশীল শিল্প, এটা কখনওই থেমে থাকবে না ।এটা এগিয়ে যাবেই । আগে যেভাবে নাটক হত আজ সেই চিন্তাভাবনার ব্যাপক পরিবর্তন করা হচ্ছে । একটা চেনা ছক থেকে বেরিয়ে এসে থার্ড ফর্মে নাটককে পরিবেশন করা হচ্ছে । এ ছাড়া আছে আলোর সংলাপ অর্থাৎ আলোও কথা বলে ৷"

দর্শক টানতে বদলেছে নাটকের ঘরানা

আরও পড়ুন: চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার

উত্তর চব্বিশ পরগনার নাট্যকার অনুপ মুখোপাধ্যায় বলেন, "নিয়মিত নাটক চর্চা করার জন্য কাঁচড়াপাড়া এলাকায় জমি কেনা হয়েছে । সেখানে নিয়মিত রিহার্সাল করছি । যাতে অভিনয়ের মাধ্যমে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারি । এ ছাড়া নাটক সংক্রান্ত বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা সবকিছুই আমরা করছি । আমরা বাচ্চাদের মননে, সংস্কৃতিতে নাটকের একটা পরিমণ্ডল গড়ে তোলার চেষ্টা করছি ।"

নাট্যশিল্পী অনন্ত মণ্ডল বলেন, "আমাদের এই বাংলায় নাট্যচর্চার কিন্তু কোনও ঘাটতি নেই । কলকাতায় থিয়েটার কম বেশি বন্ধ হলেও দলগতভাবে অনেকে নাটক করছেন । ফলে নাটকের একটা ধারা রয়েই গিয়েছে । বর্তমানে সরকার সিনেমা জগত কিংবা টেলিভিশন জগতের শিল্পীদের প্রাধান্য দিলেও নাট্যশিল্পীদের সেভাবে গুরুত্ব দিচ্ছে না । বিষয়টা নিয়ে সরকারের ভাবা উচিত ।"

মেয়েকে নিয়ে নাটক দেখতে এসে রাজকুমার দাস নামে এক দর্শক বলেন, "নাটক আমাদের অনেক কিছু শেখায় । নতুন প্রজন্ম নাটকের প্রতি আকৃষ্ট নয় । বাবা-মায়েরা যদি তাঁদের বাচ্চাদের নাটক দেখতে নিয়ে আসেন, তাহলে তারা ভবিষ্যতে নাটকের প্রতি আকৃষ্ট হবে ।"

বর্ধমান, 23 নভেম্বর: একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় ছিল নাট্যচর্চা (Theatre Yesteryears and Now)। নাটককে কেন্দ্র করে শিল্পীদের মনে ছিল আশা-ভরসা । টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজের যুগে মানুষ আজ দিনে দিনে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে । এ ছাড়া নতুন প্রজন্ম নাটকের থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিচ্ছে । যা নিয়ে চিন্তা বাড়ছে নাট্যশিল্পী থেকে উদ্যোক্তাদের । ফলে নাটককে কেন্দ্র করে আগামী দিনে দর্শক পাওয়া যাবে কি না, তা ভাবাচ্ছে তাঁদের ৷ নাট্য উৎসব ঘিরে আশায় থাকেন শিল্পীরা । নাট্য উৎসবে ভালো মানের নাটকের স্বাদ পাওয়া গেলেও দর্শক সে ভাবে মেলে না ৷ অথচ সত্তরের দশকের মাঝামাঝি সময়ে সারা বছর ধরেই শহরের নানা প্রান্তে, বিভিন্ন পাড়ায় পাড়ায় নাটক চলত । চলত এক পাড়ার নাটকের সঙ্গে অন্য পাড়ার নাটকের প্রতিযোগিতা (East Burdwan News)।

করোনা নাট্যচর্চার উপরও প্রভাব ফেলেছে । বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু গ্রুপ থিয়েটার । কমেছে দর্শক সংখ্যাও । তাই নাটককে বাঁচিয়ে রাখার জন্য শ্রুতিনাটক, অন্তরঙ্গ নাটক, একক নাটক, একাংক নাটক, পূর্ণাঙ্গ নাটক করা হচ্ছে । এমনকী আজ নাটকের ঘরানা বদলে দিয়ে আলো কিংবা সাউন্ডের সাহায্যেও নাটক করা হচ্ছে । নতুন চিন্তাভাবনায় চলছে ধোঁয়ার ব্যবহার । একটা চেনা ছক থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে নাটককে তুলে ধরা হচ্ছে। ফলে শিল্পীদের আশা, দর্শক নাটক থেকে মুখ ঘুরিয়ে নেবে না ।

নাট্যকার তথা সারা ভারত নাটকের বিচারের কাজে যুক্ত রমাপতি হাজরা বলেন, "এখন আগের থেকে নাটক অনেক বেড়ে গিয়েছে । রাজ্যে এখন প্রায় পাঁচ হাজার নাটকের দল আছে । এখন শ্রুতিনাটক, অন্তরঙ্গ নাটক, একক নাটক, একাংক নাটক, পূর্ণাঙ্গ নাটক হচ্ছে ৷ এ ছাড়া বিভিন্ন সেমিনার করা হচ্ছে । নাটককে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে । নাটক গতিশীল শিল্প, এটা কখনওই থেমে থাকবে না ।এটা এগিয়ে যাবেই । আগে যেভাবে নাটক হত আজ সেই চিন্তাভাবনার ব্যাপক পরিবর্তন করা হচ্ছে । একটা চেনা ছক থেকে বেরিয়ে এসে থার্ড ফর্মে নাটককে পরিবেশন করা হচ্ছে । এ ছাড়া আছে আলোর সংলাপ অর্থাৎ আলোও কথা বলে ৷"

দর্শক টানতে বদলেছে নাটকের ঘরানা

আরও পড়ুন: চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার

উত্তর চব্বিশ পরগনার নাট্যকার অনুপ মুখোপাধ্যায় বলেন, "নিয়মিত নাটক চর্চা করার জন্য কাঁচড়াপাড়া এলাকায় জমি কেনা হয়েছে । সেখানে নিয়মিত রিহার্সাল করছি । যাতে অভিনয়ের মাধ্যমে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারি । এ ছাড়া নাটক সংক্রান্ত বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা সবকিছুই আমরা করছি । আমরা বাচ্চাদের মননে, সংস্কৃতিতে নাটকের একটা পরিমণ্ডল গড়ে তোলার চেষ্টা করছি ।"

নাট্যশিল্পী অনন্ত মণ্ডল বলেন, "আমাদের এই বাংলায় নাট্যচর্চার কিন্তু কোনও ঘাটতি নেই । কলকাতায় থিয়েটার কম বেশি বন্ধ হলেও দলগতভাবে অনেকে নাটক করছেন । ফলে নাটকের একটা ধারা রয়েই গিয়েছে । বর্তমানে সরকার সিনেমা জগত কিংবা টেলিভিশন জগতের শিল্পীদের প্রাধান্য দিলেও নাট্যশিল্পীদের সেভাবে গুরুত্ব দিচ্ছে না । বিষয়টা নিয়ে সরকারের ভাবা উচিত ।"

মেয়েকে নিয়ে নাটক দেখতে এসে রাজকুমার দাস নামে এক দর্শক বলেন, "নাটক আমাদের অনেক কিছু শেখায় । নতুন প্রজন্ম নাটকের প্রতি আকৃষ্ট নয় । বাবা-মায়েরা যদি তাঁদের বাচ্চাদের নাটক দেখতে নিয়ে আসেন, তাহলে তারা ভবিষ্যতে নাটকের প্রতি আকৃষ্ট হবে ।"

Last Updated : Nov 23, 2022, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.